দারুণ সুখবর! কেন্দ্রীয় হারেই DA পাবে রাজ্য সরকারের কর্মীরা, এই দিন থেকে হবে চালু

মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) তথা DA নিয়ে কয়েকদিন আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নতুন বছর তথা ১ জানুয়ারি থেকে নতুন হারে DA দেওয়া শুরু হবে। রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ট বেতন কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মচারীদের (WB Government Employees) মহার্ঘ্য ভাতা প্রদান করা হবে।

রাজ্য সরকারি কর্মী, পঞ্চায়েত, শিক্ষক এবং অশিক্ষম কর্মী, পৌরসভার কর্মীরা এই DA পাবেন। শুধু তাই নয়, এই বিভাগগুলির অধীনে থাকা পেনশনভোগী তথা অবসরপ্রাপ্ত কর্মীরাও এই মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) পাবেন। এবার এই DA নিয়েই বিরাট ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

West Bengal Govt Employee Dearness Allowance

ফের DA বৃদ্ধির ঘোষণা! (Big Announcement on Dearness Allowance)

গত বুধবার দক্ষিণ কলকাতায় একটি শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, পেনশনভোগীদের কেন্দ্রীয় হারে DA (Dearness Allowance) প্রদান করা হবে। শুভেন্দু অধিকারীর কথায়, ‘রাজ্যের সকল সরকারি কর্মী, শিক্ষক, পেনশনভোগীদের আমরা কেন্দ্রীয় হারে DA দেব। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে মন্ত্রীসভায় প্রথম সিদ্ধান্ত নেওয়া হবে, প্রত্যেককে কেন্দ্রীয় হারে DA দেওয়া হবে। কথা দিলাম’।

আরও পড়ুনঃ দারুণ সুখবর! এক ধাক্কায় প্রায় ডাবল বোনাস ঘোষণা মুখ্য়মন্তীর, খুশিতে আত্মহারা সিভিক ভলিন্টিয়াররা

এখানেই থামেননি রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, ‘এই রাজ্যে বিজেপি শিল্প নিয়ে আসবে। শুধু তাই নয়, চাকরিপ্রার্থীদের চাকরি প্রদান করা হবে। আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি। বাংলার অবস্থা সকলে জানে। এই রাজ্যের বেকাররা কোথায় যাবে?’

আরও পড়ুনঃ বাতিল হয়ে যাবে এই ব্যক্তিদের রেশন কার্ড! আপনার নাম নেই তো?

এখন কত ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা? (WB Govt Employee DA)

রাজ্য সরকার কর্মচারীরা এতদিন ৬% হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছিলেন। তবে সম্প্রতি তা ৪% বৃদ্ধি করা হয়েছে। ফলে এই মুহূর্তে তাঁরা ১০% হারে DA পাবেন। যদিও অনেকে এই ৪% মহার্ঘ্য ভাতা বৃদ্ধিতে খুশি নন। অনেকেরই দাবি, তাঁদের কেন্দ্রীয় হারে DA প্রদান করা হোক।

Leave a Comment