আপডেট না করলে বন্ধ হয়ে যাবে আধার কার্ড! UIDAI এর ঘোষণায় চিন্তায় আমজনতা

প্রত্যেক ভারতীয় নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar Card)। প্রায় সকল সরকারি কাজে এটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়। এবার এই আধার কার্ড নিয়েই UIDAI-এর তরফ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। কী বলা হয়েছে সেই নির্দেশিকায়? বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

আধার কার্ডের (Aadhaar Card) কথা শুনলেই আমাদের চোখের সামনে চিরাচরিত সাদা রঙের আধার কার্ডের চিত্র ভেসে ওঠে। তবে এই সাদা রঙের আধার কার্ড ছাড়াও আরও এক ধরণের আধার কার্ড হয়। নীল রঙা সেই আধার কার্ড (Blue Aadhaar Card( নিয়েই এবার নতুন নির্দেশিকা জারি করেছে UIDAI কর্তৃপক্ষ।

Aadhar Biometric Update

Mandatory Aadhar Biometric Update!

সদ্যোজাত থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য UIDAI এর তরফ থেকে এই নীল রঙের আধার কার্ড বা বাল আধার কার্ড (Baal Aadhaar Card) তৈরি করা হয়েছে। তবে নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সন্তানের বয়স ৫ বছর পূর্ণ হলেই এই নীল রঙের আধার কার্ডের(Blue Aadhaar Card) বায়োমেট্রিক তথ্য আপডেট করাতে হবে। প্রসঙ্গত, প্রথমে এই ধরণের আধার কার্ডে শিশুদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় না। তবে এবার ৫ বছর পূর্ণ হলেই এই তথ্য আপডেট করা (Biometric Update) বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ আটকে যাবে যুবশ্রীর টাকা! এই ফর্ম জমা দিয়েছেন? জেনে নিন জমা দেওয়ার পদ্ধতি

আপডেট না করালে কী হবে?

নীল রঙের এই আধার কার্ডগুলিকে (Blue Aadhaar Card) সরকারি পরিভাষায় বাল আধার কার্ড (Baal Aadhaar Card) বলা হয়। প্রথমে শিশুদের জন্য কোনও আধার কার্ড ছিল না। তবে ২০১৮ সাল থেকে সদ্যোজাত থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য এই আধার কার্ডের প্রচলন শুরু হয়। প্রাপ্তবয়স্কদের মতো বাচ্চাদের এই আধার কার্ডেও ১২ সংখ্যার UID নম্বর দেওয়া থাকে।

UIDAI Aadhar Card

আরও পড়ুনঃ গরিবদের জন্য ফ্রী বিদ্যুৎ! লক্ষাধিক মানুষের মুখে হাসি ফোটালো পশ্চিমবঙ্গ সরকার

বায়োমেট্রিক আপডেট করানোর পদ্ধতি (How to Update Aadhar Biometric?)

নীল রঙের এই বাল আধার কার্ড তৈরির সময় শিশুদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় না। বরং তার বাবা-মায়ের বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে শিশুর এই আধার তৈরি করা হয়। সেই সময় শুধু শিশুটির বার্থ সার্টিফিকেট এবং বাবা-মায়ের মধ্যে একজনের আধার পরিচয়পত্র লাগে। তবে এবার সন্তানের ৫ বছর পূর্ণ হলেই নীল আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য আপডেট করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। নাহলে এই আধার বাতিল হয়ে যাবে বলে জানানো হয়েছে। কীভাবে আপডেট করাতে হবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. শিশুদের আধার কার্ড অনলাইনে আপডেট করা যায় না। সেই জন্য আপনাকে প্রথমে uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর আধার সেবা কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
  3. নির্দিষ্ট সময়ে শিশুকে নিয়ে আধার সেবা কেন্দ্রে পৌঁছে যেতে হবে।

প্রসঙ্গত, বাল আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য আপডেটের জন্য কোনও টাকা লাগে না। সম্পূর্ণ প্রক্রিয়া বিনামূল্যে হয়। আপনার শিশুরও যদি বাল আধার কার্ড থেকে এবং ৫ বছর পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য আপডেট করিয়ে নিন। কারণ বর্তমানে যেভাবে শিশুদের স্কুলে অ্যাডমিশনের ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে তাতে এই আধার কার্ড না থাকলে কিন্তু সমস্যা হতে পারে।

Leave a Comment