মেঘ না চাইতেই জল! আবারও মোটা টাকা মাইনে বাড়ার ইঙ্গিত সরকারি কর্মচারীদের

আগামী ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট (Budget 2024) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এরপরেই সারা দেশে ভোটের দামামা বেজে যাবে। লোকসভা নির্বাচনের আগে এই বাজেট বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মত অনেকের। শোনা যাচ্ছে, আসন্ন এই বাজেটে কেন্দ্রীয় কর্মীদের বিরাট সুখবর দিতে চলেছেন অর্থমন্ত্রী।

অনুমান করা হচ্ছে, আসন্ন বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employee) মাইনে একলাফে অনেকটা বাড়িয়ে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বাজেটে যদি সরকারি কর্মচারীদের একটি দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী মেনে নেন, তাহলে তাঁদের বেতন অনেকখানি বৃদ্ধি (Salary Hike) পাবে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বহুদিন ধরে ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) বৃদ্ধি দাবি জানাচ্ছেন।

Indian Man with Money Smile

বেতন বৃদ্ধি নিয়ে সুখবর আসছে বাজেটে! (Salary Hike in Upcoming Budget)

বলে রাখি, ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতন পান। তাই যদি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিকভাবে কর্মীদের মাইনেও বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আশা করছেন, আসন্ন বাজেটে তাঁদের দাবি মেনে নিয়ে কেন্দ্রীয় সরকার ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) বৃদ্ধি করা হবে।

 আরও পড়ুনঃ জানুয়ারির প্রথমার্ধে এই ফর্ম জমা না দিলে পাবেন না বেতন! সমস্যায় পড়ার আগে জেনে নিন কী করবেন

লোকসভা ভোটের আগে এই বাজেট বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অনেকের অনুমান, এই বাজেটে হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী দাবি মেনে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করা হবে। যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগেই বলেছেন, আসন্ন বাজেটে কোনও প্রকার বড় ঘোষণা হবে না। তা সত্ত্বেও অনেকে আশা করছেন, এই বাজেটে হয়তো ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হবে।

India's Finance Minister Nirmala Sitharaman

কতটা বেতন বাড়বে? (Salary Increase for Government Employees)

এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর হল ২.৫৭%। অর্থাৎ ৪২০০ গ্রেড পে-তে যদি ২০,০০০ টাকা বেসিক পে হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মচারীর মোট বেতনের পরিমাণ হবে ২০,০০০X২.৫৭= ৫১,৪০০ টাকা। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এখন কর্মীরা এই ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ৩.৬৮ করার দাবি জানাচ্ছেন। এই বৃদ্ধি ফলে নূন্যতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে গিয়ে ২৬,০০০ টাকা হয়ে যাবে। যার ফলে উপকৃত হবে লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মচারী।

আরও পড়ুনঃ দারুণ সুখবর! এক ধাক্কায় প্রায় ডাবল বোনাস ঘোষণা মুখ্য়মন্তীর, খুশিতে আত্মহারা সিভিক ভলিন্টিয়াররা

তবে এখন এটাই দেখার, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই দাবি মেনে আসন্ন বাজেটে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করা হয় কিনা। যদি তাঁদের দাবি মেনে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে দেয়া হয় তাহলে কর্মচারীদের বেতন যে একলাফে অনেকটা বৃদ্ধি পাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Leave a Comment