ফেব্রুয়ারিই লাস্ট, বন্ধ হবে পরিষেবা! Paytm এর ওপর নিষেধজ্ঞা জারি করতেই মাথায় হাত আমজনতার

অনলাইন লেনদেনের ক্ষেত্রে বহু মানুষের ভরসা Paytm। অগুনতি মানুষ এর মাধ্যমে টাকা পেমেন্ট করে থাকেন। আপনিও যদি পেটিএম ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি জরুরি খবর। কী সেই খবর? এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফ থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে (Paytm Payments Bank) নতুন গ্রাহক যুক্ত করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অবিলম্বে এই কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। গত ৩১ জানুয়ারি আরবিআইয়ের (RBI) তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। একইসঙ্গে আগামী ২৯ ফেব্রুয়ারির পর থেকে বর্তমান গ্রাহকদের সঙ্গে এই অর্থ যুক্ত না করায় সংস্থাটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

RBI Bans Paytm Services

Paytm-র ওপর নিষেধাজ্ঞা জারি করলো আরবিআই!

শোনা যাচ্ছে, পেটিএম ব্যাঙ্ক (Paytm Payments Bank) সম্বন্ধিত একাধিক ত্রুটি সামনে এসেছে। যে কারণে আগামী দিনে তাদের বিরুদ্ধে দরকারি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে জানানো হয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিদ্যমান গ্রাহকরা তাঁদের সম্পূর্ণ টাকা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কোনও বাধা নেই।

আরও পড়ুনঃ জাল নোটে ছেয়ে গিয়েছে বাজার! কীভাবে চিনবেন ১০০-৫০০ টাকার আসল নোট? বলে দিল RBI

কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, প্রিপেইড ইনস্ট্রুমেন্ট, ন্যাশানাল কিংবা কমন মোবিলিটি কার্ড, ফাস্ট্যাগ- টাকা যেখানেই থাকুন না কেন, গ্রাহকরা তা ব্যবহার করতে পারবেন। এই বিষয়ে কোনও শেষ তারিখ দেওয়া হয়নি। প্রয়োজন অনুসারে গ্রাহকদের নিজের টাকা খরচে কোনও বিধিনিষেধ নেই।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের মাথায় হাত! আবার বাড়লো গ্যাসের দাম, LPG সিলিন্ডার কিনতে খসবে কত?

বন্ধ হয়ে যাবে Paytm এর এই পরিষেবা

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারির পর থেকে পেটিএম ইউজারা অ্যাকাউন্ট, ফাস্ট্যাগ, ওয়ালেট, প্রিপেইড ইনস্ট্রুমেন্ট ও ন্যাশানাল মোবিলিটে কার্ডে কোনও টাকা জমা করতে পারবেন না। কিন্তু তাঁদের অ্যাকাউন্টে ক্যাশব্যাক, সুদ এবং রিফান্ডের টাকা আসবে। এই প্রসঙ্গে আরবিআই স্পষ্ট জানিয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের তরফ থেকে আর কোনও ব্যাঙ্কিং সার্ভিস দেওয়া হবে না।

Leave a Comment