বদলে গেল হাওড়া-শিয়ালদহের একাধিক ট্রেনের টাইম টেবিল! সমস্যায় পড়ার আগে দেখে নিন নতুন সময়সূচি

সপ্তাহ খানেক ধরে বাংলায় একেবারে জাঁকিয়ে শীত (Winter) পড়েছে। উত্তর ভারতের তাপমাত্রাও একলাফে অনেকটা কমে গিয়েছে। সকাল হলেই কুয়াশার আনাগোনা আর হু হু করে হাওয়া! এক কথায়, বাড়ি থেকে বেরোলেই কেঁপে উঠছেন সকলে। এদিকে শীতের এই ঝোড়ো ইনিংসের (Weather) জন্য বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

কুয়াশার জন্য ট্রেন (Train), বিমান সহ একাধিক গণপরিবহণ পরিষেবা ব্যাহত হচ্ছে। কখনও ট্রেন লেট চলছে, কখনও আবার বিমানের সময় বদল হচ্ছে! ঘন কুয়াশার কারণে এবার যেমন বেশ কিছু ট্রেনের সময়সূচি (Train Time Table) বদল করা হল। আপনি যদি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা হন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।

Indian Railways Express Trains

একাধিক ট্রেনের সময় বদল! (Train Time Table Change)

সম্প্রতি ভারতীয় রেলের (Indian Railway) তরফ থেকে একটি  তালিকা প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, হাওড়া (Howrah) এবং শিয়ালদহ (Sealdah) এর বেশ কিছু রুটের সময় বদলানো হয়েছে। মূলত শীতের এই ঘন কুয়াশার কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর। সবচেয়ে বেশি দিল্লিগামী ট্রেনের সময় পরিবর্তন (Train Time Table Change) করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক নতুন সময়সূচির তালিকা।

 আরও পড়ুনঃ গান্ধীজি নয়, ৫০০ টাকার নোটে থাকবে শ্রীরামের ছবি? RBI কী বলছে দেখুন

  1. ট্রেন নম্বর ১২৩১১ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস ১৬-০১-২০২৪  তারিখে ভোর ৩টের সময় হাওড়া থেকে ছাড়বে।
  2. ট্রেন নম্বর ১২২৭৩ হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস ছাড়ার কথা ছিল ১৫-০১-২০২৪ তারিখ সকাল ৮:৩৫ মিনিটে। তবে সেই সময় বদল করা হয়েছে। এই ট্রেন ১৬-০১-২০২৪ তারিখে রাত ১:৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।
  3. ট্রেন নম্বর ২২৩০৭ হাওড়া-বিকানের এক্সপ্রেস ১৬-০১-২০২৪ তারিখে রাত ১:৩০টার সময় হাওড়া থেকে ছাড়বে।
  4. ট্রেন নম্বর ১২৯৮৭ শিয়ালদহ-আজমের এক্সপ্রেস ১৬-০১-২০২৪ তারিখ রাত ১:০০টায় শিয়ালদহ থেকে ছাড়বে।
  5. ট্রেন নম্বর ১২৩০৩ আপ হাওড়া-নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস ১৬-০১-২০২৪ তারিখ হাওড়া থেকে রাত ১২:৩০ মিনিটে ছাড়বে।
  6. ট্রেন নম্বর ১২৯৩৮ হাওড়া-গান্ধীধাম এক্সপ্রেস ১৬-০১-২০২৪ তারিখ ভোর ৪:০০টের সময় হাওড়া থেকে ছেড়েছে।
  7. ট্রেন নম্বর ১৩০১৯ হাওড়া-কাঠগোদাম এক্সপ্রেস ১৬-০১-২০২৪ তারিখে রাত ১:১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

আপাতত এই ট্রেনগুলির সময়সূচি বদলের কথা ঘোষণা করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে।

Leave a Comment