আবারও কমল গ্যাসের দাম! কবে থেকে পাবেন সস্তায়? গ্যাস বুক করার আগে জেনে নিন

রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price) নিয়ে কমবেশি প্রত্যেক মানুষই চিন্তায় থাকেন। কারণ রান্নার গ্যাসের দাম বেড়ে গেলে সংসারের বাজেট গণ্ডগোল হয়ে যায়। যে কারণে সমস্যার সম্মুখীন হতে হয় অনেককে। এবার এই রান্নার গ্যাসের দাম নিয়েই বড় ঘোষণা করা হল। এক ধাক্কায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমতে পারে! সম্প্রতি এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

লোকসভা নির্বাচনে খুব বেশি দেরি নেই সেকথা কমবেশি সকলেই জানেন। ভোটের আবহে সাধারণ মানুষের কথা ভেবে রান্নার গ্যাসের (LPG Cylinder) দাম কমানো হতে পারে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে কবে থেকে লাগু হবে নতুন দাম (LPG Cylinder Price)? এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা : Big Announcement over LPG Gas Price in West Bengal

Indane, Bharat, HP LPG Gas Cylinder Price

গত বছর আগস্ট মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) ২০০ টাকা কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। যে কারণে উপকৃত হয়েছিল দেশের অগুনতি পরিবার। এরপর থেকে গ্যাসের দামে আর কোনও বদল আসেনি। ৯০০ টাকার আশেপাশেই রয়েছে সেই মূল্য। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, নির্বাচনের জন্য ফের কেন্দ্রের (Central Government) তরফ থেকে গ্যাসের দাম ২০০ টাকা কমানো হবে।

গ্যাসের দাম নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী? (CM on LPG Gas Price)

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন আসছে সেই কারণে গ্যাসের দাম ২০০ টাকা মতো কমানো হবে। ভোট হয়ে গেলেই ফের তা বাড়িয়ে দেওয়া হবে। এর আগে গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়ে ১১০০ টাকা হয়ে গিয়েছিল। নির্বাচনের কথা চিন্তা করে সেই সময় ২০০ টাকা কমানো হয়। এখন ফের ২০০ টাকা কমানো হবে। নির্বাচন মিটে গেলেই ফের বাড়িয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ নতুন বিপদ! ফেব্রুয়ারিতে করতেই হবে এই কাজ, না হলেই তালা পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে!

মুখ্যমন্ত্রীর কথায়, গ্যাস কিন্তু গ্যাস বেলুন হয়ে যায়! চুলোয় রান্না করবেন ভাবলে কেরোসিন কোথায় পাবেন? কেরোসিনের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। ফের আপনাদের ঘুঁটে, কাঠকয়লা বানিয়ে তা দিয়ে রান্না করতে হবে। অর্থাৎ কেন্দ্রের প্রতি তোপ দেগেই সম্প্রতি গ্যাসের দাম কমানো নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এখন প্রশ্ন জাগতেই পারে, বর্তমানে গ্যাস কিনতে কত টাকা লাগছে? সম্প্রতি এই নিয়ে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক নতুন দাম।

১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম (19 KG LPG Cylinder Price)

দেশের কোন রাজ্যে ১৯ কেজি (ভর্তুকিবিহীন) এলপিজি সিলিন্ডারের দাম কত তা নিম্নে তুলে ধরা হল।

শহর গ্যাসের দাম
দিল্লি ১৭৬৯ টাকা
মুম্বই ১৭২৩.৫ টাকা
কলকাতা ১৮৮৭ টাকা
চেন্নাই ১৯৩৭ টাকা

 

আরও পড়ুনঃ শিশুরাই ভবিষ্যৎ, তাদের স্বাস্থ্যের দায়িত্ব নেবে সরকার! বড় ঘোষণা মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম (14 KG LPG Cylinder Price)

বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি ঘরোয়া গ্যাসের দামও প্রকাশ করেছে ইন্ডিয়ান অয়েল (Indian Oil)। এক্ষেত্রে বলে রাখি, উজ্জ্বলা যোজনার গ্রাহকরা সব শহরেই নির্ধারিত মূল্যের থেকে ৩০০ টাকা কমে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন।

শহর ভর্তুকিবিহীন গ্যাসের দাম উজ্জ্বলা যোজনার গ্যাসের দাম
দিল্লি ৯০৩ টাকা ৬০৩ টাকা
মুম্বই ৯০২.৫ টাকা ৬০২.৫ টাকা
কলকাতা ৯২৯ টাকা ৬২৯ টাকা
চেন্নাই ৯১৮.৫ টাকা ৬১৮.৫ টাকা

 

সব মিলিয়ে বলা যায়, রান্নার গ্যাস দাম নিয়ে দেশের অধিকাংশ পরিবারই চিন্তায় থাকে। দাম বাড়লে যেমন মাথায় হাত দেওয়ার জোগাড় হয়, তেমনই দাম কমলে সুরাহা হয় আমজনতার। আগামীদিনে যদি রান্নার গ্যাসের দাম কমানো হয় তাহলে সাধারণ মানুষের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment