রাজ্যে বেকার থাকবে না কেউ! সব জেলায় বিগ বাজার তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

এবার রাজ্যের জেলায় জেলায় তৈরি হবে বিগ বাজার (Big Bazaar)। এর ফলে কর্মসংস্থান এবং রোজগার দুই-ই বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসনে আসীন হওয়ার পর থেকে রাজ্যের মহিলাদের স্বনির্ভরতা এবং রোজগার বৃদ্ধির দিকে বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সম্প্রতি মন্ত্রীসভার বৈঠকে বেশ কিছু নিয়োগ প্রস্তাব পাশ হয়েছে। যে কারণে হাসি ফুটেছিল রাজ্যের চাকরিপ্রার্থীদের মুখে। এসবের মাঝেই এবার বিগ বাজার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

রবিবার বীরভূমের একটি সভা থেকে একাধিক ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, ‘আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলারা অনেক কাজ করেন। আমাদের তাঁতিরাও প্রচুর কাজ করেন। সরকার থেকে আমরা যত প্রয়োজনীয় জিনিস আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা এবং তাঁতিদের থেকে নেব। প্রত্যেকটি জেলায় একটি করে বিগ বাজার তৈরি করব’।

Mamata Banerjee talks about opening Big Baazar in Every District

জেলায় জেলায় বিগ বাজার! (Big Bazaar in every District)

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জেলায় জেলায় তৈরি হওয়া বিগ বাজারে (Big Bazaar) স্বেচ্ছাসেবী সংস্থাগুলির তৈরি করা জিনিস বিক্রি করা হবে। তাঁদের স্থায়ী রোজগার নিশ্চিত করার জন্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এটুকুই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘তাঁরা এককালীন ২৫,০০০ টাকা করে পাবেন’।

আরও পড়ুনঃ বিনা কারণে জ্বললেও দিতে হয় বিল! ছোট্ট এই লাল আলোর খরচ প্রতিমাসে কত জানেন?

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা প্রসঙ্গে ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, প্রত্যেক জেলায় জেলায় প্রস্তাবিত এই বিগ বাজার গড়ে উঠলে প্রচুর সুবিধা হবে। এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মানুষদের যেমন সুবিধা হবে, তেমনই স্থানীয় এলাকায় কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্থিক শ্রী বৃদ্ধির সুযোগ।

পুলিশে বড়সড় নিয়োগ করবে সরকার! (WB Police Recruitment)

একুশের নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন, কর্মসংস্থানের ওপর এবার জোর দেওয়া হবে। সম্প্রতি সেই প্রেক্ষিতেই রাজ্য মন্ত্রীসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুলিশে একাধিক শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে। সম্প্রতি এই প্রসঙ্গে নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ বদলে গেল নিয়ম, জমি না থাকলেও করতে পারবেন বাড়ি! আমজনতার জন্য বিরাট ঘোষণা রাজ্য সরকারের

নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ৫২৯টি এসআই পদ বানানো হয়েছে। পশ্চিমবঙ্গের ১২৭টি থানা, ৪০টি বড় থানা এবং ৩৫টি সাইবার থানায় নতুন করে এসআই নিয়োগ করা হবে বলে খবর মিলেছে। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমরা নিয়োগে উদ্যোগী। বিরোধীরা ইচ্ছে করে আইনি জটিলতা তৈরি করছে। দয়া করে নিয়োগ করতে দিন’। সম্প্রতি প্রাথমিকেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা চাকরি পেয়েছেন স্বাভাবিকভাবেই তাঁদের মুখে হাসি ফুটেছে।

Leave a Comment