ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হলেও চিন্তা নেই! চালান কাটবে না পুলিশ, চালু নতুন নিয়ম

এখন বেশিরভাগ মানুষের কাছে দু’চাকা কিংবা চার চাকা আছে। তবে গাড়ি থাকলেই হল না, সেই গাড়ি চালাতে গেলে দরকার হয় ড্রাইভিং লাইসেন্সের (Driving Licence)। নির্দিষ্ট সময় অন্তর সেই লাইসেন্স রিনিউ করাতে হয়। তবে আপনার লাইসেন্স যদি রিনিউ না-ও করে থাকেন, তাহলেও চিন্তা নেই! কারণ এবার নয়া নিয়ম লাগু করলো সড়ক মন্ত্রক (Ministry of Road Transport and Highways)।

সম্প্রতি সড়ক মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স (Driving Licence), লার্নার লাইসেন্স (Learner’s Licence) এবং কন্ডাক্টর লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি করা হবে। মঙ্গলবার এই বিষয়ে সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। কত তারিখ অবধি মেয়াদ বৃদ্ধি করা হয়েছে? কেন মেয়াদ বৃদ্ধি করা হল? এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Traffic Rules Changed see new fines and rates

ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেলেও নো চিন্তা!

আসএল ‘সারথি’ ওয়েবসাইটে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণেই লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক। জানানো হয়েছে, গত ৩১ জানুয়ারি ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৪ অবধি সারথি ওয়েবসাইটে বেশ কিছু সমস্যা হওয়ার দরুণ লাইসেন্স (Licence) সম্বন্ধিত নানান পরিষেবা ব্যাহত হয়েছে।

আরও পড়ুনঃ বাতিল হয়নি আধার কার্ড! শুধু করতে হবে এই ছোট্ট কাজ, দুশ্চিন্তা দূর করতে ঘোষণা করল UIDAI

এই কারণে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তাই জাতীয় লার্নার লাইসেন্স, কন্ডাক্টর লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সকল জাতীয় লার্নার লাইসেন্স, কন্ডাক্টর লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ গত ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে উত্তীর্ণ হয়েছে তাদের এখনও কোনও প্রকার জরিমানা আরোপ করা হবে না।

কত তারিখ অবধি জরিমানা দিতে হবে না?

এখন প্রশ্ন হল, কত তারিখ অবধি জরিমানা আরোপ করা হবে না? সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ৩১ জানুয়ারি ২০২৪ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ -র মধ্যে মেয়াদ উত্তীর্ণ হওয়া জাতীয় লার্নার লাইসেন্স, কন্ডাক্টর লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সগুলিকে আগামী ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অবধি বৈধ হিসেবে গণ্য করা হবে। আসলে অনলাইন পরিষেবা আংশিক বন্ধ থাকার কারণে আবেদনকারী ফি দেওয়া, ড্রাইভিং লাইসেন্স রিনিউ, ড্রাইভিং স্কিল টেস্ট, লার্নার লাইসেন্সের জন্য স্লট বুকিংয়ের মতো কাজগুলি খানিক ব্যাহত হয়েছে।

আরও পড়ুনঃ বিনা কারণে জ্বললেও দিতে হয় বিল! ছোট্ট এই লাল আলোর খরচ প্রতিমাসে কত জানেন?

লার্নার লাইসেন্সের মেয়াদ হল ৬ মাস। এই সময়কালের মধ্যে একজন ব্যক্তিকে ড্রাভিং টেস্ট পাশ করে স্থায়ী ড্রাইভিং লাইসেন্স নিতে হয়। যদি আগামী ৬ মাসের মধ্যে ড্রাইভিং টেস্ট পাশ করতে ব্যর্থ হয়, তাহলে ফের লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়। লার্নার লাইসেন্স পাওয়ার ৩০ দিন পর স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা যাবে। যদি লার্নার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা হয়, তাহলে ফের লার্নার লাইসেন্স পরীক্ষায় পাশ করতে হয়।

Leave a Comment