বদলে গেল নিয়ম, জমি না থাকলেও করতে পারবেন বাড়ি! আমজনতার জন্য বিরাট ঘোষণা রাজ্য সরকারের

নিজের বাড়ি হোক কমবেশি প্রত্যেক মানুষই চান। তবে নিজের নামে যদি জমি না থাকে তাহলে সেখানে বাড়ি বানানো যায় না। বহু বছর ধরে এই নিয়ম প্রচলিত আছে। তবে পশ্চিমবঙ্গে এমন অনেক মানুষ আছেন যাঁদের নিজস্ব জমি নেই, ঠিকা জমিতে (House on Lease Land) বাস করেন তাঁরা। এদিকে নিজের জমি না হওয়ায় ইচ্ছা মতো বহুতল (House) বানাতে পারেন না। তবে এবার এই নিয়মেই পরিবর্তন আনলো পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।

পশ্চিমবঙ্গে এমন বহু মানুষ আছেন যারা বস্তি এলাকায় (Slum Area) বসবাস করেন। তাঁদের কথা মাথায় রেখেই মূলত এই নিয়মে বদল আনার পরিকল্পনা করা হয়। ইতিমধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত করতে রাজ্য বিধানসভায় দি ওয়েস্ট বেঙ্গল ঠিকা টেন্যান্সি সংশোধনী বিলও পাশ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, রাজ্যের (West Bengal) বহু জায়গায় এই প্রসঙ্গে ছাড়পত্র দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। কোথায় এই সুবিধা পাওয়া যাবে? জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Construction in high rises thika tenancy plots

নিজের জমি না হলেও করতে পারবেন বাড়ি!

এতদিন পর্যন্ত কলকাতা পৌর নিগম এলাকায় বহুতল বানানোর জন্য এই প্রকার ছাত্রপত্র দেওয়া হতো। একইসঙ্গে হাওড়া পৌরসভার তরফ থেকেও এই ছাড়পত্র প্রদান করা হতো। তবে এবার থেকে কেএমডিএ অর্থাৎ কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে এই ছাড়পত্র প্রদানের কাজ শুরু হয়ে গেল। অর্থাৎ এবার থেকে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির অধীনে থাকা মানুষরাও নিজেদের ঠিকা জমির ওপর বহুতল (House on Lease Land) বানানোর ছাড়পত্র পাবেন।

আরও পড়ুনঃ বিয়ে করলেই খুলবে কপাল! ১০ লক্ষ দেবে রাজ্য সরকার, অপেক্ষা না করে ঝটপট সেরে ফেলুন শুভকাজ

জানা যাচ্ছে, ঠিকা জমির ওপর বহুতল বানানোর জন্য অ্যাপ্লাই করলে খুব দ্রুত ছাড়পত্র পাওয়া যাবে। যে সকল ব্যক্তিরা আবেদন জানাবেন, তাঁরা ১৫ দিনের মধ্যে ঠিকা জমির লিজ ডিডের পাশাপাশি ঠিকা মিউটেশনও পেয়ে যাবেন। এছাড়া আইনি জটিলতা রয়েছে যে সকল ক্ষেত্রে তাদেরও দুশ্চিন্তা করার কোনও প্রয়োজন নেই। কেননা সেই সকল ক্ষেত্রেও মাস দুয়েকের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া কেউ যদি ঠিকা ভাড়াটে বিল্ডিং প্ল্যানের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে ১৫ দিনের মধ্যে অনুমোদন পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ বউ থাকলেই সোনায় সোহাগা! জয়েন্ট অ্যাকাউন্টে পাবেন এত্ত সুবিধা, শুনলে আপনিও চমকে যাবেন

রাজ্যের নয়া সিদ্ধান্তে উপকৃত হবে আমজনতা!

দি ওয়েস্ট বেঙ্গল ঠিকা টেন্যান্সি সংশোধনী বিলও পাশ হওয়ার কারণে এই রাজ্যে বসবাসকারী অগুনতি মানুষের সুবিধা হবে। সেই সঙ্গেই বেশ কিছু সমস্যারও সমাধান হবে বলে মনে করছেন একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞরা। যেমন, এই সংশোধনী আইনের কারণে রাজ্যে ঝুপড়ি, বস্তির সংখ্যা অনেকটা কমবে। কারণ এবার ওইসকল জমিতে নিজস্ব বাড়ি বানানো যাবে। যে কারণে উপকৃত হবেন প্রচুর বস্তিবাসী। সেই সঙ্গেই প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য আপদকালীন পরিস্থিতিতেও তাঁরা সুরক্ষিত থাকতে পারবেন।

Leave a Comment