সারা ভারতে এই প্রথম! প্রবীণ নাগরিকদের জন্য দুর্দান্ত স্কিম, খুশি বন্ধন ব্যাঙ্কের গ্রাহকেরা

প্রবীণ নাগরিকদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করার জন্য বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) বেশ সুখ্যাতি রয়েছে। অনেকদিন আগেই এই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের (Senior Citizen) জন্য বিশেষ সার্ভিস ডেস্কের ব্যবস্থা করা হয়েছিল। সেই সঙ্গে বৃদ্ধ-বৃদ্ধারা যাতে মোবাইল অ্যাপ, এসএমএস ব্যাঙ্কিং (SMS Banking), ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking), মিসকল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কের যাবতীয় পরিষেবা পেতে পারে তাই এক্সিকিউটিভও নিয়োগ করা হয়েছে।

প্রবীণদের জন্য বন্ধন ব্যাঙ্কের বিশেষ অফার Senior Citizen Scheme In Bandhan Bank

নববর্ষের আগে এবার প্রবীণ নাগরিকদের জন্য ফের একটি সুখবর নিয়ে এল বন্ধন ব্যাঙ্ক। তাঁদের কথা মাথায় রেখে ব্যাঙ্কে একটি নতুন স্কিম চালু হতে চলেছে যার নাম ইন্সপায়ার (Bandhan Bank Inspire Programme)। এর মাধ্যমে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুদের হারের ব্যবস্থা করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই স্কিমের দ্বারা প্রবীণ নাগরিকেরা (Senior Citizen Scheme) কীভাবে উপকৃত হবেন তা জানতে হলে পড়ে ফেলুন এই প্রতিবেদন।

প্রবীণ নাগরিকদের জন্য বন্ধন ব্যাঙ্কের বিশেষ ইন্সপায়ার প্রোগ্রাম : Bandhan Bank Senior Citizen special Inspire Programme

বন্ধন ব্যাঙ্ক ইন্সপায়ার প্রোগ্রাম (Bandhan Bank Inspire Programme)

বন্ধন ব্যাঙ্কের নতুন স্কিম ইন্সপায়ারের মাধ্যমে ওষুধ কেনা, ডায়াগনস্টিক থেকে শুরু করে চিকিৎসা- সব কিছুর ওপর বিশেষ ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা। পাশাপাশি সহযোগী স্বাস্থ্য বিষয়ক পরিষেবা প্রদানকারীর মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নেওয়া, স্বাস্থ্য পরীক্ষার করানোতেও বিশেষ ছাড় পাবেন তাঁরা। এখানেই শেষ নয়, এর সঙ্গে ডোর স্টেপ ব্যাঙ্কিং এবং অগ্রাধিকার মূলক ব্যাঙ্কিংয়ের সুবিধাও লাভ করতে পারবেন প্রবীণ গ্রাহকেরা।

বন্ধন ব্যাঙ্ক ইন্সপায়ার প্রোগ্রামে কি কি সুবিধা পাওয়া যাবে?

জানিয়ে রাখি, প্রবীণ গ্রাহকদের জন্য অতি শীঘ্রই ফোন ব্যাঙ্কিং পরিষেবা অন্তর্ভুক্ত করতে চলেছে বন্ধন ব্যাঙ্ক। বৃদ্ধ মানুষদের ব্যাঙ্কিং পরিষেবা যাতে আরও সহজ হয়ে যায় সেই জন্য এই সার্ভিস শুরু করতে চলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এর দ্বারা প্রবীণ নাগরিকেরা ব্যাঙ্কিং অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

এই প্রসঙ্গত বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে সুজয় রায় জানিয়েছেন, ‘বন্ধন ব্যাঙ্কে আমরা সব বয়সেই আর্থিক স্বাধীনতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা স্বীকার করি’। আর ঠিক সেই কারণেই এবার প্রবীণ গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত পরিষেবা শুরু করলো ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এর দ্বারা বৃদ্ধ-বৃদ্ধাদের সুদের হার অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। FD-এর ক্ষেত্রে যেমন ৮.৩৫% হারে (৫০০ দিনের মেয়াদ) সুদ পাবেন প্রবীণ নাগরিকেরা।

এছাড়া Tax Saving Fixed Deposit-এর ক্ষেত্রে সুদের হার হল ৭.৫%। জানিয়ে রাখি, রেল মন্ত্রকের তরফ থেকে ই-পিপিও সার্ভিসের মাধ্যমে পেনশন বণ্টন করার অনুমতিও পেয়েছে বন্ধন ব্যাঙ্ক। রেলের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন দিতে পারবে এই ব্যাঙ্ক। প্রসঙ্গত, এই মুহূর্তে গোটা দেশ জুড়ে বন্ধন ব্যাঙ্কের মোট ১৬৪০টি ব্রাঞ্চ রয়েছে। আমাদের দেশের অন্যতম মুখ্য বেসরকারি ব্যাঙ্ক হল এটি।

Leave a Comment