সরকারি কর্মীদের জন্য সুখবর, নতুন বছরে মোটা টাকার বেতনবৃদ্ধি! শীঘ্রই হবে ঘোষণা

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employee) জন্য বড় খবর! শোনা যাচ্ছে, আগামী তিন মাসের মধ্যে তাঁদের জন্য বড়সড় কয়েকটি চমক আসতে চলেছে। একলাফে তাঁদের বেতন (Salary) অনেকখানি বাড়তে চলেছে! ফলে স্বাভাবিকভাবেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) ঢুকতে চলেছে মোটা টাকা।

এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Government Employee) ৪৬% হারে DA পাচ্ছে। শোনা যাচ্ছে, এবার সেই অঙ্কটা আরও বাড়তে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের একলাফে ৪% DA (Deraness Allowance) বাড়তে পারে বলে খবর। আগামী মার্চ মাসেই এই বিষয়ে বড় ঘোষণা করা হতে পারে। যা কিনা জানুয়ারি ২০২৪ সাল থেকে কার্যকর করা হবে।

Gov Employee DA hike News

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি!

এখন কোনও কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মচারীর মূল মাইনে ৫০,০০০ টাকা হলে তাঁরা বার পাবেন ২৩,০০০ টাকা DA হিসেবে। তবে এর আগে ২৩,০০০ টাকার বদলে কর্মীরা ১৩,৫০০ টাকা বেতন পেতেন। তবে শুধু DA নয়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের HRA –ও (House Rent Allowance) বৃদ্ধি পেতে চলেছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুনঃ বসে খাবে সাতপুরুষ, সরকারি সাহায্য নিয়ে এই ব্যবসা খুলতে পারলেই লক্ষ টাকা আয় হয়ে গ্যারেন্টি!

এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employee) ২৭% হারে HRA পান। এবার সেই অঙ্কটাও বৃদ্ধি পেতে পারে বলে শোনা যাচ্ছে। DA বৃদ্ধির সঙ্গে সঙ্গে HRA -ও আরও ৩% বৃদ্ধি পাবে বলে খবর। প্রসঙ্গত, মূল মাইনের ওপর নির্ভর করে HRA- এর (House Rent Allowance) গণনা নির্ভরশীল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নূন্যতম ১০% এবং সর্বোচ্চ ৩০% হারে HRA পেয়ে থাকেন।

আরও পড়ুনঃ গরিবদের জন্য ফ্রী বিদ্যুৎ! লক্ষাধিক মানুষের মুখে হাসি ফোটালো পশ্চিমবঙ্গ সরকার

লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক!

লোকসভা ভোটের আগে DA এবং HRA বৃদ্ধি পেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মনোবল অনেকটা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। তবে শুধু এই দু’টি ভাতাই নয়, কেন্দ্রীয় সরকারি কর্মীদের TA, LTA বৃদ্ধি পেতে পারে বলে খবর। সেই সঙ্গেই প্রভিডেন্ট ফান্ডেও যোগদান বৃদ্ধি পেতে চলেছে। সব মিলিয়ে, যদি শেষ অবধি কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অ্যাকাউন্টে একটি বিরাট অঙ্কের টাকা ঢুকতে চলেছে। এবার দেখা যাক, শেষ অবধি কী সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Comment