অবসরের পরেও সবাই পাবে মেডিক্যাল সুবিধা! রিটায়ার্ড কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্র সরকারের

সরকারি চাকরি করলে চাকরিরত অবস্থায় এবং অবসর গ্রহণের পর বেশ কিছু সুবিধা পাওয়া যায়। সরকারি এই সকল সুবিধাগুলির মধ্যে অন্যতম হল চিকিৎসা পরিষেবা (Medical Benefits)। এবার এই চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেই একটি বড় বদল আনলো এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (ESIC)। চিকিৎসা পরিষেবায় সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই বদল আনা হয়েছে। যার ফলে উপকৃত হবে বহু মানুষ।

সম্প্রতি ESIC-র তরফ থেকে এই বদল আনা হয়েছে। মূলত একটি নিয়ম শিথিল করা হয়েছে। যে কারণে আরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Government Employees) চিকিৎসা ক্ষেত্রে সুবিধা পাবেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফ থেকে চিকিৎসা পরিষেবার নিয়মে এই পরিবর্তন আনা হয়েছে। কী সেই পরিবর্তন? বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

PM Narendra Modi Announcement

চিকিৎসা পরিষেবায় বাড়লো এই সুবিধা! (Medical Benifits for Retired Govt. Employees)

ESIC সুবিধার ক্ষেত্রে সরকারি কর্মীদের (Government Employees) বেতনের একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া আছে। যে সকল কর্মীর বেতন ঊর্ধ্বসীমা থেকে বেশি তাঁরা ESIC পরিষেবা পান না। তবে এবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফ থেকে এই নিয়মেই শিথিলতা আনা হয়েছে। বেতনের সর্বোচ্চ সীমা বাড়ানো হয়েছে। যে কারণে আরও অনেক সরকারি কর্মচারী এই সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ বন্দে ভারত ট্রেনের পর এবার আসছে ‘বন্দে মেট্রো’! কবে থেকে চলবে নতুন মেট্রো?

কারা পাবেন এই সুবিধা?

যে সকল সরকারি কর্মী ২০১২ সালের ১ এপ্রিলের পর বাধ্যতামূলকভাবে এই স্কিমের অধীন ছিলেন এবং যে সকল কর্মচারী ২০১৭ সালের ৩১ মার্চ রিটায়ার করেছেন কিংবা স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন তাঁরাও এই প্রকল্পের অধীনে চলে আসবেন। পাশাপাশি যে সকল কর্মচারীর সর্বাধিক বেতন ছিল ৩০,০০০ টাকা, তাঁরা এই সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ শিশুরাই ভবিষ্যৎ, তাদের স্বাস্থ্যের দায়িত্ব নেবে সরকার! বড় ঘোষণা মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

এই নিয়মেই বদল আনা হয়েছে। আগের নিয়মানুযায়ী, যে সকল সরকারি কর্মচারীর বেতন ২১,০০০ টাকা কিংবা তার বেশি ছিল তাঁরা এই সুবিধা পেতেন। তবে এবার সেই ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে। এবার থেকে সর্বাধিক ৩০,০০০ টাকা বেতন পাওয়া সরকারি কর্মচারীরাও এই প্রকল্পের অধীন চলে আসবেন। যার ফলে যে সকল সরকারি কর্মচারীরা এই প্রকল্পের অধীন থেকে বেরিয়ে গিয়েছিলেন, তাঁরা ফের এই প্রকল্পে যুক্ত হবেন।

Leave a Comment