বাতিল হয়ে যাচ্ছে আধার কার্ড! চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি, সমস্যায় পড়ার আগে জানুন কী করতে হবে

অনেক দিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই আশঙ্কা সত্যি হল। বাতিল হতে চলেছে বহু আধার কার্ড! ইতিমধ্যেই আধার কার্ড (Aadhaar Card Deactivation) নিষ্ক্রিয়করণের চিঠি পাঠানো হচ্ছে বাড়ি বাড়ি। স্পিড পোস্টের মাধ্যমে এই চিঠি পাঠানো হচ্ছে। আপনিও কি চিঠি পেয়েছেন এই চিঠি?

বহুদিন আগেই শুরু হয়েছে আধার কার্ড (Aadhaar Card) আপডেটের কাজ। এখনও তা বিনামূল্যে করা হচ্ছে। UIDAI-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোটা দেশে ১৩৯ কোটিরও বেশি আধার কার্ড রয়েছে। কিন্তু সেই হিসেবে খুব সংখ্যক মানুষ নিজের আধার আপডেট (Aadhaar Card Update) করিয়েছেন। সম্প্রতি আধার কর্তৃপক্ষের তরফ থেকে অনেকের বাড়িতেই একটি চিঠি পাঠানো হচ্ছে। জোন ভিত্তিক আঞ্চলিক অফিসের তরফ থেকে এই চিঠিগুলি পাঠানো হচ্ছে।

Aadhar Card Deactivation Letter

আধার কার্ড নিষ্ক্রিয়করণ চিঠি (Aadhaar Card Deactivation Letter)

পশ্চিমবঙ্গের আঞ্চলিক অফিস রাঁচিতে অবস্থিত। সেই অফিসের ঠিকানা হল- ইউআইডিএআই আঞ্চলিক কার্যালয়, রাঁচি ইউআইডিএআই আঞ্চলিক কার্যালয়, ফার্স্ট ফ্লোর, রিয়াডা সেন্ট্রাল অফিস বিল্ডিং, নামকুম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নিয়ার এসটিপিআই, লোয়াডিহ, নামকুম, রাঁচি- ৮৩৪০০১।  আঞ্চলিক অফিস থেকে পাঠানো চিঠির মাধ্যমে জানানো হচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তির আধার কার্ড বাতিল (Aadhaar Card Deactivation) করা হয়েছে। কোন ধারার অধীনে তা বাতিল করা হচ্ছে এবং কেন বাতিল করা হচ্ছে সেটাও উল্লেখ করা রয়েছে সেখানে।

Aadhar Card Deactivation Letter, Aadhar Deactivation,আঁধার কার্ড বাতিল

এক কথায়, আধার নিষ্ক্রিয় হয়ে গেলে সেই আধার কার্ড (Aadhaar Card) আর কোনও কাজেই লাগবে না! এখন প্রশ্ন হল, তাহলে কি ফের নতুন আধার বানাতে হবে? কিন্তু একজন ব্যক্তির নামে একবারই আধার কার্ড ইস্যু করা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার কাছে যদি এই চিঠিগুলি আসে তাহলে কী করতে হবে?

আরও পড়ুনঃ পুরোনো Aadhar বাতিল! কারা পাবে নতুন নীল আধার কার্ড? না জানলে অবশ্যই দেখুন

চিঠি আসলে কী করতে হবে?

আধার কর্তৃপক্ষের আঞ্চলিক অফিস থেকে পাঠানো এই চিঠিগুলিতে স্পষ্ট লেখা রয়েছে, এই চিঠি পাওয়ার পর যদি সংশ্লিষ্ট ব্যক্তি নিজের আধার কার্ড ফের চালু করতে চান তাহলে তাঁকে আঞ্চলিক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়া টোল ফ্রি নম্বর ১৯৪৭-এ ফোন করেও এই বিষয়ে জেনে নেওয়া যাবে। UIDAI-এর তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, গত ১০ বছরের মধ্যে যদি আধার কার্ডে কোনও প্রকার সংশোধন করে থাকেন, তাহলে ই-কেওয়াইসি করতে হবে।

তবে এমনও অনেক মানুষ আছেন যাঁদের মোবাইল নম্বর, ঠিকানা একই রয়েছে। সেই কার্ডধারীদের ক্ষেত্রেও ই-কেওয়াইসি করানো ম্যান্ডেটরি। যদি না করানো হয় তাহলে আধার কার্ড বাতিল অবধি হতে পারে। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই কাজ করে ফেলার কথা বলা হয়েছে। যাঁদের আধার কার্ড পুরনো এবং ই-কেওয়াইসি করানো হয়নি তাঁরা নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার আপডেট করিয়ে নিতে পারেন।

আরও পড়ুনঃ OTP দিয়ে হবে না ব্যাঙ্কের লেনদেন! বদলে যাচ্ছে অনলাইন লেনদেনের নিয়ম? কড়া নির্দেশ দিল RBI

আধার নিষ্ক্রিয় হলে কী হবে?

আধার কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে তা নিয়ে ব্যাঙ্ক লেনদেন, আয়কর থেকে শুরু করে মোবাইল সিম- একাধিক কাজে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া জমি ক্রয়-বিক্রয়ের কাজও করা যাবে না।

আধার আপডেট করার পদ্ধতি

আধার কার্ডধারী নিজের বাড়ি বসে কিংবা নিকটবর্তী কোনও CSC সেন্টারে গিয়ে আধার আপডেটের কাজ করতে আরেন। যদি নিজে থেকে করেন, তাহলে আপনাকে প্রথমে রেশন কার্ড এবং প্যান কার্ডের ই-কপি ডাউনলোড করে নিতে হবে। এরপর নিজের আধার নম্বর দিয়ে আধার ওয়েবসাইটে লগ ইন করে এই নথিগুলি আপলোড করে জমা দিয়ে দিলেই হয়ে যাবে। তবে আপডেট করার আগে অবশ্যই একবার দেখে নেবেন আপনি এর আগে কবে আপডেট করেছেন কিংবা আদৌ করেছেন কিনা।

Leave a Comment