আবারও LPG গ্যাস ডেলিভারির নিয়ম বদল! কী করতে হবে? সমস্যায় পড়ার আগে জেনে নিন

রান্নার গ্যাস ডেলিভারির (LPG Gas Delivery) নিয়ম বদল। আর আগের মতো সহজ উপায়ে গ্যাস পাবেন না গ্রাহকরা। ইন্ডিয়ান, ভারত থেকে এইচপি সমস্ত গ্যাসের কোম্পানিকেই মানতে হবে নিয়ম। সম্প্রতি কেন্দ্রের (Central Government) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। বলা হয়েছে, খুব শীঘ্রই গোটা দেশে চালু হবে এই নতুন নিয়ম (New Rule)। যে কারণে গ্রাহকদের দূরত্ব অনুযায়ী ডেলিভারি চার্জ গুনতে হবে। যদিও সবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। কাদের দিতে হবে ডেলিভারি চার্জ? কত টাকাই বা গুনতে হবে? এসব কিছু বিশদে জানতে এই প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

এখন দেশের বেশিরভাগ বাড়িতেই LPG গ্যাসে (Liquefied Petroleum Gas) রান্না করা হয়। আপনিও যদি একজন গ্যাস উপভোক্তা হয়ে থাকেন তাহলে আজকের খবরটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। কাদের ডেলিভারি চার্জ (LPG Gas Delivery Charge) দিতে হবে এবং কাদের নয়, এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে কী বলা হয়েছে তা জেনে নিন। সম্প্রতি ভোক্তা সংস্থা এবং আবাসিক সমিতির প্রতিনিধিরা কেন্দ্রের কাছে অভিযোগ করেছিলেন, গ্যাসের জন্য চার্জ নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ওজনের তুলনায় সিলিন্ডারে কম গ্যাস থাকছে।

এলপিজি গ্যাস সাবসিডি : LPG Gas Subsidy

গ্যাস ডেলিভারির নিয়মে কী বদল করা হল? (LPG Gas Cylinder Delivery New Rule)

এহেন অভিযোগ আসার পর কেন্দ্রের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হয় এবং সমাধান দেওয়া হয়। গতবছর সংসদের একটি অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রী জি আর অনিল গ্যাস ডেলিভারি (LPG Gas Delivery) প্রসঙ্গে একটি নতুন নিয়ম চালু করেন। তিনি বলেন, যে সকল গ্রাহক LPG গ্যাস এজেন্সির অফিস থেকে ৫ কিলোমিটারের মধ্যে বসবাস করেন এরপর থেকে তাঁদের আর কোনও ডেলিভারি চার্জ দিতে হবে না। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু জায়গা থেকে গ্রাহকদের অভিযোগ আসে, তাঁদের থেকে গ্যাস ডেলিভারির চার্জ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ মাথায় হাত গ্রাহকদের, ৪ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI! আপনার অ্যাকাউন্ট নেই তো?

কেরলের কোঝিকোড়ে যেমন একটি ঘটনা ঘটেছিল। তবে সেখানকার কালেক্টর কড়া নিয়ম চালু করে বলেন, গ্যাস এজেন্সির ৫ কিলোমিটারের মধ্যে থাকা কোনও গ্রাহকের কাছ থেকে ডেলিভারি চার্জ নেওয়া যাবে না। এরপরেও যদি কোনও এজেন্সি ডেলিভারি চার্জ দাবি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, এরপর থেকে কোন দূরত্বে কত টাকা দিতে হবে গ্রাহকদের।

গ্রাহকদের কত টাকা দিতে হবে?

কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে এজেন্সির ৫ কিলোমিটারের মধ্যে থাকা গ্রাহকদের কোনও ডেলিভারি চার্জ দিতে হবে না। তবে ৫-১০ কিলোমিটার দূরত্বে থাকা গ্রাহকদের ২০ টাকা, ১০-১৫ কিলোমিটার দূরত্বে থাকা গ্রাহকদের ৩৫ টাকা, ১৫-২০ কিলোমিটারের জন্য ৪৫ এবং ২০ কিলোমিটারের বেশি দূরত্বে থাকলে গ্রাহকদের ৬০ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। এর থেকে বেশি কাউকে এক টাকাও দিতে হবে না।

আরও পড়ুনঃ দারুণ সুখবর! এক ধাক্কায় প্রায় ডাবল বোনাস ঘোষণা মুখ্য়মন্তীর, খুশিতে আত্মহারা সিভিক ভলিন্টিয়াররা

নতুন নিয়ম না মানলে কী হবে?

এখন প্রশ্ন উঠতেই পারে, কেন্দ্রের এই নয়া নিয়ম যদি না মানা হয় তাহলে কি হবে? এবার থেকে যদি কোনও LPG গ্যাস সংস্থা অথবা ডেলিভারি বয় এই নিয়ম না মানে তাহলে তাঁর বিরুদ্ধে তালুক সাপ্লাই অফিসারের কাছে গিয়ে অভিযোগ করতে পারবেন গ্রাহকরা। শুধু তাই নয়, যদি কোনও গ্রাহক গ্যাসের ওজন নিয়ে অভিযোগ করেন তাহলে সঙ্গে সঙ্গে ডেলিভারি বয়দের তা ওজন করে দেখিয়ে দিতে হবে।

Leave a Comment