১০ মিনিটে এই কাজ না করলে কনফার্ম টিকিটও বাতিল! ট্রেনে চড়ার আগে জেনে নিন রেলের নতুন নিয়ম

দূরপাল্লার ট্রেনে বার্থ রিজার্ভ করে কোথাও যাচ্ছেন? ভাবছেন, সুবিধামতো যে কোনও স্টেশন থেকে  ট্রেনে (Train) উঠলেই হবে? এমন করলে আর হবে না। কারণ এবার নতুন নিয়ম জারি করেছে রেল (Indian Railways Rules)। কী সেই নিয়ম? সেই নিয়ম না মানলে কী করতে হবে? বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

দূরপাল্লার ট্রেনে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, যাত্রা শুরুর স্টেশন থেকে যাত্রী বোর্ডিং রিজার্ভ করেছেন। তবে ট্রেনে উঠছেন নিজের সুবিধা মতো স্টেশন (Rail Station) থেকে। তবে এবার আর এমনটা করা যাবে না। কারণ যেখান থেকে বোর্ডিং করার কথা সেই সময়ের ঠিক ১০ মিনিটের মধ্যে নিজের সিটে এসে যাত্রীকে বসতে হবে। যদি না হয় তাহলে সংশ্লিষ্ট যাত্রীর টিকিট অবধি ক্যানসেল (Ticket Cancel) হতে যেতে পারে। এবার এমনই কড়া নিয়ম জারি করতে চলেছে রেল (Indian Railways)।

Indian Railways Express Trains

১০ মিনিটের মধ্যে সিটে না বসলে বাতিল টিকিট!

রেলের নতুন নিয়মানুযায়ী (Indian Railways Rules) ,যে স্টেশন থেকে ট্রেনে ওঠার কথা সেখানে নির্দিষ্ট সময়ের ১০ মিনিটের মধ্যে নিজের আসনে যাত্রীদের পৌঁছে যেতে হবে। যদি না পৌঁছন তাহলে তাঁদের সমস্যা হতে পারে। কারণ নির্দিষ্ট বোর্ডিং পয়েন্টের পর ঠিক ১০ মিনিট টিকিট পরীক্ষক অপেক্ষা করবেন। এরপরেও যদি যাত্রী নিজের আসনে না পৌঁছন তাহলে আপনার আসনটিকে ‘আনঅকুপাইড’ বলে চিহ্নিত করে ফেলতে পারেন টিকিট পরীক্ষক।

আরও পড়ুনঃ নতুন বছরে পাল্টে যাচ্ছে সব মেট্রো স্টেশনের নিয়ম, বিপদে পড়ার আগে জেনে রাখুন

যাত্রীদের কী করতে হবে?

উদাহরণ হিসেবে বলা যায়, আগে দেখা যেত, কোনও যাত্রী হাওড়া অথবা শিয়ালদহ থেকে বোর্ডিং রিজার্ভ করেছেন। অথচ নিজের সুবিধা মতো ব্যান্ডেল কিংবা বরধ্মান স্টেশন থেকে ট্রেনে উঠছেন। কিন্তু রেলের জারি করা নতুন নিয়মের ফলে এই কাজ আর করা যাবে না। কারণ এবার থেকে যাত্রীদের বোর্ডিং রিজার্ভ করা স্টেশনে নির্দিষ্ট সময়ের ১০ মিনিটের মধ্যে পৌঁছে যেতে হবে। না পৌঁছতে পারলে হতে পারে সমস্যা।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে রেলে টিকিট বিক্রি করার জন্য কর্মী নিয়োগ! দেরি না করে এখুনি করুন আবেদন

কেন শুরু করা হল এই নতুন নিয়ম?

দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করার সময় বহু যাত্রী বোর্ডিং রিজার্ভ করা স্টেশন থেকে না উঠে পরবর্তী কোনও স্টেশন থেকে ওঠেন। যে কারণে কোন আসনে যাত্রী আছেন আর কোন আসন ফাঁকা তা চিহ্নিত করতে সমস্যার সম্মুখীন হতে হয় টিকিট পরীক্ষকদের। এই সমস্যা যাতে না হয় সেই জন্যই রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Comment