উজ্জ্বলা যোজনার পাল্টা দিল রাজ্য সরকার! ফ্রি-তে বাড়ি বাড়ি পৌঁছে যাবে ‘উপহার’, কারা পাবেন জানুন

বর্তমানে দেশের প্রায় প্রত্যেক ঘরে ঘরে এলপিজি গ্যাস সিলিন্ডারে (LPG Gas Cylinder) রান্না হয়। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) হাত ধরে গ্রাম থেকে শহর সর্বত্র এলপিজি কানেকশন পৌঁছে গিয়েছে। এবার কেন্দ্রের এই স্কিমে পাল্টা দিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)! যার মাধ্যমে উপকৃত হবে রাজ্যের প্রায় এক কোটি পরিবার।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) খ্যাতির আলোয় খানিকটা ভাগ বসাতে এবার বিরাট ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার। সদ্য পেশ হওয়া রাজ্য বাজেটে রাজ্যবাসীকে এই সুখবর দেওয়া হয়েছে। কী সেই সুখবর? কারা পাবেন এই সুবিধা? এই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Mamata Banerjee Announcement

রাজ্যবাসীর জন্য পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা!

সদ্য পেশ হওয়া রাজ্য বাজেটে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি পরিবারকে ‘ধোঁয়াহীন উনুন’ প্রদান করা হবে। তবে এই ধোঁয়াহীন উনুন (Smokeless Cooking Gadget) কিন্তু সবাই পাবে না। পশ্চিমবঙ্গের দরিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলিকে দেওয়া হবে এই বিশেষ উনুন।

আরও পড়ুনঃ আবারও কমল গ্যাসের দাম! কবে থেকে পাবেন সস্তায়? গ্যাস বুক করার আগে জেনে নিন

এলপিজি গ্যাসের দাম (LPG Gas Price) যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই এবার রাজ্যের দরিদ্রসীমার নীচে থাকা এক কোটি পরিবারকে ধোঁয়াহীন বিশেষ উনুন প্রদান করা হবে। এখন প্রশ্ন হল, এই প্রকল্পের সুবিধা কারা পাবেন তা কীভাবে নির্বাচন করা হবে?

কীভাবে আবেদন করতে হবে?

জানা গিয়েছে, এই বিষয়ে ব্লক ভিত্তিক রিপোর্ট তৈরি করা হবে। এরপর সেখান থেকে কারা এই প্রকল্পের জন্য যোগ্য তা নির্বাচন করা হবে। রাজ্য সরকারের তরফ থেকে এই ধোঁয়াহীন উনুন পাওয়ার জন্য ইচ্ছুক প্রার্থীদের বিডিওর কাছে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। যাবতীয় সকল পরিচয়পত্র সহ ইচ্ছুক প্রার্থীকে অ্যাপ্লাই করতে হবে।

আরও পড়ুনঃ আবারও LPG গ্যাস ডেলিভারির নিয়ম বদল! কী করতে হবে? সমস্যায় পড়ার আগে জেনে নিন

এই প্রসঙ্গে পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানি বলেন, ‘সবার বেশি দাম দিয়ে গ্যাস কেনার ক্ষমতা নেই। ভোটের আগে হয়তো প্রধানমন্ত্রী গ্যাসের মূল্য কমাবেন। এরপর ফের বাড়িয়ে দেবেন। তাই আমরা এটা করছি’।

Leave a Comment