আবারও বাড়তে চলেছে রান্নার গ্যাসের খরচ! বায়োমেট্রিকের পর শুরু হল সিলিন্ডার বদল

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, রান্নার গ্যাসের ক্ষেত্রে কম্পোজিট গ্যাস সিলিন্ডারের (LPG Composite Cylinder) ব্যবহার বাধ্যতামূলক করা। পুরনো লোহার সিলিন্ডার (LPG Cylinder) খুব শীঘ্রই নাকি বাজার থেকে তুলে নেওয়া হবে। সেই সঙ্গেই শোনা যাচ্ছে, কম্পোজিট সিলিন্ডার কিনতে গ্রাহকদের টাকা দিতে হবে। ফলে স্বাভাবিকভাবেই খরচের কথা শুনে অনেকেই বেশ চিন্তায় পড়ে গিয়েছেন।

বর্তমানে  দেশের অধিকাংশ বাড়িতে এলপিজি গ্যাসে (LPG Gas) রান্না হয়। তবে গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে! তবে গত বছর কেন্দ্রের (Central Government) তরফ থেকে গ্যাসের মূল্য ২০০ টাকা মতো কমানোয় কিছুটা স্বস্তি পেয়েছিলেন মধ্যবিত্তরা। তবে এবার শোনা যাচ্ছে, কম্পোজিট সিলিন্ডার (LPG Composite Cylinder) কিনতে বেশ অনেকটা টাকা খরচ হবে তাঁদের। সেই অঙ্কটা কত? চলুন বিশদে জেনে নেওয়া যাক।

New Type of LPG Cylinder coming Soon

New LPG Composite Cylinder

বর্তমানে যে গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) ব্যবহৃত হয় সেগুলি লোহার তৈরি। তবে কেন্দ্রের (Central Government) তরফ থেকে জানানো হয়েছে, এগুলি ব্যবহার করার বেশ কিছু অসুবিধা রয়েছে। এমনকি এই লোহার সিলিন্ডার ফেটে বড় রকমের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও হাকে। সেই জন্য নাকি বাজারে কম্পোজিট সিলিন্ডার (LPG Composite Cylinder) আনার কথা ভাবা হচ্ছে। ফাইবার দিয়ে তৈরি এই সিলিন্ডার যেমন ওজনে হালকা, তেমনই এর ব্যবহারের একাধিক সুবিধাও রয়েছে। তবে শোনা যাচ্ছে, এগুলি কিনতে গেলে প্রায় ৮০০ টাকা দিতে হবে গ্রাহকদের!

আরও পড়ুনঃ আধার কার্ড আর জন্মের প্রমাণ পত্র নয়! EPFO এর ঘোষণায় চিন্তায় লক্ষাধিক কর্মী, দেখুন সমাধান

এলপিজি কম্পোজিট সিলিন্ডারের সুবিধা (Benefits of using LPG Composite Cylinder)

ফাইবারের তৈরি এলপিজি কম্পোজিট সিলিন্ডার (LPG Composite Cylinder) ব্যবহারের একাধিক সুবিধা রয়েছে। কী সেই সুবিধা? চলুন দেখে নেওয়া যাক।

  1. লোহার তৈরি সিলিন্ডারগুলি বেশ ভারী হওয়ায় এগুলি বহন করা বেশ কঠিন। তবে কম্পোজিট সিলিন্ডার যেহেতু ফাইবারের তৈরি তাই এগুলি বেশ হালকা হয়। তাই বহন করা বেশ সহজ।
  2. লোহার সিলিন্ডারের ভেতর কতখানি গ্যাস আছে তা বাইরে থেকে দেখা যায় না। সেই কারণে অনেকসময় ভেতরে গ্যাস থাকা সত্ত্বেও গ্রাহকরা তা খালি ভেবে বাতিল করে দেন। তবে কম্পোজিট সিলিন্ডারের ক্ষেত্রে বাইরে থেকে দেখেই বোঝা যাবে ভেতরে কতটা গ্যাস রয়েছে। ফলে গ্যাস নষ্ট হওয়ার সম্ভাবনা আগের চেয়ে কমবে।
  3. বিশেষজ্ঞদের কথায়, লোহার সিলিন্ডারে প্রাণহানির ঝুঁকি বেশি। কোনও কারণে যদি লোহার সিলিন্ডার ফেটে যায় তাহলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তবে কম্পোজিট সিলিন্ডারে সেই সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।
  4. মরচে ধরার ফলে লোহার সিলিন্ডারগুলি আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যায়। তাই মেঝেতে কোথাও রাখলে একটা লাল দাগ দেখতে পাওয়া যায়। এছাড়া লোহার সিলিন্ডার কমজোর হয়ে গেলে অনেক সময় ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। কিন্তু ফাইবার দিয়ে তৈরি হওয়ায় কম্পোজিট সিলিন্ডারের ক্ষেত্রে এই ধরণের কোনো ঝুঁকি নেই।

আরও পড়ুনঃ আর পাওয়া যাবে না ফ্রি রেশন? কেন্দ্র টাকা বন্ধ করতেই বিস্ফোরক পশ্চিমবঙ্গ সরকার

সিলিন্ডার কিনতে কত টাকা লাগবে?

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, যে সকল গ্রাহকরা কম্পোজিট সিলিন্ডার কিনতে চান তাঁদের একটি ডিপোজিট চার্জ দিতে হবে। এখন সেই চার্জ হল ৩০০০ টাকা। তবে বর্তমানে যে লোহার সিলিন্ডার আপনি ব্যবহার করেন সেটি কেনার সময় সরকারকে ২২০০ টাকা দিতে হয়েছে। সেই হিসেবে কম্পোজিট সিলিন্ডার কিনতে গেলে ৮০০ টাকা দিলেই হয়ে যাবে। প্রসঙ্গত, কম্পোজিট সিলিন্ডার ব্যবহার এখনও সরকারের তরফ থেকে বাধ্যতামূলক করা হয়নি। আগামীদিনে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার।

Leave a Comment