নতুন বছরে পাল্টে যাচ্ছে সব মেট্রো স্টেশনের নিয়ম, বিপদে পড়ার আগে জেনে রাখুন

পশ্চিমবঙ্গের অগুনতি মানুষ মেট্রোয় (Kolkata Metro) যাতায়াত করেন। পড়ুয়া থেকে শুরু করে অফিস কর্মচারী- গণপরিবহন হিসেবে মেট্রো কমবেশি সকলের পছন্দের। রাস্তার ট্রাফিক জ্যাম এড়িয়ে খুব সহজেই মেট্রো (Metro Railway) করে নিজের গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। তবে এবার কলকাতা মেট্রোয় চালু হল নতুন নিয়ম!

বর্তমানে মেট্রোর (Kolkata Metro) উন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। একসঙ্গে একাধিক করিডোরের কাজ চলছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro) থেকে শুরু করে নিউ গড়িয়া-বিমানবন্দর, জোকা-তারাতলা রুটের সম্প্রসারণের কাজ চলছে। প্রত্যেকটি রুটের কাজ সম্পন্ন হলে যাত্রীদের ভীষণ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এসবের মাঝেই এবার চালু হল নতুন নিয়ম। কী সেই নিয়ম? জানতে হল সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Kolkata Metro Ticket Checking Gate

মেট্রোর নতুন নিয়ম! (New Metro Rules)

সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রোর সকল স্টেশনে QR Code যুক্ত কাগজের টিকিটের (QR Code Based Ticket) ব্যবহার শুরু হয়েছে। পরিবহণকারীরা মেট্রোর (Kolkata Metro) স্টেশন কাউন্টার থেকে এই পেপার বেসড QR Code যুক্ত টিকিট কেটে এই রুটে ভ্রমণ করতে পারবেন। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমসের তরফ থেকে টিকিটের এই নতুন পদ্ধতিটি তৈরি করা হয়েছে। এই নয়া পদ্ধতি খুব শীঘ্রই যাত্রীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ দারুণ সুখবর! কেন্দ্রীয় হারেই DA পাবে রাজ্য সরকারের কর্মীরা, এই দিন থেকে হবে চালু

কোন নিয়মে বদল এল? (Metro East West Corridor Upgradation)

QR Code যুক্ত এই টিকিটের ব্যবস্থা সফল করার জন্য ইস্ট-ওয়েস্ট করিডোরের বিভিন্ন স্টেশনের সকল AFC-PC গেট আপগ্রেডও করা হয়েছে। কয়েকদিন আগে শিয়ালদহ স্টেশনে পরিক্ষামূলকভাবে এই পদ্ধতি শুরু করা হয়েছিল। পর্যবেক্ষণ করে যাত্রীরা এই প্রক্রিয়ায় সাড়া দিয়েছিলেন। তাই এবার গ্রিন লাইনে এই নয়া পদ্ধতি কার্যকর করা হল।

জানা গিয়েছে, এই পরীক্ষামূলক ট্রায়াল যদি সফল হয় তাহলে আস্তে আস্তে টোকেন সিস্টেম অপসারণ করার পাশাপাশি সম্পূর্ণ ইস্ট-ওয়েস্ট করিডোর জুড়ে QR Code ভিত্তিক পেপার বেসড টিকিট ব্যবস্থা শুরু করা হবে। তবে মেট্রো রেল সূত্রে খবর, এখন পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু হলেও টিকিট কাউন্টার থেকে টোকেনও পাবেন যাত্রীরা।

আরও পড়ুনঃ ছবি পাল্টানো থেকে তথ্য সংশোধন, এখন বাড়ি বসেই করুন ভোটার কার্ড কারেকশন! দেখুন পদ্ধতি

নতুন নিয়মে বাড়বে যাত্রীদের সুবিধা!

QR Code ভিত্তিক টিকিট ব্যবস্থা যাতে সফলভাবে বাস্তবায়িত হতে পারে সেই জন্য মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীদের সহযোগিতা কামনা করা হচ্ছে। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, এই টিকিট ব্যবস্থা অনেকখানি সময় বাঁচাবে। যাত্রীদের ঝক্কিও কম হবে। এক কথায়, যাত্রী পরিষেবা উন্নত করার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করেছে মেট্রো কর্তৃপক্ষ। যদি এই পরীক্ষামূলক ট্রায়াল সফল হলে ভবিষ্যতে বাকি রুটেও এই পদ্ধতি চালু করা যাবে।

Leave a Comment