পেনশন গ্র্যাচুইটি সব গেল! কেন্দ্রের নতুন নিয়মে মাথায় হাত সরকারি কর্মচারীদের

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা (Government Employees) দীর্ঘদিন ধরে নিজেদের মহার্ঘ্য ভাতা তথা DA নিয়ে আন্দোলন করছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের শীঘ্রই DA বাড়তে চলেছে বলে খবর। এসবের মাঝেই আরও একটি খবর সামনে এল। যা শোনার পর বহু কেন্দ্রীয় সরকারি কর্মচারী চিন্তায় পড়ে গিয়েছেন। কারণ পেনশন-গ্র্যাচুইটির নিয়মে (Pension Gratuity Rules) বিরাট পরিবর্তন এনেছে কেন্দ্র।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Government Employees) ৪৬% হারে DA পাচ্ছেন। তবে শোনা যাচ্ছে, সপ্তম বেতন কমিশন অনুসারে তাঁদের মহার্ঘ্য ভাতা ৪% বেড়ে ৫০% হতে চলেছে। এর মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠনের তরফ থেকে তাঁদের বকেয়া মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) মেটানোর দাবি তোলা হচ্ছে। করোনাকালে দেড় বছর অর্থাৎ ১৮ মাসের মহার্ঘ্য ভাতা বাকি আছে। যদিও এই দাবি পূরণ হবে কিনা বা হলেও কতখানি হবে তা নিয়ে খানিক সংশয় রয়েছে।

Indian Central Govt Employee Shocked to hear new rules

পেনশন-গ্র্যাচুইটির নিয়ম বদল! (Pension Gratuity Rules Change)

ডিএ নিয়ে চলতে থাকা এই দাবিদাওয়ার মাঝেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন এবং গ্র্যাচুইটির নিয়মে (Pension Gratuity Rules) পরিবর্তন করা হল। নিয়ম বদলের ফলে বেশ কিছু সরকারি কর্মচারীর টাকা আটকে যেতে পারে বলে খবর। রিটায়ারমেন্টের সময় এই টাকাগুলি আটকে গেলে বিগড়ে যেতে পারে অনেকের ভবিষ্যৎ পরিকল্পনা।

আরও পড়ুনঃ ১০ মিনিটে এই কাজ না করলে কনফার্ম টিকিটও বাতিল! ট্রেনে চড়ার আগে জেনে নিন রেলের নতুন নিয়ম

কাদের টাকা আটকাতে পারে?

কেন্দ্রীয় সিভিল সার্ভিস (পেনশন) নিয়ম অনুসারে, ২০২১ এর ৮ নম্বর বিধিতে বদল আনা হয়েছে। নতুন সংশোধনে বলা হয়েছে, কোনও সরকারি কর্মী (Government Employees) যদি কর্তব্যরত অবস্থায় যথাযথভাবে নিজের দায়িত্ব পালন না করেন কিংবা কোনও গর্হিত অপরাধ করেন তাহলে রিটায়ারমেন্টের মতো তাঁর পেনশন এবং গ্র্যাচুইটির অর্থ আটকে দেওয়া হবে।

আরও পড়ুনঃ ১ তারিখ হলেই অ্যাকাউন্টে আসবে ১০০০ টাকা! ঝটপট আবেদন করুন নতুন রাজ্য সরকারের প্রকল্পে

তাই যে সকল কর্মচারী এই ধরণের অভিযোগে অভিযুক্ত, নিয়ম বদলের ফলে তাঁরা বেশ চিন্তায় পড়ে গিয়েছেন। পেনশন-গ্র্যাচুইটির নিয়মে বিরাট বদল আনা হলেও, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি সুখবরও রয়েছে। তা হল, DA বৃদ্ধি পেলে HRA-ও বৃদ্ধি পাবে। কারণ মহার্ঘ্য ভাতার ওপর ভিত্তি করেই হাউস রেন্ট অ্যালাওয়েন্সে সংশোধন করা হয়। তাই অনুমান করা হচ্ছে, DA বৃদ্ধির সঙ্গেই ৩% HRA-ও বৃদ্ধি করা হবে।

Leave a Comment