নোটের গায়ে কালি দিয়ে লেখা থাকলে সেটি অবৈধ? বড় ঘোষণা করলো RBI, এখুনি দেখুন

বর্তমান সময়ে ইউপিআই ব্যবহারের প্রবণতা বাড়লেও, অনেক মানুষ এখনও নগদ টাকায় লেনদেন করেন। তবে এই নগদ দিয়ে লেনদেন করার সময় বেশ কিছু সমস্যার সম্মুখীনও হতে হয়। বিশেষত ওই নোট (Indian Rupees) যদি পেনের কালি দিয়ে কিছু লেখা থাকে তাহলে অনেকে তা নিতে চান না। এমতাবস্থায় অনেকের মনেই প্রশ্ন জাগে, নোটের ওপর যদি পেনের কালি (Ink) দিয়ে লেখা থাকে তাহলে কি সেটি অবৈধ? এই বিষয়ে ভারতের সর্বোচ্চ ব্যাঙ্ক নিয়ামক সংস্থা আরবিআই (RBI) কী বলছে চলুন দেখে নেওয়া যাক।

নোটের ওপর কালি দিয়ে লেখা থাকলে সেটি কি বৈধ?

২০১৬ সালে নোটবন্দির পর ২০০০ টাকার নোটের পাশাপাশি নতুন ৫০০ এবং ১০০ টাকার নোট (Indian Note) বাজারে আনা হয়েছিল। সেই সঙ্গেই নতুন ১০ এবং ২০ টাকার নোটও পেয়েছিল দেশবাসী। তবে অনেকের অভিযোগ, নতুন ১০ ও ২০ টাকার নোটগুলির মান খুব একটা ভালো না। এগুলি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিংবা ছিঁড়ে যায়। আর যদি সেই নোটের (Indian Currency) ওপর কালি দিয়ে লেখা থাকে তাহলে তো কেউ সেটা নিতেও চান না। স্বাভাবিকভাবেই যাঁদের কাছে এই নোট থাকে তাঁরা তখন ভীষণ সমস্যায় পড়েন।

Indian Rupees written by ink on it

সম্প্রতি আবার সোশ্যাল মিডিয়ায় একটি খবর তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, নোটের ওপর পেনের কালি দিয়ে লেখা থাকলে সেগুলিকে অবৈধ ঘোষণা করেছে আরবিআই (RBI)। সেই সঙ্গে এও বলা হয়েছে, যদি কোনও নোটের (Indian Rupees) ওপর পেনের কালি দিয়ে লেখা থাকে তাহলে নাকি সেই নোটের লিগাল টেন্ডার চলে যায়। এই খবর ভাইরাল হওয়ার পর থেকে বেশিরভাগ মানুষ পেনের কালি দিয়ে লেখা নোট গ্রহণ করতে অস্বীকার করছেন।

আরও পড়ুনঃ OTP দিয়ে হবে না ব্যাঙ্কের লেনদেন! বদলে যাচ্ছে অনলাইন লেনদেনের নিয়ম? কড়া নির্দেশ দিল RBI

আরবিআই কী বলছে?

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হওয়ার পরেও অবশ্য ব্যাঙ্কে গিয়ে পেনের কালি দিয়ে লেখা নোট জমা করা যাচ্ছে। এবার এই নিয়ে বড় ঘোষণা করলো আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) তরফ থেকে জানানো হয়েছে, নোটের ওপর পেনের কালি দিয়ে লেখা থাকলেও সেটি বৈধ। এই ধরণের নোট ‘অবৈধ’ বলে ঘোষণা করেনি দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক নিয়ামক সংস্থা। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি ঝড় তুলেছে তা আদতে ভুয়ো। আরবিআই আরও জানিয়েছে, নোটের ওপর যদি পেনের কালি দিয়ে লেখা হয় তাহলেও সেটির লিগাল টেন্ডার নষ্ট হয়ে যায় না।

আরও পড়ুনঃ লোন শোধ করতে না পারলেও চিন্তা নেই! গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল RBI

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পর অনেকটাই স্বস্তি পেয়েছে দেশবাসী। তবে একথা ঠিক, নোটের ওপর যদি পেন কিংবা পেনসিল দিয়ে লেখা হয় তাহলে সেটি নষ্ট হয়ে যায়। নোট ক্ষয় হতে থাকে! তাই একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের এই ধরণের কাজ করা উচিত নয়। এছাড়া আপনার কাছে যদি ছেঁড়া নোট থাকে তাহলেও চিন্তা করবেন না। নিকটবর্তী কোনও ব্যাঙ্কে গিয়ে আপনি সেই নোট বদল করে নিতে পারেন।

Leave a Comment