৫০ হলেই পাওয়া যাবে পেনশন! নতুন বছরে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বছর শুরু হওয়ার আগেই চলে এল নতুন বছরের উপহার। সম্প্রতি পেনশন (Pension) নিয়ে একটি দারুণ সুখবর দিয়েছে রাজ্য সরকার। সাধারণত ৬০ বছর বয়স হওয়ার পর পেনশন পাওয়া যায়। তবে এবার ৫০ বছর হয়ে গেলেই মিলবে এই সুবিধা! শুক্রবার ঘোষিত হয়েছে সুখবর। এরপর থেকে খুশির হাওয়া বইছে রাজ্যে।

৫০ বছরেই মিলবে পেনশন! (Pension after 50 years age)

শুক্রবার পেনশন নিয়ে এই খবর ঘোষিত হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) এই সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, নববর্ষে পেনশন প্রক্রিয়াকে একেবারে নতুন করে সাজানো হবে। আগের মতো ৬০ বছর নয়, এবার ৫০ হলেই এই সুবিধা পাবে রাজ্যবাসী। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, সবাই নয়, শুধু দলিত (Tribal) এবং আদিবাসী (Dalit) শ্রেণির মানুষরা এই সুবিধা পাবেন। বাকিদের ক্ষেত্রে বয়সসীমা আগের মতো ৬০ বছরই রয়েছে।

৫০ পেরোলেই মিলবে পেনশন ঘোষণা ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের : Dalit tribals in Jharkhand will be eligible for pension on turning 50 says Chief Minister Hemant Soren

৫০ বছর থেকেই পেনশনের ঘোষণা (Pension after 50 Years age Announcement)

সম্প্রতি একটি অনুষ্ঠানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার দলিত এবং আদিবাসী মানুষদের পেনশনের সুবিধা দেওয়ার জন্য বয়সসীমা কমিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দলিত এবং আদিবাসী মানুষদের মৃত্যুহার বেশি এবং ৬০ বছর হয়ে গেলে তাঁরা আর কোথাও কাজের সুযোগ পান না। সেই কারণে ৫০ বছর থেকেই তাঁদের পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

আরও পড়ুনঃ নতুন বছর থেকে বাড়বে রেশন! কোন কার্ডে কত রেশন দেওয়া হবে? দেখে নিন তালিকা

এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। হেমন্ত সোরেন আরও বলেন, ২০০০ সালে ঝাড়খণ্ড তৈরি হয়েছিল। এরপর কেটে গিয়েছে ২০ বছর। কিন্তু এই সময় মাত্র ১৬ লাখ মানুষ এই পেনশনের সুবিধা ভোগ করেছেন।

আরও পড়ুনঃ সুদের হার বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার! নববর্ষের আগে মুখে হাসি ফুটলো মধ্যবিত্তের

তবে তাঁর সরকার রাজ্যের দায়িত্ব গ্রহণ করার পর থেকে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লাখ। সেই সঙ্গেই বিশেষভাবে সক্ষম এবং ১৮ বছরের ঊর্ধ্বে বিধবাদেরও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পেনশন নিয়ে বিরাট ঘোষণার পাশাপাশি এদিন রাজ্যের আরও একাধিক প্রকল্প নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী।

1 thought on “৫০ হলেই পাওয়া যাবে পেনশন! নতুন বছরে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী”

Leave a Comment