পুরো ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! মোবাইল থেকে এই অ্যাপ এখুনি ওড়ানোর নির্দেশ দিল RBI

বাজার দোকান করা থেকে শেয়ার কেনাবেচা করা প্রায় সবকিছুই এখন মোবাইল অ্যাপের (Mobile App) মাধ্যমে হয়ে যায়। এর যেমন একাধিক সুবিধা আছে। তেমনই রয়েছে প্রচুর অসুবিধা। অনলাইন টাকা জালিয়াতির ঘটনা যেমন প্রচুর বৃদ্ধি পেয়েছে। এবার যেমন শেয়ারবাজারে লেনদেনকারীদের জন্য সতর্কবার্তা জারি করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) তথা RBI।

এখন নানান অ্যাপের মাধ্যমে শেয়ার বাজারে লেনদেন করে থাকেন বহু দেশবাসী। এমনই একটি অ্যাপ মোবাইল ফোনে থাকলে তা দ্রুত ডিলিট (Mobile App Delete) করার পরামর্শ দিয়েছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক নিয়ামক সংস্থা। নাহলে বড়সড় আর্থিক জালিয়াতির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে! দেশবাসীদের আর্থিক জালিয়াতি থেকে বাঁচানোর জন্যই এই সতর্কবার্তা জারি করা হয়েছে RBI-এর তরফ থেকে।

RBI Warns Indian Citizens to delete harmfull app from phone

কোন অ্যাপ ডিলিট করতে বলেছে আরবিআই? (RBI Warns to Delete Mobile App)

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে যে অ্যাপ ডিলিট করার পরামর্শ দেওয়া হয়েছে তা শেয়ারবাজারে লেনদেনকারীদের কাছে বেশ পরিচিত। অনেকেই এই অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করেছেন। যে কারণে RBI-এর নির্দেশিকা দেখে বহু মানুষ বেশ অবাক হয়ে গিয়েছেন। সেই অ্যাপের নাম হল অলিম্প ট্রেড (Olymp Trade)।

সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে এই অ্যাপটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। অনেকেই এর মাধ্যমে লং টাইম ইনভেস্টমেন্ট ও ইনট্রা ট্রেড করেছেন। তবে এই অলিম্প ট্রেড কিন্তু ফোরেক্স দ্বারা অনুমোদিত নয়। আর সেই কারণেই RBI-এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশবাসীকে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গেই মোবাইল থেকে এই অ্যাপ দ্রুত ডিলিট করার পরামর্শ প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ আবারও LPG গ্যাস ডেলিভারির নিয়ম বদল! কী করতে হবে? সমস্যায় পড়ার আগে জেনে নিন

এই অ্যাপ ব্যবহার করলে কী ক্ষতি হতে পারে? (How Dangerous Olymp Trade can be?)

অলিম্প ট্রেডের পাশাপাশি এমন বেশ কয়েকটি অ্যাপ আছে যা আর্থিক নিয়ন্ত্রক দ্বারা অনুমোদিত নয়। সেগুলির বিষয়েও RBI-এর তরফ থেকে সতর্ক করা হয়েছে। কারণ এই অ্যাপগুলির দ্বারা বিনিয়োগ করা হলে আর্থিক জালিয়াতি থেকে শুরু করে শেয়ার বাজারে ক্ষতির মতো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই ধরণের অনুমোদনহীন ট্রেডিং অ্যাপ ব্যবহার করলে আরও বেশ কিছু ক্ষতি হতে পারে। যেমন-

  1. এই ধরণের অ্যাপের মাধ্যমে জালিয়াতরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঞ্চিত টাকা নিয়ে দিতে পারে! কারণ ট্রেডিংয়ের জন্য এই অ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বহু তথ্য দেওয়া থাকে। ফলে সেগুলি ব্যবহার করে সহজেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারে জালিয়াতরা।
  2. এই ধরণের অনুমোদনহীন ট্রেডিং অ্যাপ ব্যবহার করলে স্মার্ট ফোন হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  3. এই ধরণের অ্যাপগুলি অনেকসময় ব্যবহারকারীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে। যে কারণে তাঁরা শেয়ার বাজারে ক্ষতির সম্মুখীন হতে পারেন।

আরও পড়ুনঃ মাথায় হাত গ্রাহকদের, ৪ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI! আপনার অ্যাকাউন্ট নেই তো?

অনুমোদনহীন অ্যাপ কীভাবে চিনবেন?

অনুমোদনহীন ট্রেডিং অ্যাপ চেনার কয়েকটি উপায় আছে। কীভাবে চিনবেন সেই বিষয়ে মোটামুটি একটা ধারণা আপনাকে প্রদান করা হল।

  1. এই ধরণের ট্রেডিং অ্যাপগুলির আসলকে কপি করার অথবা বানান ভুলের একটা প্রবণতা দেখা যায়। তাই একটু মনোযোগ সহকারে দেখলেই আপনি চিনতে পারবেন।
  2. এই ধরণের অ্যাপে ইউজার ভেরিফিকেশনে খুব একটা জোর দেওয়া হয় না। সহজেই আপনাকে অ্যাকাউন্ট খুলতে দেওয়া হয়। অনুমোদনপ্রাপ্ত অ্যাপগুলির ক্ষেত্রে এমনটা হয় না।
  3. অত্যধিক ঝুঁকি নিয়ে ট্রেড করার পরামর্শ দেওয়ার একটা প্রবণতা অনেক সময় পরিলক্ষিত হয়।

সব মিলিয়ে, মোবাইল ফোনে কোনও ট্রেডিং অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই চেক করে নেবেন তা অনুমোদনপ্রাপ্ত কিনা। কারণ একটা ছোট্ট ভুলেই কিন্তু জালিয়াতরা হাতিয়ে নিতে পারে আপনার কষ্টার্জিত টাকা।

Leave a Comment