বাড়ি বসেই হাতে আসবে ডিজিটাল রেশন কার্ড! কীভাবে? দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি

প্রযুক্তির উন্নতির সাথে রেশন ব্যবস্থাও উন্নত হয়েছে। অন্যান্য সমস্ত কার্ডের মত রেশন কার্ডও ডিজিটাল (Digital Ration Card) হয়ে গিয়েছে! পশ্চিমবঙ্গের প্রায় বেশিরভাগ মানুষেরই এখন ডিজিটাল রেশন কার্ড। তবে এখনও এমন কিছু মানুষ আছেন যাঁদের ডিজিটাল রেশন কার্ড নেই। তবে শীঘ্রই সেটা না করালে আগামী দিনে রেশন সামগ্রী পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ।

ইতিমধ্যেই যাদের রেশনকার্ড নেই বা ডিজিটাল কার্ড নেই তাদের নতুন করে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করা শুরু হয়ে গিয়েছে। আর এবার চাইলে বাড়ি বসেই পেয়ে যেতে পারেন নিজের ডিজিটাল রেশন কার্ড। সহজ কয়েকটি পদ্ধতি অনুসরণ করে অনলাইনেই এখন আবেদন জমা দেওয়া যায়। আজকের প্রতিবেদনে স্টেপ বাই স্টেপ সেই পদ্ধতিই তুলে ধরা হল।

পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ডের জন্য কীভাবে অনলাইনে আবেদন করবেন? (How To Apply Online For Digital Ration Card)

আপনি চাইলে নিজেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের আবেদন করতে পারেন। কিভাবে করবেন? কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে নিচে সমস্তটা স্টেপ বাই স্টেপ জানানো হল :

  1. প্রথমে wbpds.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর ভর্তুকিছাড়া রেশন কার্ডের জন্য ‘Click here to apply’ লেখায় ক্লিক করতে হবে।
  3. নতুন যে উইন্ডো খুলবে সেখানে নিজের মোবাইল নম্বর দিতে হবে।
  4. মোবাইল নাম্বার দেওয়ার পর Get OTP অপশনে ক্লিক করতে হবে।
  5. ফোনে OTP এলে সেটা দিয়ে সাবমিট করতে হবে। তাহলেই নম্বর যাচাই হয়ে যাবে।
  6. এবার নিজের জন্য প্রযোজ্য বিকল্প নির্বাচন করতে হবে।
  7. তারপর যে ফর্ম আসবে সেটাকে সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে।
  8. Show Member লেখায় ক্লিক করুন। এখানেই সব বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
  9. পরিবারের অন্যান্য সদস্যের বিবরণ যদি যোগ করতে হয় তাহলে Add Another Member  লেখায় ক্লিক করুন।
  10. সব হয়ে যাওয়ার পর Save & View Application লেখায় ক্লিক করতে হবে।
  11. এবার সম্পূর্ণ ফর্ম একবার ভালো করে দেখে নিন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাকে বদলে সঠিক করে নিতে হবে।
  12. সব ঠিকঠাক থাকলে সাবমিট করে দিন।
  13. সাবমিট করে দিলেই ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন সম্পূর্ণ হল। স্ক্রিনে আপনার আবেদনের নম্বর দেখানো হবে। এটা প্রিন্টআউট করিয়ে নিজের কাছে রেখে দিতে পারেন। বা কোথাও অ্যাপ্লিকেশন নং নোট করে রাখুন।

আরও পড়ুনঃ মোটা টাকা আয় হবে সিনিয়র সিটিজেনদের, এই স্কিমে বিনিয়োগ করলে লক্ষ্মীলাভ গ্যারান্টি!

E-Ration Card এর জন্য আবেদন করার পদ্ধতি

পশ্চিমবঙ্গ নিবাসী কোনও ব্যক্তির যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে তিনি নতুন করে E-Ration Card এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। কীভাবে করবেন সেই আবেদন তা নিম্নে তুলে ধরা হল-

  1. প্রথমে www.food.wb.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর সার্ভিসেস মেন্যুতে ক্লিক করতে হবে।
  3. নতুন রেশন কার্ড পাওয়ার জন্য Ration Card বিকল্প নির্বাচন করুন।
  4. ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। আপনার নম্বরে একটি OTP আসবে।
  5. ফর্ম ১১ ফিল আপ করুন। এটি ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর ও আধারকে লিঙ্ক করবে। আপনার আবেদন যদি গ্রাহ্য হয় তাহলে সেটা মোবাইল ফোনে SMS-এর দ্বারা জানিয়ে দেওয়া হবে।
  6. তবে কোনও ব্যক্তির জন্য ডিজিটাল রেশন কার্ডটাই না থাকে তাহলে তাঁকে ফুড ইনস্পেকটরের অফিসে যেতে হবে এবং নতুন E-Ration Card-এর জন্য অ্যাপ্লাই করতে হবে।

আরও পড়ুনঃ আর দাঁড়াতে হবে না লাইনে! নতুন বছরে আধার কার্ড আপডেট নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের

এছাড়া যদি কারোর ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল ফোন নম্বর লিঙ্কড না থাকে তাহলে তাঁকেও ফুড ইনস্পেকটরের অফিসে গিয়ে ফর্ম ১১ ফিল আপ করতে হবে। এক্ষেত্রেও যদি আপনার আবেদন গ্রাহ্য হয় তাহলে তা SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Leave a Comment