শীঘ্রই চালু হবে CAA পোর্টাল! কারা ভারতের নাগরিকত্ব পাবে? ঝটপট দেখে নিন আবেদন পদ্ধতি

নাগরিকত্ব সংশোধনী বিল তথা Citizenship Amendment Act (CAA) নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। শোনা যাচ্ছে, এবার এই প্রসঙ্গেই বিরাট কোনও সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Governmet)। চলতি বছরই রয়েছে লোকসভা নির্বাচন। ভোটের আগেই এই প্রসঙ্গে কোনও বড় ঘোষণা হতে পারে বলে মনে করছেন অনেকে। আগামী কয়েকমাসের মধ্যে গোটা দেশ জুড়ে এই আইন লাগু হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই CAA পোর্টাল তৈরি হয়ে গিয়েছে। তবে যতদিন অবধি CAA পাস হচ্ছে, ততদিন অবধি এই পোর্টাল চালু করা হবে না। একবার Citizenship Amendment Act লাগু হলেই খুলে দেওয়া হবে এই ওয়েবসাইট (CAA Portal) এবং এখান থেকেই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। এখন প্রশ্ন হল, কবে লাগু হবে CAA? নাগরিকত্বের জন্য কীভাবে আবেদন করতে হবে? এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Indian Citizen

Citizenship Amendment Act

২০১৯ সালে সংসদে নাগরিকত্ব সংশধনী বিল (Citizenship Amendment Act) পাস হয়েছিল। প্রতিবেশী দেশ থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করাই হল এই বিলের মুখ্য উদ্দেশ্য। পাশাপাশি যে সকল মানুষ অবৈধভাবে ভারতে বসবাস করছেন তাঁদের দেশ থেকে বিতাড়িত করা হবে এই বিলের মাধ্যমে। CAA-এর মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অবধি যে সকল ব্যক্তিরা ধর্মীয় উৎপীড়নের জন্য বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছেন তাঁদের বিলের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা ছিল।

আরও পড়ুনঃ নতুন বছরে পাল্টে যাচ্ছে সব মেট্রো স্টেশনের নিয়ম, বিপদে পড়ার আগে জেনে রাখুন

২০১৯ সালে লোকসভায় প্রথম CAA বিল পাস করে। তবে রাজ্যসভার কিছু সদস্য এই বিলের বিরোধিতা করেছিলেন। শেষ অবধি তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমতি পেয়ে এই নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয় ও আইনে পরিণত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন শোনা যাচ্ছে, এই বিল খুব শীঘ্রই আইনের পূর্ণতা পেতে চলেছে।

কবে চালু হবে CAA আইন?

শুরু থেকেই নাগরিকত্ব সংশোধনী বিলের (Citizenship Amendment Act) বিরোধিতা করে আসছে পশ্চিমবঙ্গ। এখনও অবধি এই বিলের মেয়াদে মোট ৬ বার এক্সটেনশন জারি করা হয়েছে। তবে এবার শোনা যাচ্ছে, CAA পোর্টাল ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। তবে উপর মহল থেকে ‘গ্রিন সিগন্যাল’ না পাওয়া অবধি এই আইন লাগু করা যাবে না। ফলে চালু হবে না পোর্টাল।

শোনা যাচ্ছে, CAA একবার আইনের পূর্ণতা পেয়ে গেলেই নাগরিকত্বের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিককে উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমে লেখা হয়েছে, চলতি বছর এপ্রিল-মে মাস নাগাদ CAA সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। এরপরেই সম্ভবত কার্যকর হতে পারে এই আইন। কেউ কেউ অনুমান করছেন, আসন্ন বাজেটে হয়তো এই আইনের ধারা পাস করা হতে পারে।

আরও পড়ুনঃ Paytm থেকেই আয় হবে মোটা টাকা! কিভাবে? দেখে নিন রোজগারের পদ্ধতি

কীভাবে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? (How to Apply for Citizenship?)

সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে হবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্য এই আইন কার্যকর হওয়ার বিপক্ষে রয়েছে। সেকথা মাথায় রেখে সম্পূর্ণ প্রক্রিয়ায় রাজ্যের ভূমিকা ভীষণ কম রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে শোনা যাচ্ছে, যে সকল ব্যক্তিরা এদেশের নাগরিকত্ব পেতে চান, তাঁদের অনলাইনেই আবেদন জানাতে হবে।

কোন সালে ভারতে এসেছিলেন, এই সকল তথ্য CAA পোর্টালে দিতে হবে। তবে কীভাবে আবেদন করতে হবে তা পোর্টাল চালু হওয়ার পরেই হয়তো গাইডলাইন প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, ইতিমধ্যে দেশের ৩০টিরও বেশি জেলার ম্যাজিস্ট্রেটদের কাছে এই আইন বলবৎ করার ক্ষমতা প্রদান করা হয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হর‍্যানা, গুজরাট সহ দেশের মোট ৯টি রাজ্য সেই সকল আগমনকারীদের নাগরিকত্ব দেবে বলে জানা গিয়েছে।

Leave a Comment