পশ্চিমবঙ্গে মাত্র ৪৫০ টাকায় পাবেন LPG সিলিন্ডার! নববর্ষে সুখবর পেতেই খুশি আম জনতা

গ্রাম হোক বা শহর- বর্তমানে প্রায় সর্বত্রই গ্যাস সিলিন্ডারে (LPG Gas Cylinder) রান্না হয়। এখন এমন মানুষ খুঁজে পাওয়া দায় যার বাড়িতে LPG গ্যাস (LPG Gas) নেই। উনুন কিংবা স্টোভে রান্না করার এখন অধিকাংশ মানুষই ছেড়ে দিয়েছেন। তবে একথা ঠিক, গ্যাস সিলিন্ডারের মূল্যের কারণে অনেকের কিনতে বেশ অসুবিধা হয়। সাধারণ মানুষের মুখ চেয়ে তাই কেন্দ্র সরকার সহ বহু রাজ্যের সরকার গ্যাসের মূল্য (Price) অনেকটাই কমিয়েছে।

চলতি বছর রয়েছে লোকসভা ভোট। এই ভোটের মরসুমের আগে অথবা পরে বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে বিরাট সিদ্ধান্ত নিতে পারে নরেন্দ্র মোদী সরকার। সম্প্রতি এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছ থেকে। তিনি বলেছেন, মধ্যপ্রদেশের মতো এবার পশ্চিমবঙ্গেও লাডলি বেহনা প্রকল্প আনা হবে।

রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা : Big Announcement over LPG Gas Price in West Bengal

বাংলাতেও কমবে গ্যাসের দাম! (LPG Gas Cylinder Price)

এখানেই থামেননি শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে রান্নার গ্যাসের মূল্য কমিয়ে ৪৫০ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ LPG গ্যাস সিলিন্ডার কেনার খরচ অনেকটাই কমে যাবে। ৫০০ টাকারও কম মূল্যে গ্যাস পাবেন সাধারণ মানুষ।

মাত্র ৪৫০ টাকায় মিলবে LPG গ্যাস!

শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলায় যদি বিজেপি সরকার গড়ে তাহলে মানুষকে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এখানেও মধ্যপ্রদেশের লাডলি বেহনার মতো প্রকল্প শুরু হবে’। পাশাপাশি এও বলেন, বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে প্রায় ৩০ লাখ মানুষকে চাকরি দেওয়া হবে।

রাজ্যের বিরোধী দলনেতার কথায়, ‘আমরা প্রথমে রাজ্য সরকারের ৩০ লাখ শূন্যপদ পূরণ করবো। রাজ্য সরকার যে ৬ লাখ শূন্যপদ বাতিল করে দিয়েছে আমরা সেটা ফিরিয়ে আনবো। ৫০ লাখ পরিবারকে বাংলায় ফেরত পাঠানোর কাজ যদি কেউ করতে পারে, তা হবে ভারতীয় জনতা পার্টি’।

Leave a Comment