আধার অতীত নতুন কার্ড দেবে রাজ্য সরকার! কীভাবে পাবেন? দেখুন আবেদন পদ্ধতি

সপ্তাহখানেক ধরে সংবাদের শিরোনামে রয়েছে আধার কার্ড (Aadhaar Card)। কারণ প্রত্যেকটি ভারতীয় নাগরিকের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। প্রায় সকল সরকারি কাজে এটি দরকার হয়। আধার কার্ড না থাকলে সরকারি ভর্তুকি সহ নানান কাজে সমস্যা দেখা দেয়। এই অবস্থায় এখন বাড়ি বাড়ি আধার বাতিলের চিঠি পাঠানো যাচ্ছে। যে কারণে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।

পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার বাসিন্দাদের কাছে আধার (Aadhaar Card) বাতিলের চিঠি এসেছে। বিশেষত বর্ধমানের বেশ কিছু এলাকায় এই ধরণের নোটিশ এসেছে। যে কারণে রাতের ঘুম ওড়ার জোগাড় হয়েছে আমজনতার। কারণ ২৮ এ ধারার অধীনে এই নোটিশ পাঠানো হচ্ছে। অনেকেই হয়তো জানেন, এই ধারার অধীনে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের নাগরিকত্বও হারাতে পারেন। এবার এই বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Mamata Banerjee announces new Card after Aadhar Cancel Letter gone viral

Aadhar Card Cancel Notice : আধার বাতিলের নোটিশ এলেও চিন্তা নেই!

আধার কার্ড বাতিলের নোটিশ যাঁদের কাছে এসেছে তাঁরা বেশ চিন্তায় পড়ে গিয়েছেন। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার সিউড়ির একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, আধার কার্ড বাতিল সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি ওয়েবসাইট খোলা হবে।

আরও পড়ুনঃ রাজ্যে বেকার থাকবে না কেউ! সব জেলায় বিগ বাজার তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

যে সকল ব্যক্তিদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে তাঁরা এখানে অভিযোগ জানাতে পারবেন। এরপর রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই সঙ্গেই আধার কার্ড বাতিল হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের রেশন পরিষেবা যাতে বন্ধ না হয় সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।

WB Govt New Card : নতুন কার্ড দেবে রাজ্য সরকার!

আধার বাতিলের এই আবহে সোমবার নবান্ন থেকে ফের এই প্রসঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নিম্নবিত্ত মানুষের যাতে কোনও প্রকার অসুবিধা না হয় তা সুনিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রাজ্য সরকার। ওয়েবসাইটে নাম নথিভুক্ত করুন, আমরা যথাসম্ভব আপনাদের পাশে দাঁড়াবো। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আধার কার্ড বাতিল হয়ে গেলে রাজ্য সরকারের তরফ থেকে বিকল্প কার্ড (Aadhaar Alternative Card) প্রদান করা হবে।

আরও পড়ুনঃ ১০০০-১২০০ নয়, এবার বাড়ি বসে মিলবে ৫০০০ টাকা! নয়া প্রকল্প ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

নতুন কার্ডে কী কী সুবিধা পাওয়া যাবে?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বিকল্প কার্ড প্রদান করা হবে তার মাধ্যমে নাগরিকত্ব রক্ষা করা সম্ভব হবে। সেই সঙ্গেই জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার, কাস্ট সার্টিফিকেট, খাদ্য সাথী- সকল সুবিধা মিলবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সবকিছু রক্ষা করা তাঁদের কাজ।

Leave a Comment