নতুন বছর থেকে বাড়বে রেশন! কোন কার্ডে কত রেশন দেওয়া হবে? দেখে নিন তালিকা

বিনামূল্যে রেশন (Free Ration) প্রকল্পের জন্য উপকৃত হয়েছেন ভারতের কোটি কোটি নাগরিক। বছর শেষের আগে এবার আরও একটি খুশির খবর সামনে এল। আগামী বছর তথা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে নতুন নিয়ম। যার ফলে সুবিধা পাবেন অগুনতি দেশবাসী। প্রত্যেকটি রেশন কার্ডে (Ration Card) যত খানি সামগ্রী বরাদ্দ (Free Ration Items) আছে তার থেকে আরও পাঁচ বেশি বেশি দ্রব্য পাওয়া যাবে। সম্প্রতি এমনই একটি ঘোষণা করেছে কেন্দ্রীয় খাদ্য দফতর। কোন কার্ডে কত রেশন পাওয়া যাবে? সেই তালিকা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বিনামূল্যে রেশন নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের (Free Ration Items in January 2024)

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (Pradhanmantri Garib Kalyan Anna Yojana) দ্বারা এই মুহূর্তে কোটি কোটি দেশবাসী বিনামূল্যে রেশন সামগ্রী পান। করোনাকালে শুরু হয়েছিল এই প্রক্রিয়া। তা এখনও জারি রয়েছে। ২০২৩ সালে ৩০ সেপ্টেম্বরে এই পরিষেবা শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে উল্টে মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হল।

রেশন দোকান : People Gather infront of Fare Price Shop to get Ration

জানানো হয়েছে, আগামী ৫ বছর এই সুবিধা পাবেন দেশবাসীরা। অর্থাৎ ২০২৪ সালেও এই সুবিধা পাবেন তাঁরা। যেখানে বরাদ্দ রেশনের আরও ৫ কেজি বেশি সামগ্রী দেওয়া হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে ১২ কেজি সামগ্রী পাবেন। সব কিছু মিলিয়ে, নতুন বছরের প্রথম মাসে তথা জানুয়ারি মাসে কত বিনামূল্যে রেশন পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক।

আরও পড়ুনঃ ১লা তারিখ থেকেই বন্ধ রেশন! নববর্ষের আগে চিন্তার ভাঁজ কোটি কোটি মানুষের কপালে

কোন কার্ডে কত রেশন পাওয়া যাবে?

AAY (Antyodaya Anna Yojana: যাঁদের এই কার্ড আছে তাঁরা প্রত্যেক পরিবার পিছু ১৪ কেজি গম এবং ২১ কেজি চাল পাবেন। যদি গম না থাকে তাহলে পাবেন ১৩.৩ কেজি আটা। PHH অর্থাৎ Priority House Hold এবং SPHH তথা Special Priority House Hold কার্ডের জন্য পরিবার পিছু ৩ কেজি চাল, ২ কেজি গম মিলবে। আর যদি গম না থাকে তাআহলে ১.৯ কেজি করে আটা পাওয়া যাবে।

RKSY-1 (Rajya Khadya Suraksha Yojana): যে সকল উপভোক্তার এই কার্ড আছে তাঁরা কার্ডপিছু ৩ কেজি গম এবং ২ কেজি চাল পাবেন। যদি গম না থেকে থাকে তাহলে একই পরিমাণ চাল পাবে। আর যদি RKSY-2 কার্ড থাকে তাহলে কার্ডপিছু ১ কেজি গমেবং ১ কেজি চাল মিলবে। গম না থাকলে একই পরিমাণ চাল দিয়ে দেওয়া হবে। এছাড়া পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আরও কয়েকটি প্যাকেজের বিশেষ সুবিধা মিলতে পারেন। সেগুলি হল-

সিঙ্গুর এবং আয়লা প্যাকেজ- মূলত সিঙ্গুর নিবাসীদের জন্য এই বিশেষ রেশন কার্ড চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। এই কার্ড থাকলে কার্ডপিছু ১৬ কেজি চাল দেওয়া হয়। এছাড়া আয়লা ঝড়ে যে সকল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানকার নিবাসীরাও এই প্যাকেজের আওতাতেই আসেন।

আরও পড়ুনঃ নববর্ষের বড় উপহার দিল রাজ্য সরকার, ট্যাক্স মুকুব করতেই আনন্দে আত্মহারা রাজ্যবাসী!

টোটো প্যাকেজ- রাজ্যের সকল টোটো চালকদের জন্য এই বিশেষ প্যাকেজ চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে সকল টোটো ড্রাইভারদের নির্দিষ্ট বিভাগের রেশন কার্ড আছে তাঁদের কার্ডপিছু ৮ কেজি চাল এবং ৩ কেজি গম দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। যদি গম না থাকে তাহলে এক পরিমাণ আটা দেওয়া হয়।

চা বাগান প্যাকেজ- পশ্চিমবঙ্গের যে সকল মানুষরা চা বাগানের এলাকাগুলিতে বসবাস করেন তাঁদের জন্য এই বিশেষ রেশন প্যাকেজ চালু করা হয়েছে। এই প্যাকেজের আওতায় কার্ড পিছু ১৪ কেজি গম এবং ২১ কেজি চাল দেওয়া হয়। যদি গম না থাকে তাহলে ১৩.৩ কেজি আটা দেওয়ার কথা জানাও হয়েছে।

পাহাড়ি প্যাকেজ- পাহাড়ি এলাকায় যে সকল মানুষদের বসবাস তাঁদের কথা মাথায় রেখেও নতুন রেশন প্যাকেজ চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই এলাকায় যে সকল ব্যক্তিদের AAY কার্ড আছে তাঁরা কার্ডপিছু ৫ কেজি গম এবং ৬ কেজি চাল আছে। আর যদি RKSY-1 কার্ড থাকে তাহলে ২ কেজি গম ও ৪ কেজি চাল মিলবে।

আরও পড়ুনঃ সুদের হার বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার! নববর্ষের আগে মুখে হাসি ফুটলো মধ্যবিত্তের

এছাড়া জঙ্গলমহল এলাকার মানুষদের জন্যেও এই বিনামূল্যে রেশনের সুবিধা চালু করেছে রাজ্য সরকার। AAY কার্ড থাকলে কার্ডপিছু ৩ কেজি গম এবং ৮ কেজি চাল পাওয়া যাবে এবং যদি RKSY-1 এবং PHH কার্ড থাকে তাহলে শুধু ৬ কেজি চাল মিলবে।

2 thoughts on “নতুন বছর থেকে বাড়বে রেশন! কোন কার্ডে কত রেশন দেওয়া হবে? দেখে নিন তালিকা”

Leave a Comment