রাম মন্দির উদ্বোধনের দিন ছুটি থাকবে পশ্চিমবঙ্গে? দেখুন রাজ্য সরকারি ঘোষণা

কমবেশি সকল ভারতবাসী এখন রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধনের উন্মাদনায় মত্ত। আর মাত্র একটা দিনের অপেক্ষা। এরপরেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যায় রাম মন্দিরের  উদ্বোধন (Ram Mandir Inauguration) হবে। কেউ কেউ বলছেন, ভারতবর্ষের ইতিহাসের এই গৌরবময় দিন হতে চলেছে ২২ জানুয়ারি। অনেকে তো আবার ইতিমধ্যেই অযোধ্যা রওনা দিয়ে ফেলেছেন।

অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধন উপলক্ষ্যে আগামী ২২ জানুয়ারি বিজেপি শাসিত বহু রাজ্যে সরকারি অফিস, বিদ্যালয়, কলেজগুলিতে ছুটি (Government Holiday) ঘোষণা করেছে। রাজ্যবাসী যাতে এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে পারে সেই জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গেও (Govt of West Bengal) কি এই বিশেষ দিন উপলক্ষ্যে ছুটি থাকবে? রাজ্য সরকার কী বলছে? জানার জন্য এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Ayodhya Ram Mandir Pran Pratistha on 22nd January

Government Holiday on Ayodhya Ram Mandir Inaugration

রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধন উপলক্ষ্যে আগামী ২২ জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনও ছুটি এখনও ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একটি চিঠি লিখেছেন। ২২ জানুয়ারি যাতে রাজ্যে ছুটি দেওয়া হয় সেই অনুরোধ করেছেন তিনি। এখন প্রশ্ন হল, রাজ্য কি বিজেপি সাংসদের অনুরোধ শুনবে? সুকান্ত মজুমদারের চিঠিতেও বা কি লেখা ছিল?

আরও পড়ুনঃ ফাঁকি মারা বন্ধ, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে চালু হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স! বড় সিদ্ধান্ত সরকারের

মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাম মন্দিরের ইতিহাস (History of Ayodhya Ram Mandir) উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, আগামী ২২ জানুয়ারি ভারতের ইতিহাসের এই গৌরবান্বিত দিন। বিদেশি আক্রমণকারীর হাতে একদিন সনাতন ভারতের পুরুষোত্তম শ্রীরামের পবিত্র জন্মভূমি ধ্বংস হয়েছিল। এরপর এদেশের সাধুসন্তদের দীর্ঘ সংগ্রামের পর শ্রীরামের জন্মভূমি পুনরুদ্ধার করা হয়। সেই লড়াইয়ে প্রাণ যায় বাংলার দুই বীর যুবক শরণ কোঠারি এবং রাম কোঠারি।

বিজেপি সাংসদ আরও লেখেন, সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দিরের এই জমির ইতিহাস স্বীকৃত হয়েছে। মহামান্য আদালতের নির্দেশেই এখানে শ্রীরামের একটি ভব্য মন্দির গড়ে উঠেছে। পাশাপাশি সুকান্ত মজুমদার এও লেখেন, দেশের স্বাধীনতা সংগ্রামের মতো রাম মন্দির তৈরির এই লড়াইয়েও বাংলার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই সংগ্রামেও অগুনতি বঙ্গবাসী যোগ দিয়েছিলেন। এবার সেই মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার মুহূর্ত আসন্ন। এই দিনটি ধর্ম, মত, দল নির্বিশেষে সকল ভারতীয়ের কাছে অত্যন্ত গর্বের দিন। সমগ্র দেশের মতো বাংলার কাছেও এই দিনটি অত্যন্ত গর্বের।

আরও পড়ুনঃ সস্তায় জমি, বাড়ি কিনতে চান? দুর্দান্ত অফার আনল PNB, এই কাজ করলেই অর্ধেক দামে পাবেন সম্পত্তি

পশ্চিমবঙ্গ সরকার কী বলছে? 

সুকান্ত মজুমদার আরও লেখেন, আগামী সোমবার কূর্ম দ্বাদশীর দিনে মন্দিরে মন্দিরে ভারতমাতার সন্তানেরা পুজো দেবেন। দীপাবলির মতো সেজে উঠবে ভারত। আর তখন সবার ধ্যানে থাকবে শ্রীরামের অযোধ্যা ধাম। চিঠির শেষে রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীকে ছুটি ঘোষণার অনুরোধ জানিয়েছেন বিজেপি সাংসদ। সেই সঙ্গেই বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

সুকান্ত মজুমদার লেখেন, বাংলায় অনেক তিথি, জন্মদিবস, পরবকে সরকারি ছুটির আওতায় নিয়ে এসেছেন। চলতি বছর আপনার বিশেষ অধিকারে রাজ্যবাসীকে একটি বাড়তি ছুটি উপহার দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সুকান্ত মজুমদার রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে ছুটি দেওয়ার অনুরোধ করে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেও রাজ্য সরকারের তরফ থেকে এখনও অবধি এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

Leave a Comment