মধ্যবিত্তের মাথায় হাত! আবার বাড়লো গ্যাসের দাম, LPG সিলিন্ডার কিনতে খসবে কত?

বর্তমানে দেশের প্রায় প্রত্যেকটি বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডারে (LPG Gas Cylinder) রান্না হয়। শহরের গণ্ডি পেরিয়ে এখন গ্রামে গঞ্জেও পৌঁছে গিয়েছে এলপিজি কানেকশন। তবে এখন গ্যাস সিলিন্ডারের দাম (LPG Price Hike) যেভাবে দিন দিন বাড়ছে তাতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। এসবের মাঝেই ফের দাম বাড়লো LPG গ্যাস সিলিন্ডারের।

গত মাস খানেক ধরে LPG গ্যাসের দাম (LPG Gas Price) কমার নানান গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ আবার ভেবেছিলেন, সরকারের তরফ থেকে ভর্তুকির টাকা হয়তো বাড়িয়ে দেওয়া হবে। সেই বিষয়ে এখনও কোনও পাকা খবর না এলেও, এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম ফের বাড়িয়ে দিল সরকার। যে কারণে ফের পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তের।

New Type of LPG Cylinder coming Soon

LPG সিলিন্ডারের দাম বাড়ালো সরকার (LPG Price Hike)

CNBC-TV18-এর রিপোর্ট অনুযায়ী, অয়েল মার্কেটিং সংস্থা তথা OMC-এর তরফ থেকে ১ ফেব্রুয়ারি ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Commercial Gas Cylinder) দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই নতুন মূল্য লাগু করা হয়েছে। কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের মূল্য ১৪ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। যে কারণে এখন একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৫৫.৫০ টাকা থেকে বেড়ে ১৭৬৯.৫০ টাকা হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ পেনশন গ্র্যাচুইটি সব গেল! কেন্দ্রের নতুন নিয়মে মাথায় হাত সরকারি কর্মচারীদের

রান্নার গ্যাসের দাম কত বাড়লো?

বাণিজ্যিক সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা শোনার পর রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) কত বাড়লো এখন নিশ্চয়ই সেটা ভাবছেন? তাহলে বলে রাখি, রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ আগে যে টাকায় রান্নার গ্যাস কিনছিলেন, এখনও সেই দামেই পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ টাকা পাঠানোর ২ মিনিটের মধ্যে চলে আসবে রিফান্ড! UPI পেমেন্টের নতুন নিয়মে ভীষণ খুশি গ্রাহকরা

তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ার কারণেও কিন্তু সাধারণ মানুষের পকেটে টান পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ এর জেরে হোটেল-রেস্তোরাঁর খাবারের দাম বাড়িয়ে দেওয়া হতে পারে। ফলে সেখানে খেতে গেলে বেশি টাকা গুনতে হতে পারে। কিন্তু এর প্রভাব বাড়ির হেঁসেলে কিন্তু পড়বে না।

Leave a Comment