অর্ধেক মাস বন্ধ ব্যাঙ্ক! বিপদে পড়ার আগে দেখে নিন ব্যাঙ্ক ছুটির তালিকা

বর্তমান সময়ে দাঁড়িয়ে ছোট থেকে বড় সমস্ত ধরণের কাজের জন্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) প্রয়োজন হয়। এদিকে ব্যাঙ্ক যদি কোনো কারণে বন্ধ তখন কাজের ক্ষেত্রে অসুবিধা তৈরী হয়। তাই মাসের কবে কবে বন্ধ সেটা আগে থেকেই জেনে রাখা অতন্ত্য গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি মাসে কতদিন বন্ধ ব্যাঙ্ক? চলুন জেনে নেওয়া যাক ব্যাঙ্ক ছুটির তালিকা (Bank Holiday List)।

February Month Bank Holiday List

প্রতিরবিবার ছাড়াও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। আর এবছর ফেব্রুয়ারি মাসের ২৯ দিনের মধ্যে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আর খোলা থাকবে ১৮ দিন। এবার দেখে নিন ব্যাঙ্কের ছুটির তালিকা (Bank Holidays)।

State Bank Holiday List for February 2024

এমাসের প্রথম ছুটি ৪ই ফেব্রুয়ারি রবিবার। এরপর ১০ ও ১১ই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। তারপর ১৪ই ফেব্রুয়ারি স্বরস্বতী পুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। অবশ্য পশ্চিমবঙ্গ ছাড়া ত্রিপুরা ও ওড়িশাতেও এদিন ছুটি থাকবে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের মাথায় হাত! আবার বাড়লো গ্যাসের দাম, LPG সিলিন্ডার কিনতে খসবে কত?

১৫ই ফেব্রুয়ারি মণিপুরে লুই-এনগাই-নি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। তারপর ১৮ই ফেব্রুয়ারি রবিবার হওয়ায় ছুটি। আর ১৯শে ফেব্রুয়ারি মহারাষ্ট্রের সমস্ত ব্যাঙ্ক ছত্রপতি শিবাজী জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে।

২০ই ফেব্রুয়ারি মিজোরাম ও অরুণাচল প্রদেশে রাজ্য দিবস উপলক্ষে সমস্ত এবং বন্ধ থাকবে। এরপর ২৪তারিখ মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ। পরের দিন ২৫ তারিখ রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ হবে।

আরও পড়ুনঃ সিভিক ভলেন্টিয়াররাও পাবে পুলিশের মর্যাদা? বড় ঘোষণা রাজ্য সরকারের

এই ছিল ফেব্রুয়ারি মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা। অবশ্য এরপরেই মার্চ মাসে হোলি / দোল উপলক্ষে ছুটি পাওয়া যাবে। তবে এই তালিকা অনুযায়ী কাজ গুছিয়ে রাখলে সাধারণ মানুষের সুবিধা হবে।

Leave a Comment