রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর! কার্ড পাল্টালেই মিলবে দ্বিগুন রেশন, জানুন কিভাবে বদলাবেন

প্রত্যেক মাসে সাধারণ মানুষকে সরকারের তরফ থেকে বিনামূল্যে কিংবা নামমাত্র মূল্যে রেশন (Ration) প্রদান করা হয়। গ্রাহকের পারিবারিক অবস্থার দিকে নজর রেখে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে নানান রকম রেশন কার্ড (Ration Card) প্রদান করা হয়। আগে শুধুমাত্র APL এবং BPL প্রকৃতির কার্ড হতো।

তবে বর্তমানে সেই সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। RKSY 1, RKSY 2, PHH, SPHH, AAY হল এর মধ্যে অন্যতম। এগুলির মধ্যে PHH, SPHH কার্ডে বেশি রেশন মেলে। RKSY 1 কিংবা RKSY 2 থেকে যদি আপনি নিজের কার্ড বদলে ফেলতে পারেন তাহলেই পেতে পারেন বেশি রেশন। নববর্ষের আগে সেই সুযোগ করে দিচ্ছে সরকার এবং খাদ্য দফতর।

রেশন দোকান : People Gather infront of Fare Price Shop to get Ration, Double Ration From January on these Ration Card

কিভাবে রেশন কার্ড বদলাবেন? How To Change Ration Card Type

আপনার যদি RKSY 1 রেশন কার্ড থেকে থাকে তাহলে সেটি PHH কার্ডে বদল করার সুযোগ এসেছে। যারা নিজের রেশন কার্ড রূপান্তর করতে চান তাঁরা এখনই এই কাজটি করতে পারেন। অনেকে জানেন না, এখন নিজেদের রেশন কার্ডের মাধ্যমে প্রচুর বেশি সামগ্রী পাওয়া যায়। আর সেই না জানার কারণে দিনের পর দিন ধরে বঞ্চিত হচ্ছেন তাঁরা। RKSY কার্ড থেকে PHH কিংবা SPHH কার্ডে অনেক বেশি রেশন পেতে পারেন তাঁরা। কীভাবে? তা জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

RKSY 1 কার্ড থেকে কীভাবে SPHH কার্ডে রূপান্তর করা যায়?

এখন সকল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে। আর একবার আধার লিঙ্ক হয়ে গেলে সকল ডকুমেন্ট লিঙ্ক হয়ে যায়। আর এমন অনেকে আছেন যাঁদের পরিবারের কর্তার কার্ড PHH কিংবা SPHH ক্যাটাগরির। সেক্ষেত্রে পরিবারের বাকি সদস্যদের কার্ড যদি RKSY 1 হয়েও থাকে তাহলে তা রূপান্তরিত করা যায়।

কাদের RKSY 1 রেশন কার্ড SPHH কার্ডে রূপান্তর করা যাবে?

অর্থাৎ এক কথায়, পরিবারের প্রধানের রেশন কার্ড যদি PHH কিংবা SPHH ক্যাটাগরির হয়। তাহলে বাকি কোনও সদস্যের কার্ড RKSY 1 হয়ে থাকলে তা খুব সহজেই রূপান্তর করে নেওয়া যায়। এছাড়া কেউ যদি বিবাহসূত্রে সংশ্লিষ্ট পরিবারের সদস্য হয়ে থাকেন, তাহলে তাঁর কার্ডও সহজে PHH কিংবা SPHH ক্যাটাগরিতে বদলে নেওয়া যায়।

তবে এক্ষেত্রে মনে রাখবেন, রেশন কার্ডটি ট্রান্সফারের জন্য সরকার SPHH কার্ডে পরিণত করেছে। এছাড়া পরিবারে যদি কোনও সন্তান আসে, তাহলে প্রথমে সেই সদ্যোজাতর রেশন কার্ড RKSY হয়েও থাকে তাহলে পরবর্তীকালে তা আপডেট করে SPHH কার্ডে বদলে নেওয়া যায়। তবে অবশ্যই এক্ষেত্রে পরিবারের প্রধানের কার্ড SPHH ক্যাটাগরির হতে হয়।

Ration Card Status জানার উপায়

  • আপনার রেশন কার্ড কোন প্রকৃতির তা জানতে হলে প্রথমে ফুড কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর আপনাকে রেশন কার্ড অপশনে ক্লিক করতে হবে।
  • Download e Ration Card অপশনে গিয়ে Click to download-এ ক্লিক করতে হবে। এরপর রেশন কার্ড অপশনে যেতে হবে।
  • এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে নিজের RKSY 1 রেশন কার্ডের নম্বর ও ক্যাপচা কোদ লিখে সার্চ করতে হবে। তাহলে আপনার স্থানান্তরিত কার্ডের তথ্য চলে আসবে এবং কার্ডের প্রকৃতি উল্লেখ করা থাকবে। তাহলেই বুঝে যাবেন আপনার কার্ড কোন প্রকৃতির।

1 thought on “রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর! কার্ড পাল্টালেই মিলবে দ্বিগুন রেশন, জানুন কিভাবে বদলাবেন”

Leave a Comment