আদৌ ব্যাঙ্কে ঢুকছে গ্যাসের ভর্তুকির টাকা? বাড়িতেই চেক করুন LPG সাবসিডি স্ট্যাটাস, দেখুন পদ্ধতি

ভারতবর্ষের অধিকাংশ মানুষ এখন এলপিজি গ্যাসে (LPG Gas) রান্না করেন। আর এই গ্যাস যাঁদের রয়েছে তাঁরা কমবেশি প্রত্যেকে ভর্তুকি তথা সাবসিডির কথা জানেন। এবার এই সাবসিডি চেক (LPG Subsidy Check) করা নিয়েই দারুণ সুবিধা নিয়ে এল কেন্দ্র সরকার। আপনার নামে যদি এলপিজি গ্যাস সিলিন্ডার থাকে এবং আপনি যদি ভর্তুকি পান তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি পড়ুন। কারণ এবার থেকে সাবিসিডি চেক করা ভীষণ সহজ হয়ে গিয়েছে।

আপনার ভর্তুকির টাকা ব্যাঙ্কে নিয়মিত ঢুকছে কিনা, ভর্তুকি বাড়লো/কমলো নাকি একই আছে সব কিছুই এখন বাড়ি বসে মোবাইল ফোনের (Mobile Phone) মাধ্যমে জানতে পারবেন। এক ক্লিকেই আপনার সামনে চলে আসবে সকল তথ্য। আর দৌড়ঝাঁপ করার কোনও প্রয়োজন নেই। চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে চেক করা যাবে গ্যাসের সাবসিডি (Subsidy)

এমন অনেক মানুষ আছেন যারা ভর্তুকির টাকা ব্যাঙ্কে ঢুকলো কিনা তা নিয়ে চিন্তা করেন। সেই কারণে বারবার ব্যাঙ্কেও ছুটতে হয় তাঁদের। তবে এবার সেই ঝক্কি অনেকটাই কমে গেল। এবার বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন সেই তথ্য।

আরও পড়ুনঃ রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর! কার্ড পাল্টালেই মিলবে দ্বিগুন রেশন, জানুন কিভাবে বদলাবেন

গ্যাসের সাবসিডি চেকিংয়ের পদ্ধতিঃ LPG Subsidy Check Online Process

  1. এলপিজি গ্যাসের ভর্তুকির টাকা চেক করতে চাইলে আপনাকে প্রথমে www.mylpg.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে আপনার গ্যাসের কোম্পানির নামে ক্লিক করতে হবে।
  2. এরপর ‘নিউ ইউজার’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে গ্রাহকের নাম, ফোন নম্বর, কনজিউমার নম্বর এবং বয়স দিয়ে রেজিস্টার করতে হবে। সেই সঙ্গেই একটি পাসওয়ার্ড দিতে হবে।
  3. রেজিস্টার করার পর আপনাকে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে এবং লগ ইন করতে হবে।
  4. লগ ইন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনাকে ‘ট্র্যাক ইওর রিফিল’ কিংবা ‘ভিউ সাবসিডি’ অপশনে গিয়ে ক্লিক করতে হবে।
  5. এই অপশনে একবার ক্লিক করলেই আপনার সামনে আপনার গ্যাস সংক্রান্ত যাবতীয় তথ্য চলে আসবে। আপনার নামে কটি গ্যাস সিলিন্ডার নেওয়া আছে, কোন মাসে কত টাকা সাবসিডি পেয়েছে, একাধিক সিলিন্ডার থাকলে কোন সিলিন্ডারের জন্য কত টাকা ভর্তুকি এসেছে সব তথ্য আপনি নিমেষের মধ্যে জানতে পেরে যাবেন।

Leave a Comment