নতুন বিপদ! ফেব্রুয়ারিতে করতেই হবে এই কাজ, না হলেই তালা পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে!

প্রত্যেক ভারতীয় নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। চাকরি থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, প্রায় সব কাজেই এখন আধার কার্ডের দরকার হয়। তবে এখনও অনেক মানুষ আছেন যাঁদের আধার কার্ড নেই। অনেকের আবার আধার কার্ডে কিছু তথ্য ভুল রয়েছে। এবার আধার কার্ড তৈরি এবং আপডেট নিয়েই UIDAI-র তরফ থেকে জারি করা হল নতুন নির্দেশিকা।

সম্প্রতি আধার কার্ড সংক্রান্ত বেশ কিছু নিয়মে বদল এনেছে আধার প্রস্তুতকারী সংস্থা (UIDAI Aadhaar Card)। এতদিন অবধি আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করার জন্য আমাদের আধার সেবা কেন্দ্রে যেতে হতো। সেখানে গিয়ে অনেক সময় লম্বা লাইনও দিতে হতো। তবে এবার সেই কাজ আরও সহজ করে দিতে চলেছে UIDAI। কীভাবে? বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

আঁধার কার্ড : UIDAI Aadhar Card Update

আধার কার্ড আপডেটের গুরুত্ব (Importance of Aadhaar Update)

আধার কার্ড আপডেট না করালে কী কী সমস্যা হতে পারে তা নিম্নে তুলে ধরা হল।

  1. আধার কার্ডের সঙ্গে সকল নথি লিঙ্ক করা।
  2. আধার কার্ডে যদি ভুল থাকে তাহলে অন্যান্য নথিপত্রেও সমস্যা।
  3. প্রকল্পের টাকা ঢুকতে অসুবিধা।
  4. প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কে সমস্যা।
  5. স্কলারশিপের টাকা ঢুকতে অসুবিধা।
  6. ব্যাঙ্কের কেওয়াইসি করতে সমস্যা।
  7. রান্নার এলপিজি গ্যাসের ভর্তুকিতে অসুবিধা।

আরও পড়ুনঃ লোন শোধ করতে না পারলেও চিন্তা নেই! গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল RBI

আধার কার্ডের নয়া নিয়ম (UIDAI Aadhaar Card New Rules)

UIDAI-র নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে যদি কোনও ব্যক্তি আধার কার্ড তৈরি করতে চান অথবা আপডেট করতে চান তাহলে সেই কাজ বাড়ি বসেই করে ফেলতে পারবেন। সম্প্রতি আধার প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে। ২০১৬ সালে UIDAI-র তরফ থেকে আধার কার্ড সংশোধন সম্বন্ধে নিয়ম জারি করা হয়েছিল। তবে সেবার বলা হয়েছিল, শুধুমাত্র ঠিকানা সংশোধনের কাজ ওয়েবসাইটের দ্বারা করা যাবে। অন্যান্য কাজের ক্ষেত্রে আধার সেবা কেন্দ্রে যেতে হতো। তবে নতুন নিয়মের ফলে গ্রাহকদের সুবিধা অনেকটা বেড়ে গেল।

আধার আপডেট ফর্ম (Aadhaar Update Form)

ভারতীয় নাগরিক এবং এনআরআইদের সুবিধার কথা ভেবে UIDAI তরফ ৬টি নতুন ফর্ম চালু করেছে। কোন ফর্মের কী কাজ সেটা জানা থাকলে বাড়ি বসেই আধার কার্ডের জন্য নাম নথিভুক্ত করা অথবা তথ্য আপডেটের কাজ করে নেওয়া যাবে।

  1. ফর্ম ১- আপনার যদি আধার কার্ডের তথ্য আপডেট করাতে হয় তাহলে এই ফর্ম পূরণ করতে হবে। প্রাপ্তবয়স্ক তথা ১৮ বছরের বেশি যে কোনও ভারতীয় নাগরিক এবং এনআরআই ব্যক্তি এই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আধার নম্বরের জন্য আবেদন করতে পারবেন। তবে এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে এদেশের ঠিকানার একটি প্রমাণপত্র দিতে হয়।
  2. ফর্ম ২- এই ফর্মটি কেবলমাত্র এনআরআই ভারতীয়দের জন্য। তাঁরা বিদেশে কোথায় থাকছেন সেই বিষয়ক তথ্য দিতে হয় ।
  3. ফর্ম ৩-৬- শিশু এবং ১৮ বছরের কম তরুণ-তরুণীদের জন্য ৩-৬ নম্বর ফর্ম শুরু করা হয়েছে। ভারতীয় এবং এনআরআই দুই ব্যক্তিই এই ফর্মগুলি ফিল আপ করতে পারবেন।

আরও পড়ুনঃ ১০ মিনিটে এই কাজ না করলে কনফার্ম টিকিটও বাতিল! ট্রেনে চড়ার আগে জেনে নিন রেলের নতুন নিয়ম

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents to Update Aadhaar)

আধার কার্ড আপডেট করতে গেলে কী কী নথিপত্র লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. ভোটার কার্ড।
  2. বার্থ সার্টিফিকেট।
  3. প্যান কার্ড।
  4. ড্রাইভিং লাইসেন্স।

প্রসঙ্গত, আবেদনকারীর যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে মাধ্যমিকের শংসাপত্র প্রভৃতি দরকার হয়।

ডাউনলোডের পদ্ধতি (How to Download Updated Aadhaar Card)

আধার কার্ড আপডেটের জন্য আবেদনের কয়েকদিন পর আপনার মোবাইল ফোনে যদি মেসেজ আছে তাহলে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করে স্ট্যাটাস চেক করে নিন। যদি আপডেট সম্পন্ন হয়ে যায় তাহলে ডাউনলোড করে নিন।

Leave a Comment