LPG গ্যাস ও আধার লিঙ্ক না হলে গ্যাস পাবেন? বায়োমেট্রিক আপডেট নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

LPG গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক (LPG Gas Biometric) করানোর শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর ২০২৩। সেই দিন পেরিয়ে যাওয়ার পর অনেকেই বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। তবে বছরের শুরুতেই তাঁদের জন্য চলে এল সুখবর। কারণ LPG কানেকশনের (LPG Gas) সঙ্গে বায়োমেট্রিক আপডেট করার সময়সীমা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার।

LPG কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করানোর শেষ তারিখ যত ঘনিয়ে আসছিল ততই গ্যাস অফিসগুলিতে বাড়ছিল গ্রাহকদের ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে এই কাজ করাতে হয়েছে অনেককে। তবে এবার আর তাড়াহুড়ো করার দরকার নেই। কারণ সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে অনেকটাই সময় বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)।

LPG Link with Aadhar

LPG Gas Aadhar Link Update

৩১ ডিসেম্বরের মধ্যে গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক (Aadhaar Card Link) করানোর বিষয়টি প্রধানত উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য বাধ্যতামূলক ছিল। তবে এবার সেই সময়সীমা ৩১ মার্চ ২০২৪ অবধি বৃদ্ধি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। তবে বলে রাখি, যে সকল গ্রাহকরা রান্নার গ্যাস সিলিন্ডারে সাবসিডি তথা ভর্তুকি পান তাঁদের এই লিঙ্ক করানো বাধ্যতামূলক। যারা ভর্তুকি ছেড়ে দিয়েছেন তাঁদের জন্য এই প্রক্রিয়া বাধ্যতামূলক নয়।

লিঙ্ক না করালে বন্ধ হয়ে যাবে ভর্তুকি? (LPG Gas Subsidy)

উজ্জ্বল যোজনার আওতায় যারা গ্যাস পান তাঁদের এই বায়োমেট্রিক সংযোগের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে করতে বলা হয়েছে। গ্যাস ডিলারদের কাছেও সরকারের তরফ থেকে এমন নির্দেশ এসেছে বলে খবর। তবে উজ্জ্বলা যোজনা ছাড়াও যে সকল গ্রাহকরা ভর্তুকি পান তাঁদেরও আগামী ৩১ মার্চের মধ্যে গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে ফেলতে হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক না পোস্ট অফিস? ১ লাখ টাকা বিনিয়োগে কোথায় সুদ বেশি? ক্যালকুলেশন সহ নিজেই দেখে নিন

সরকারের তরফ থেকে এমন নির্দেশ আসার পর রাষ্ট্রীয় তেল কোম্পানির তরফ থেকেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করানোর এই প্রক্রিয়া সম্পূর্ণ ফ্রি-তে হচ্ছে। কোনও গ্যাস ডিলার গ্রাহকদের নব কিংবা পাইপ কেনার জন্য বাধ্য করতে পারবেন না। তবে গ্যাসের পাইপ ৫ বছরের অধিক হয়ে গেলে তা গ্রাহকের সুরক্ষার খাতিরেই বদলে ফেলা উচিত বলে জানিয়েছে সংস্থাগুলি।

গ্যাস কানেকশনের সঙ্গে আধার সংযোগ কীভাবে করতে হবে? (How to link LPG and Aadhar?)

এই কাজের জন্য এখন গ্যাস ডিলারের অফিসে না ছুটলেও হবে। সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে করা যাবে। এছাড়া গ্যাস ডেলিভারি ম্যানরা গ্রাহকের বাড়ি গিয়েও এই কাজ করে দিতে পারেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি হওয়া নির্দেশিকা থেকেই জানা গিয়েছে একথা। তবে এর জন্য যথাযথ পরিকাঠামো এবং প্রশিক্ষণ দরকার। সেই ব্যবস্থা শীঘ্রই গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ মোটা টাকা আয় হবে সিনিয়র সিটিজেনদের, এই স্কিমে বিনিয়োগ করলে লক্ষ্মীলাভ গ্যারান্টি! 

এছাড়া বাড়ি বসে স্রেফ একটি অ্যাপের মাধ্যমে গ্যাস কানেকশনের সঙ্গে আধার সংযোগের সুবিধা নিয়ে এসেছে LPG গ্যাস সরবরাহকারী সংস্থা Indane। এছাড়া Mylpg অ্যাপে গিয়ে যে কোনও সংস্থার গ্রাহকরা অনলাইনে এই কাজ করে ফেলতে পারেন।

Leave a Comment