নতুন বছরে জোড়া সুখবর, মোটা টাকা ঢুকবে অ্যাকাউন্টে! সুখবর আসবে কেন্দ্রের তরফ থেকে

Budget 2024: ২০২৩-কে বিদায় জানিয়ে শীঘ্রই ২০২৪-কে স্বাগত জানানো হবে। আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা শেষে শুরু হবে নতুন বছর। আর এই নতুন বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেশ স্পেশ্যাল হতে চলেছে। কারণ এই বছর তাঁরা জোড়া সুখবর পেতে চলেছেন। DA-এর পাশাপাশি তাঁদের HRA-ও বাড়তে চলেছে।

কত বাড়বে DA?

আগামী বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employee) কাছে ডাবল সুখবর আসতে চলেছে! মিডিয়া রিপোর্ট যদি নির্ভুল হয়, তাহলে জানুয়ারি থেকে জুন মাস (অর্ধেক) পর্যন্ত DA ৪ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যদি ৪% বৃদ্ধি পায় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA ৪৬% থেকে বেড়ে ৫০% হবে।

নতুন বছরে মহার্ঘ্য ভাতা ও এইচআরএ বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের : Budget 2024 Central Government will increase DA and HRA in new year

২০২৩ সালের দ্বিতীয় অর্ধে ৪% DA বাড়ানো হয়েছিল। যে কারণে জুলাই মাস থেকে ডিসেম্বর (অর্ধেক) পর্যন্ত মহার্ঘ্য ভাতা ৪২% থেকে বৃদ্ধি পেয়ে ৪৬%-এ এসে দাঁড়িয়েছিল। এখন শোনা যাচ্ছে সেই অঙ্কটা আরও বাড়াতে চলেছে কেন্দ্র (Central Government)।

আরও পড়ুনঃ মাইনে ডাবল হবে রাজ্য সরকারি কর্মীদের! DA ঘোষণার পর ফের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

DA ৪% বৃদ্ধি পেলে তা গিয়ে দাঁড়াবে ৫০%-এ। আর যদি ৫% বাড়ে তাহলে তা হবে ৫১%। আর সেক্ষেত্রে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের HRA-ও সংশোধিত হবে। প্রসঙ্গত, HRA বাড়ানোর জন্য X, Y, Z ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

এই মুহূর্তে কত টাকা HRA পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা?

এই মুহূর্তে X, Y এবং Z ক্যাটাগরি নিবাসী কর্মচারীরা যথাক্রমে ২৭%, ১৮% এবং ৯% হারে HRA পাচ্ছেন। তবে যদি HRA বৃদ্ধি হয়, তাহলে এই তিন ক্যাটাগরির HRA বৃদ্ধি পেয়ে হবে যথাক্রমে ৩০%, ২০% এবং ১০%। অর্থাৎ নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA এবং HRA বৃদ্ধি পেলে তাঁদের বেতনটাও কিন্তু ব্যাপক হারে বাড়বে।

আরও পড়ুনঃ নতুন বছর থেকে বাড়বে রেশন! কোন কার্ডে কত রেশন দেওয়া হবে? দেখে নিন তালিকা

অতীতের প্যাটার্ন লক্ষ্য করে অনুমান করা হচ্ছে, মার্চ মাসে DA বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। সেটা কার্যকর হবে জানুয়ারি থেকে জুন অবধি। এরপর হয়তো ফের অক্টোবর মাসে মহার্ঘ্য ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। সেই ধাপে জুলাই থেকে ডিসেম্বর অবধি কার্যকর হবে।

1 thought on “নতুন বছরে জোড়া সুখবর, মোটা টাকা ঢুকবে অ্যাকাউন্টে! সুখবর আসবে কেন্দ্রের তরফ থেকে”

Leave a Comment