মাত্র কয়েকদিনের অপেক্ষা, মার্চের এই তারিখ থেকে গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো! প্রকাশ্যে দিনক্ষণ

কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুকুটে শীঘ্রই জুড়তে চলেছে নয়া পালক। গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচল শুরু হওয়ার সঙ্গে তৈরি হবে ইতিহাস! তবে ইস্ট-ওয়েস্ট (East West Metro) ছাড়াও কলকাতা মেট্রোর আরও বেশ কয়েকটি রুট শুরু হওয়ার মুখে রয়েছে। তবে সাধারণ মানুষ ইস্ট-ওয়েস্ট মেট্রোর (Kolkata Metro Line 2) জন্য সবচেয়ে বেশি অপেক্ষায় রয়েছে। গঙ্গার (Ganges) নীচ দিয়ে মেট্রো চলাচল কবে থেকে শুরু হবে? জানার জন্য উদগ্রীব প্রত্যেকে।

এসবের মাঝেই ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে সামনে এল বড় খবর। যা শোনার পর আপনার মন ভালো হয়ে যেতে পারে। বিশেষত আপনি যদি মেট্রোয় (Metro Rail) যাতায়াত করেন কিংবা যাতায়াত করতে পছন্দ করেন তাহলে আপনার সুবিধা আরও বাড়তে চলেছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro) অর্থাৎ গঙ্গার নীচ দিয়ে মেট্রো, নিউ গড়িয়া-রুবি রুট ও তারাতলা ছাড়িয়ে ১.২ কিমি মাঝেরহাট সম্প্রসারণ সহ আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শহর নতুন তিনটি মেট্রো লাইন পেতে পারে বলে জানা যাচ্ছে।

Metro reaches Howrah Maidan through the tunnel under the Ganges

গঙ্গার নীচে মেট্রো কবে থেকে শুরু হবে?

জানা যাচ্ছে, তিনটি করিডোর বাস্তবায়নকারী এজেন্সিগুলিকে আগামী ৬ মার্চ কমিশনের জন্য তৈরি থাকতে বলা হয়েছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ইস্ট-ওয়েস্ট মেট্রো (Kolkata Metro Line 2) রুটের এসপ্ল্যানেড স্টেশন, যা কিনা গ্রিন লাইন নামেও জনপ্রিয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) উদ্বোধন করতে চলেছেন। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি হুগলি নদীর নীচে ৫২০ মিটার টানেল দিয়ে যেতে পারেন তিনি।

আরও পড়ুনঃ বাতিল হয়নি আধার কার্ড! শুধু করতে হবে এই ছোট্ট কাজ, দুশ্চিন্তা দূর করতে ঘোষণা করল UIDAI

নদীর নীচ দিয়ে তৈরি এই করিডর তৈরি হয়ে গেলে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাতায়াতের সময় অনেকটা কমে যাবে। সেই সঙ্গেই উত্তর-দক্ষিণ মেট্রো রুটের (Metro Route) সঙ্গেও কানেকশন তৈরি হবে। ফলে সমগ্র যাতায়াতের সময় অনেকখানি হ্রাস পাবে।

নতুন রুট চালু হবে প্রচুর সুবিধা হবে আমজনতার!

অন্যদিকে আবার ইস্ট-ওয়েস্ট মেট্রো তথা সেক্টর ফাইভ ও শিয়ালদহ রুট আংশিকভাবে চালু আছে। বউবাজার এলাকায় শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটের কাজ বাকি আছে। সেখানে মেট্রো রুটের নির্মাণকাজ বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে ২.৫ কিমি দীর্ঘ এই রুট আপাতত বাদ দেওয়া হচ্ছে।

আরও  পড়ুনঃ রাজ্যে বেকার থাকবে না কেউ! সব জেলায় বিগ বাজার তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

এদিকে আবার উত্তর-দক্ষিণ মেট্রো নিউ গড়িয়া টার্মিনাসে নিউ গড়িয়া-রুবি লাইনের সঙ্গে যোগ হবে। এছাড়া তারাতলা থেকে মাঝেরহাট অবধি সম্প্রসারণের কথা ভুলে গেলে চলবে না। পার্পল লাইনের এই অংশ বেশ গুরুত্বপূর্ণ। মাঝেরহাট মেট্রো স্টেশন পূর্ব রেলের শহরতলির স্টেশনের ভেতর যুক্ত আছে। তা লোকাল ট্রেনে যে সকল যাত্রী যাতায়াত করেন তাঁরা চাইলে অতি সহজেই মাঝেরহাট থেকে জোকা অবধি মেট্রোর সুবিধা পাবেন।

Leave a Comment