আধার কার্ড আর জন্মের প্রমাণ পত্র নয়! EPFO এর ঘোষণায় চিন্তায় লক্ষাধিক কর্মী, দেখুন সমাধান

ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। প্রায় সকল সরকারি কাজে এই ডকুমেন্ট লাগে। তবে এবার থেকে আর জন্মপরিচয় পত্র (Date of Birth Proof) হিসেবে আর এই নথি ব্যবহার করা যাবে না। দিন কয়েক আগে এই নিয়ে নির্দেশিকা প্রকাশ করেছিল UIDAI। এবার EPFO-এর তরফ থেকেও এই কথা জানিয়ে দেওয়া হল।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীন একটি প্রতিষ্ঠান হল EPFO তথা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees’ Provident Fund Organisation)। সম্প্রতি সেই সংস্থার তরফ থেকে জানানো হয়, এবার থেকে জন্ম তারিখের প্রমাণপত্র (Date of Birth Proof) হিসেবে আর আধার কার্ডের (Aadhaar Card) ব্যবহার করা যাবে না। এর জন্য অন্য নথি লাগবে। কী সেই নথি? বিশদে জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

EPFO New Rules Regarding Date of Birth Proof

EPFO Announcement Regarding Aadhaar Card

UIDAI-এর তরফ থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছিল, আধার কার্ড (Aadhaar Card) ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র। তবে ইপিএফও এর ক্ষেত্রে আর এই নথি জন্মতারিখের প্রমাণপত্র (EPFO Proof of Birth) হিসেবে বিবেচনা করা যায় না। ২০১৬ সালের আধার আইনেও একই কথা বলা হয়েছে। এবার EPFO- এর তরফ থেকেও একথা ঘোষণা করা হল। সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের অনুমোদনের পর একথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের মুখে ফুটবে হাসি! হোমলোন নিয়ে বড় ঘোষণা করতে কোমর বাঁধছে কেন্দ্রীয় সরকার

গ্রাহকদের কী করতে হবে? 

জানা গিয়েছে, EPFO-এর এই সিদ্ধান্তের পর অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কিছু প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। ইতিমধ্যেই ইন্টারনাল সিস্টেম ডিভিশনের কাছে সেই নির্দেশ পাঠানো হয়েছে। EPFO-এর সদস্যরা যাতে এই পরিবর্তনের বিষয়ে জানতে পারেন এবং সেই পরিবর্তন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন তার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে ট্রাফিক আইনে বড় বদল! সমস্যায় পড়ার আগে অবশ্যই জেনে নিন

এবার কী কী নথি লাগবে? (Documents Required for Date of Birth Proof)

এখন প্রশ্ন উঠতেই পারে, EPFO-এর ক্ষেত্রে তাহলে কোন কোন নথি জন্মতারিখের প্রমাণপত্র হিসেবে বিবেচিত হবে? চলুন দেখে নেওয়া যাক।

  1. বার্থ সার্টিফিকেট।
  2. স্বীকৃত কোনও সরকারি বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট (যেমন মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট)।
  3. প্যান কার্ড।
  4. সরকার প্রদত্ত ডোমিসাইল সার্টিফিকেট।
  5. আবেদনকারী ব্যক্তির স্কুল ট্রান্সফার সার্টিফিকেট অথবা স্কুল ছাড়ার সার্টিফিকেট।

সব মিলিয়ে, এবার থেকে EPFO গ্রাহকরা জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। বরং উপরিউক্ত নথিগুলি ব্যবহার করতে হবে।

Leave a Comment