নতুন বছরে কপালে চিন্তার ভাঁজ, আধার কার্ড নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের!

নতুন বছর পড়তে না পড়তেই আধার কার্ড (Aadhaar Card) নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার। এবার থেকে আধার কার্ড তৈরি করা অনেকটা জটিল হয়ে গেল। এতদিন অবধি UIDAI পোর্টালে আবেদন করলেই তৈরি হয়ে যেত নতুন আধার কার্ড (UIDAI Aadhaar Card)। তবে এবার আর এত সহজে সবটা হবে না। আধার কার্ড তৈরির নিয়মে কী কী পরিবর্তন এল চলুন দেখে নেওয়া যাক।

আধার কার্ড তৈরিতে আগে খুব একটা সময় লাগতো না। তবে এখন থেকে নতুন কার্ড বানাতে প্রায় ১৮০ দিন তথা ৬ মাস মতো সময় লাগবে বলে জানা গিয়েছে। আপনার যদি আধার কার্ড না থেকে থাকে এবং নতুন কার্ড (New Aadhaar Card) বানানোর কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি পড়ুন। না হলে কাজের সময় সমস্যায় পড়তে হতে পারে।

UIDAI Aadhar Card

আধার কার্ড বানানোর নিয়ম বদল (UIDAI Aadhaar Card New Rule)

সকল ভারতীয় নাগরিকের অত্যন্ত জরুরি একটি নথি হল আধার কার্ড। সিম কার্ড তোলা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা- প্রায় সব কাজে এই নথি লাগে। তাই এই সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক নিয়ম জারি করে কেন্দ্র (Central Government)।

আধার সংশোধনের শেষ তারিখ (Aadhar Correction Last Date)

আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার শেষ তারুখ ১৪ মার্চ ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সেই প্রক্রিয়া মিটতে না মিটতেই এবার নতুন আধার কার্ড বানানোর নিয়মে এল বড়সড় পরিবর্তন।

আরও পড়ুনঃ ATM কার্ড অতীত! গুগল পে বা UPI থাকলেই এভাবে টাকা তোলা যাবে ATM থেকে

জানা গিয়েছে, পাসপোর্ট তৈরির সময় যেমন আবেদনকারী ব্যক্তির তথ্য প্রশাসনের দ্বারা ভেরিফাই করা হয়, আধার কার্ডের ক্ষেত্রেও তেমনটাই হতে চলেছে। এখন থেকে কোনও ব্যক্তি যদি আধার কার্ড বানাতে চান তাহলে UIDAI-এর (Unique Identification Authority Of India) দ্বারা প্রথমে তাঁর সকল তথ্য যাচাই করা হবে।

এরপর সেই তথ্য পাঠানো হবে সার্ভিস প্লাস পোর্টালে। সেখানে SDM আধিকারিকেরা ফের ভেরিফাই করবেন। এমনকি আবেদনকারীর শারীরিক গঠনও যাচাই হতে পারে। সেক্ষেত্রে তাঁকে উল্লিখিত স্থানে উপস্থিত হতে হবে।

কীভাবে বানাতে হবে নতুন আধার কার্ড? (How to Apply for New Aadhar Card?)

এই প্রক্রিয়া হয়ে যাওয়ার পর নতুন আধার কার্ড ইস্যু করা হবে। জানা গিয়েছে, এই দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন হতে হতে প্রায় ৬ মাস সময় লেগে যাবে। অর্থাৎ আগের মতো দ্রুত আধার কার্ড পাওয়া যাবে না। শীঘ্রই এই প্রক্রিয়া চালু করতে চায় কেন্দ্রীয় সরকার। যে কারণে ইতিমধ্যেই SDM আধিকারিকের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, তাঁদের তরফ থেকে অনুমতি পাওয়া গেলেই এই নতুন নিয়ম চালু করবে কেন্দ্র। এরপর থেকে যে ব্যক্তিরা আধার কার্ড তৈরি করতে যাবেন তাঁদের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

আরও পড়ুনঃ গ্যাসের বায়োমেট্রিক থেকে আধার, সমস্যায় পড়ার আগে অবশ্যই জানুন এই ৭টি নতুন নিয়ম

তবে বলে রাখি, নাবালক অর্থাৎ ১৮ বছরের নীচে হলে এই সম্পূর্ণ প্রক্রিয়া বাধ্যতামূলক নয়। তবে ১৮ বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে এই প্রক্রিয়ার মাধ্যমেই আধার কার্ড বানাতে হবে। পাশাপাশি যাঁদের আধার কার্ড আগেই বানানো হয়ে গিয়েছে, তাঁদেরও নতুন করে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না। কিন্তু কেন্দ্রের তরফ থেকে নতুন নিয়ম চালু হওয়ার পর যারা আধার কার্ড তৈরি করবেন তাঁদের প্রত্যেককে এই নিয়ম মেনে চলতে হবে।

Leave a Comment