বইপ্রেমীদের জন্য সুখবর, বইমেলার জন্য বাড়ল মেট্রোর সংখ্যা! দেখে নিন প্রথম এবং শেষ ট্রেনের সময়

বইপ্রেমীদের কাছে বইমেলাটা (Kolkata Book Fair) কোনও উৎসবের চেয়ে কম নয়। আর মাত্র হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা শেষে আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের বইমেলা ২০২৪। গত কয়েক বছরের মতো চলতি বছরও মেলার ভেন্যু একই রয়েছে। করুণাময়ীর সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গনে আসর বসবে মেলার। সেই উপলক্ষ্যে বইমেলার কয়েকটা দিন বাড়ানো হচ্ছে মেট্রোর (Kolkata Metro) সংখ্যা।

গণপরিবহণ হিসেবে মেট্রো যে ভীষণ কার্যকর তা অস্বীকার করার কোনও উপায় নেই। কয়েক মিনিট অন্তর অন্তরই পাওয়া যায় মেট্রো (Kolkata Metro)। সেই সঙ্গেই নেই ট্রাফিকের ঝামেলা। তাই অধিকাংশ মানুষ যাতায়াতের জন্য মেট্রোই পছন্দ করেন। বইমেলা (Kolkata Book Fair 2024) উপলক্ষ্যে তাই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো।

বইমেলা উপলক্ষে বাড়ছে কলকাতা মেট্রো ট্রেনের সংখ্যা : Kolkata Metro Trains During Boi Mela 2024

বইমেলা উপলক্ষ্যে বাড়ছে Metro সংখ্যা!

সম্প্রতি কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফ থেকে ঘোষণা করা হয়েছে, বইমেলার কয়েকটা দিন ইস্ট-ওয়েস্ট রুটে (East West Metro) বেশি মেট্রো চলবে। এমনিতে এই রুটে সাধারণত ১০৬টি মেট্রো চলে। তবে বইমেলার (Kolkata Book Fair) জন্য সেই সংখ্যাটা বৃদ্ধি করে ১২০টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম এবং শেষ ট্রেন কখন ছাড়বে তা জানার জন্য এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

আরও পড়ুনঃ নতুন বছরে পাল্টে যাচ্ছে সব মেট্রো স্টেশনের নিয়ম, বিপদে পড়ার আগে জেনে রাখুন

প্রথম এবং শেষ ট্রেন কখন ছাড়বে? (Kolkata Metro Timing)

এমনিতে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের মেট্রো সকাল ৬:৫৫ মিনিট, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের মেট্রো হল ৭:০০টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো রাত ২১:৩৫ এবং সল্টলেক থেকে শেষ ট্রেন ২১:৪০। তবে জানা গিয়েছে, বইমেলার দিনগুলোয় সকাল ৬:৫৫ মিনিটেই ইস্ট-ওয়েস্ট রুটের প্রথম মেট্রো ছাড়বে, তবে শেষ মেট্রো থাকবে রাত ১০:০০টা অবধি। এর মধ্যে দুপুর ১৪:৫৫ মিনিট থেকে রাত ২১:১৯ অবধি প্রত্যেক ১২ মিনিট অন্তর মেট্রো চলবে। সেই সঙ্গে রবিবারও বাড়তি মেট্রোর ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ নতুন বছরে বদলে গেল পেনশনের নিয়ম! কী পরবর্তন হল? ঝটপট জেনে নিন

আগামী ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি অবধি রবিবারগুলোয় ৮০টি করে মেট্রো চালানো হবে। বেলা ১২:৫৫ মিনিট থেকে রাত ১০টা অবধি মেট্রো থাকবে। অন্যান্য দিনের মতো রবিবারও দুপুর ১৪:৫৫ মিনিট থেকে রাত ২১:১৯ অবধি প্রত্যেক ১২ মিনিট অন্তর মেট্রো চলবে। রবিবার বেলা ১২:৫৫ থেকে শিয়ালদহ থেকে প্রথম মেট্রো থাকবে। অপরদিকে সল্টলেক থেকে প্রথম মেট্রোর সময় হল দুপুর ১:০০টা। শিয়ালদহ থেকে শেষ মেট্রোর সময় হল ২১:৩৫, অপরদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ ট্রেন ছাড়বে ২১:৪০ মিনিটে।

Leave a Comment