মাত্র ১০ টাকায় অত্যাধুনিক চিকিৎসা দেবে কল্যাণী AIIMS! কবে থেকে মিলবে সুবিধা? জানুন বিস্তারিত

ভালো জায়গা থেকে চিকিৎসা করাতে গেলে দরকার হয় মোটা টাকা। সেই কারণে অনেকসময়ই দেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের মানুষরা উন্নত মানের চিকিৎসা থেকে বঞ্চিত থাকেন। তবে এবার মাত্র নামমাত্র খরচে এইমসের (Kalyani AIIMS) মতো অত্যাধুনিক প্রতিষ্ঠান থেকে চিকিৎসা করাতে পারবে সাধারণ মানুষ! লাগবে মাত্র ১০ টাকা!

এদেশের অন্যতম অত্যাধুনিক হাসপাতালগুলির মধ্যে একটি হল এইমস (All India Institute of Medical Sciences)। শীঘ্রই বাংলার বুকে কল্যাণীতে একটি এইমসের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে এটি চালু হওয়ার আগেই একাধিক বিতর্কে জড়িয়েছে। নদিয়া জেলার এই এইমস প্রায় ২০,০০০ বর্গমিটারেরও বেশি জায়গা জুড়ে অবস্থিত। ২০১৯ সাল থেকে কল্যাণী এইমসের (Kalyani AIIMS) ওপিডি চালু করা হয়েছে। ৩৪টি বিভাগ ও একটি মেডিক্যাল কলেজ সহ একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এটি। জানা যাচ্ছে, এখানে ৯৬০টি বেড থাকবে। মেডিক্যাল আসনের সংখ্যা হল ১২৫টি।

Hospital Beds

মাত্র ১০ টাকায় অত্যাধুনিক চিকিৎসা পাবে রাজ্যবাসী!

অনেকদিন ধরেই কল্যাণী এইমস (Kalyani AIIMS) নিয়ে একাধিক কানাঘুষো শোনা যাচ্ছে। এখানে অনেকেই ফ্রি-তে চিকিৎসা করাতে পারবেন বলে খবর। গোটা দেশের একাধিক নামী চিকিৎসক থাকবে এখানে। সেই সঙ্গেই অত্যাধুনিক নানান যন্ত্রপাতিও থাকবেন বলে জানা যাচ্ছে। এক কথায়, একই ছাদের তলায় বিশ্বমানের চিকিৎসা পেতে চলেছে পশ্চিমবঙ্গবাসী (West Bengal)!

আরও পড়ুনঃ ভোটের আগে বিরাট চমক, তিনটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর!

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কল্যাণী এইমসে চিকিৎসা করাতে গেলে প্রথমে ১০ টাকা দিয়ে একটি বুকলেট তৈরি করতে হবে। এর মেয়াদ থাকবে ১ বছর। মেয়াদ উত্তীর্ণ হওয়া অবধি আপনি একেবারে ফ্রি-তে অত্যাধুনিক মানের চিকিৎসার সুযোগ পাবেন।

কী কী সুবিধা পাওয়া যাবে বাংলার মানুষ?

জানা যাচ্ছে, আয়ুষ্মান কার্ড থাকলে কল্যাণী এইমসে আরও নানান বাড়তি সুবিধা পাওয়া যাবে। এখানে রোগীকে ভর্তি করার জন্য প্রথমে ৩৫০ টাকা দিতে হবে বলে জানা যাচ্ছে। এর মধ্যে জেনারেল বেডের ভাড়া হল ৩৫ টাকা। এর মধ্যেই রোগীর খাবারদাবারের ব্যবস্থাও থাকবে।

আরও পড়ুনঃ বিনামূল্যে চিকিৎসা, মিলবে ফ্রি-তে ওষুধ! স্বাস্থ্য সাথীকেও টেক্কা দেয় সরকারের এই নতুন প্রকল্প

এছাড়া সিকিউরিটি মানি হিসেবে জমা করতে হবে ২৫ টাকা। অর্থাৎ বেড ভাড়া এবং খাওয়াদাওয়া মিলিয়ে ১০ দিনের জন্য মোট ৩৫০ টাকা জমা করতে হবে। সেই সঙ্গে যদি ২৫ টাকা আরও দেন, তাহলেই পাবেন আধুনিকতম চিকিৎসা পরিষেবা। দেশের উদ্দেশে উৎসর্গ করে রবিবার এইমসের ৫টি হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও রেজ্যের তিনজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলে খবর।

Leave a Comment