ট্রেনের ভেতর এই কাজ করলে কড়া পদক্ষেপ নেবে রেল! সমস্যায় পড়ার আগে বিশদে জেনে নিন

লোকাল ট্রেনে উঠলেই নানান রকমের বিজ্ঞাপন (Local Train Advertisement) চোখে পড়ে। জানালা, দরজার চারপাশে সাঁটানো থাকে নানান ধরণের লিফলেট। এর মধ্যে কোথাও লেখা থাকে নেশা ছাড়ানোর উপায়, কোথাও আবার বশীকরণ, মাদুলি এসবের কথা। বাদ যায় না ‘বন্ধুত্ব পাতানো’র বিজ্ঞাপনও। সব মিলিয়ে, বিজ্ঞাপনে ছয়লাপ থাকে লোকাল ট্রেনের কামরা।

তবে এবার এইসকল বিজ্ঞাপনের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)। যে বা যারা ট্রেনের কামরায় এই ধরণের বিজ্ঞাপন (Local Train Advertisement) দেন তাঁদের বিরুদ্ধে রেলের তরফ থেকে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। সম্প্রতি পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। কী বলা হয়েছে সেখানে? চলুন দেখে নেওয়া যাক।

Local train in India

ট্রেনের ভেতর বিজ্ঞাপন দেওয়া বন্ধ!

লোকাল ট্রেনের কামরায় যে সকল ‘কুরুচিকর’ বিজ্ঞাপন (Local Train Advertisement) সাঁটানো হয় সেগুলি যাত্রীরা একেবারে পছন করছেন না। এছাড়া এগুলি রেলওয়ে আইনবিরোধী। সেই কারণে এবার কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)। এবার থেকে যদি ট্রেনের কামরার (Local Train) ভেতর এই ধরণের বিজ্ঞাপন লাগানো হয় তাহলে রেলের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ ১০ মিনিটে এই কাজ না করলে কনফার্ম টিকিটও বাতিল! ট্রেনে চড়ার আগে জেনে নিন রেলের নতুন নিয়ম

যাত্রীদের কী করতে হবে?

এই প্রসঙ্গে যাত্রীদের কাছে রেলের তরফ থেকে একটি অনুরোধ করা হয়েছে। কোনও যাত্রী যদি ট্রেনের কামরায় (Local Train) এই ধরণের বিজ্ঞাপন দেখতে পান কিংবা কেউ এই ধরণের বিজ্ঞাপন সাঁটাচ্ছেন তা দেখতে পান তাহলে আরপিএফকে (RPF) খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে। এরপর রেল যথাযথ পদক্ষেপ নেবে।

যাত্রীরা কী বলছেন?

তবে সাধারণ যাত্রীদের কথায়, রেলওয়ে প্ল্যাটফর্মের শৌচাগারেও এমন ধরণের লিফলেট সাঁটানো থাকে। সেই সকল লিফলেট অনেক সময় ট্রেনের কামরাতেও চলে আসে। তবে কে বা কারা এই ধরণের বিজ্ঞাপন সাঁটাচ্ছেন তা বোঝা যায় না। সেই কারণেই পদক্ষেপ নেওয়াটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। অনুমান করা হয়, রাতে যখন ট্রেন দাঁড়িয়ে থাকে তখন এই ধরণের বিজ্ঞাপনগুলি ট্রেনের কামরায় লাগানো হয়।

আরও পড়ুনঃ চাকরি পাবে হাজার হাজার ছেলেমেয়ে! কবে পরীক্ষা, ভ্যাকেন্সি কত? জানিয়ে দিল ভারতীয় রেল

এখন যদিও এই প্রবণতা আগের চেয়ে অনেকটাই কমেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এখনও তা রয়ে গিয়েছে। বর্তমানে অধিকাংশ ট্রেনই বাণিজ্যিক বিজ্ঞাপনে মুড়ে দেওয়া হয়েছে। ট্রেনের ভেতর ডিসপ্লে বোর্ডেও অ্যাড চলতে থাকে। সেই সঙ্গেই চোখে পড়ে নানান রকম পোস্টার। সেই জন্যই এবার এই ধরণের বিজ্ঞাপনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন বেশ কিছু বিজ্ঞাপন রয়েছে যা ট্রেনে থাকা বাঞ্ছনীয় নয়। সেই ধরণের বিজ্ঞাপনের বিরুদ্ধেই কড়া পদক্ষপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

Leave a Comment