আর দাঁড়াতে হবে না লাইনে! নতুন বছরে আধার কার্ড আপডেট নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের

ভারতে বসবাসকারী প্রত্যেক নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। সিম কার্ড তোলা থেকে শুরু করে ব্যাঙ্কের কাজ- প্রায় সব কিছুতেই এখন এটি লাগে। আধার কার্ড না থাকলে আবার সম্মুখীন হতে হয় নানান সমস্যার। এমনকি এটা না থাকলে সরকারি কোনও প্রকল্পের (Government Scheme) ভর্তুকি কিংবা সুবিধা মেলে না।

সব মিলিয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছেই আধার কার্ড থাকাটা বেশ জরুরি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আবার এই কার্ডের ক্ষেত্রে যাতে কোনও প্রকার জালিয়াতি না হয় সেই জন্য সর্বদা সতর্ক থাকে কেন্দ্র এবং আধার সরবরাহকারী সংস্থা UIDAI। মাঝেমধ্যেই গ্রহণ করা হয় নানান পদক্ষেপ। এই কারণেই আধার আপডেট (Aadhaar Card Update) করার কথাও বলা হয়েছে।

আঁধার কার্ড : UIDAI Aadhar Card Update

কাদের আধার কার্ড আপডেট করাতে হবে? (Who Need to Update Aadhar?)

যে সকল ব্যক্তির আধার কার্ড এক দশক তথা ১০ বছরেরও বেশি পুরনো হয়ে গিয়েছে এবং একবারও তা আপডেট করা হয়নি সেই সকল ব্যক্তির আধার কার্ড আপডেট করানোর কথা জানানো হয়েছে। UIDAI এর তরফ থেকে এই ঘোষণা করার পর অনেকে আধার কেন্দ্র সহ আধার সম্পর্কিত কাজ যেখানে হয় সেখানে ভিড় করতে শুরু করেন। কেন্দ্রের (Central Government) তরফ থেকে জানানো হয়েছিল, আধার কার্ড আপডেট করাতে কোনও প্রকার অর্থ লাগবে না। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছিল। পরে যদিও সেই ডেডলাইন (Aadhaar Card Update Last Date) বাড়ানোও হয়।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে মাত্র ৪৫০ টাকায় পাবেন LPG সিলিন্ডার! নববর্ষে সুখবর পেতেই খুশি আম জনতা

আধার কার্ড আপডেট করার শেষ তারিখ কবে? (Last Date of Aadhar Card Update)

আধার কার্ড আপডেট করার জন্য কেন্দ্র এবং UIDAI যে তারিখ ঘোষণা করেছিল তা গত বছর অর্থাৎ ২০২৩ সালেই অতিক্রান্ত হয়ে গিয়েছে। এবার কী হবে? তা ভেবে অনেকেই চিন্তায় পড়েছিলেন। এবার সেই সকল মানুষদের কথা ভেবে সেই সময়সীমা বৃদ্ধি করা হল। চলতি বছরের ১৪ মার্চ অবধি অর্থাৎ ১৪-০৩-২০২৪ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করাতে পারবে দেশবাসী।

আরও পড়ুনঃ নতুন বছরে ধামাকা পলিসি নিয়ে এল LIC! ৫ বছরে টাকা ডাবল সহ রয়েছে আরও অনেক সুবিধা

জনগণ যাতে তাড়াহুড়ো না করে এবং তাঁদের যাতে লাইনে দাঁড়িয়ে কষ্ট না করতে হয় সেই জন্য আধার আপডেটের সময়সীমা বৃদ্ধি করলো কেন্দ্র এবং UIDAI। প্রায় আড়াই মাস সময় রয়েছে এখন সকলের হাতে। এই সময়কালের মধ্যে যে কোনও ভারতীয় নাগরিক নিজের আধার কার্ডের নাম, জন্মতারিখ, ঠিকানা প্রভৃতি আপডেট করাতে পারবেন।

Leave a Comment