দুশ্চিন্তা থেকে মুক্তি, মোবাইল অ্যাপ দিয়ে ২ মিনিটেই হবে আধার আপডেট!

আধার কার্ড আপডেট (Aadhaar Card) কিংবা আধার নথিভুক্তকরণের জন্য UIDAI-এর তরফ থেকে নতুন নিয়ম চালু করা হল। সম্প্রতি এই সংস্থার তরফ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক এবং অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রে আধার সংক্রান্ত পরিষেবাগুলি আরও সহজ করে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে খবর।

UIDAI-এর নতুন নিয়মানুসারে, ১২ সংখ্যার আধার নম্বর (Aadhaar Number) এবার থেকে অফলাইনের পাশাপাশি অনলাইনেও আপডেট করা যাবে। কেন্দ্রের (Central Government) নিয়ন্ত্রণাধীন এই সংস্থার তরফ থেকে, আধার আপডেট (Aadhaar Card Update) এবং আধার কার্ডে নাম নথিভুক্ত (Aadhaar Enrollment) করার জন্য দু’টি ভিন্ন ফর্ম দেওয়া হচ্ছে। ভারতীয় নাগরিক এবং অনাবাসী ভারতীয়দের ভিন্ন ফর্ম দেওয়া হচ্ছে। সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে, আধার কার্ডের ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হয়েছে।

UIDAI Aadhar Card

Aadhar Update from Home Online

এতদিন আধার কার্ডের তথ্য আপডেট (Aadhaar Card Update) করার জন্য কিংবা আধার কার্ডে নাম নথিভুক্ত (Aadhaar Enrollment) করার জন্য নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হতো। তবে এবার থেকে মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমেও সেই কাজ করা যাবে।

আরও পড়ুনঃ এক টাকাও লাগবে না, ছেলেদের ফ্রীতে স্মার্টফোন দেবে সরকার! ঝটপট করুন আবেদন

প্রসঙ্গত, ২০১৬ সালে আধার (Aadhaar Card) আপডেটের বিষয়ে UIDAI-এর তরফ থেকে শেষ নিয়মাবলী জারি করা হয়েছিল। তখন ওয়েবসাইটের দ্বারা শুধুমাত্র ঠিকানা আপডেট করার সুবিধা প্রদান করা হয়েছিল। আধারের জন্য নাম নথিভুক্ত করা অথবা আধারের তথ্য আপডেট করার সুবিধা দেওয়া হয়নি। এই কাজগুলি করতে হলে আধার কেন্দ্রে যেতে হতো।

আধার ফর্ম চালু করলো UIDAI

তবে এবার ভারতীয় নাগরিক এবং অনাবাসী ভারতীয়দের সুবিধার কথা চিন্তা করে নতুন নিয়ম জারি করেছে UIDAI। সেই সঙ্গে ৬টি ফর্মও চালু করা হয়েছে। কোন ফর্মের কী কাজ সেটা যদি জানা থাকে তাহলে বাড়ি বসেই আপনি আধার কার্ডের তথ্য আপডেট কিংবা নাম নথিভুক্ত করার কাজ করে ফেলতে পারবেন।

  1. ফর্ম ১- আধার কার্ডের তথ্য আপডেট অথবা নাম নথিভুক্ত করাতে গেলে এই ফর্ম ফিল আপ করতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও ভারতীয় নাগরিক এবং অনাবাসী ভারতীয়রা ফর্ম ১ পূরণ করে আধার নম্বরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে সেক্ষেত্রে তাঁকে এদেশের ঠিকানার একটি প্রমাণপত্র প্রদান করতে হবে। আধার কার্ডের তথ্য আপডেট করার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।
  2. ফর্ম ২- এই ফর্মটি কেবলমাত্র অনাবাসী ভারতীয়দের জন্য। তাঁরা বিদেশে কোথায় থাকছেন সেই সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।
  3. ফর্ম ৩-৬- ১৮ বছরের কমবয়সী এবং শিশুদের জন্য ফর্ম ৩-৬ চালু করা হয়েছে। বয়সের পার্থক্য অনুসারে, পৃথক পৃথক ফর্ম রয়েছে। অনাবাসী ভারতীয়দের সন্তানদের ক্ষেত্রেও ভিন্ন ফর্ম আছে।

আরও পড়ুনঃ ভুয়ো SMS-স্প্যাম কলের জ্বালায় অতীষ্ট? এই সরকারি অ্যাপ ডাউনলোড করলেই বন্ধ হবে হবে জ্বালাতন

সব মিলিয়ে, আধার কার্ডের তথ্য আপডেট এবং নাম নথিভুক্তকরণ এখন বেশ সহজ করে দিয়েছে UIDAI। এখন চাইলে বাড়ি বসেই করে নেওয়া যাবে এই কাজ।

Leave a Comment