১৮ হওয়ার আগেই বাইক চালাচ্ছে ছেলে? এবার শাস্তি পাবে মা-বাবাও, জারি হল নতুন নিয়ম

ভারতে যেভাবে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে রাস্তায় বেরনো একপ্রকার দায় হয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে কয়েক বছর পর মানুষজনের থেকে বেশি গাড়ি থাকবে! তবে যানবাহন চালাতে গেলে কিন্তু প্রত্যেককে বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। সম্প্রতি যেমন মোটর ভেহিকেল অ্যাক্টে (Motor Vehicle Act) বেশ কিছু বদল এনেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। যে কারণে শাস্তি এবং জরিমানার পরিমাণ দুই-ই বৃদ্ধি পেয়েছে।

এখন রাস্তায় বেরোলে বহু অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের বাইক (Bike) কিংবা স্কুটি (Scooty) চালাতে দেখা যায়। তাঁদের মধ্যে অনেকে আবার বেপরোয়াভাবেও গাড়ি (Car) চালান। এই বিষয়টিতেই এবার রাশা টানতে চলেছে ভারত সরকার। তরুণ প্রজন্মের গাড়ি চালানোর এই বিষয় নিয়ন্ত্রণ করতে মোটর ভেহিকেল অ্যাক্টে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

Indian Police Bike Checking for Lisence

Driving License for under 18 Years

দু’চাকা হোক চার চাকা- ভারতের রাস্তায় গাড়ি চালাতে হলে মোটর ভেহিকেল অ্যাক্ট মেনে চলতে হয়। তবে অনেকেই জানেন না, ১৮ বছর না হলে এদেশে গাড়ির লাইসেন্স পাওয়া যায় না। বাইক-স্কুটি হোক বা ফোর হুইলার- অপ্রাপ্তবয়স্ক কোনও যুবক-যুবতী তা চালাতে পারবে না।

মোটর ভেহিকেল আইন কী বলছে? (Motor Vehicle Act)

রাস্তায় বেরোলে এখন বহু অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীর হাতে যানবাহন দেখা যায়। দ্রুত গতিতে বাইক চালিয়ে কখনও তাঁরা নিজে দুর্ঘটনার কবলে পড়েন, কখনও আবার তাঁদের জন্য অন্য কাউকে বিপদে পড়তে হয়। এখন তো একাদশ-দ্বাদশ শ্রেণির অনেক পড়ুয়া সাইকেল ছেড়ে বাইক নিয়ে স্কুলে যায়। যা একেবারেই ঠিক নয়।

আরও পড়ুনঃ দেখলে হবে খরচ আছে! আবারও বাড়ছে TV চ্যানেলের দাম, নির্দেশিকা দেখেই মাথায় হাত আম জনতার

তাই এবার তরুণ প্রজন্মের গাড়ি চালানোর এই বিষয়ে রাশ টানতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার (Government of India)। যে কারণে নতুন মোটর ভেহিকেল অ্যাক্টে কড়া শাস্তি, জরিমানা এবং জেলের উল্লেখ রয়েছে। গাড়ির চালকের পাশাপাশি, এতে শাস্তির বিধান রয়েছে তাঁদের অভিভাবকদের ক্ষেত্রেও।

১৮ বছরের আগে গাড়ি চালালে কী কী শাস্তি হবে? (Penalty for Driving without License)

এবার থেকে রাস্তায় যদি কোনও অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীকে গাড়ি চালাতে দেখা যায়, তাহলে তাঁর পাশাপাশি তাঁর মা-বাবার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যদি কেউ গাড়ি নিয়ে রাস্তায় বের হন তাহলে তাঁর অভিভাবকদের থেকে ২৫ হাজার টাকা জরিমানা নেওয়া হতে পারে। অপরাধের মাত্রা যদি বেশ হয় সেক্ষেত্রে অভিভাবকদের ৩ বছর অবধি জেলও হতে পারে।

আরও পড়ুনঃ আবারও LPG গ্যাস ডেলিভারির নিয়ম বদল! কী করতে হবে? সমস্যায় পড়ার আগে জেনে নিন

নতুন বছর পড়তে না পড়তেই পথ দুর্ঘটনার নানান ঘটনা সামনে আসতে শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে মোটর ভেহিকেল অ্যাক্টে এই পরিবর্তন আনা একেবারে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। আসলে হেলমেট ছাড়া গাড়ি চালানো, দ্রুত গতিতে গাড়ি চালানো যেমন ভুল, তেমনই অপ্রাপ্তবয়স্কদের হাতে বাইক কিংবা স্কুটি দেওয়াও ঠিক নয়। তাই এবার সাধারণ মানুষের সুরক্ষার দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি যেমন উত্তরপ্রদেশ পরিবহণ দপ্তর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের গাড়ি চালাতে দেখলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Comment