বন্ধ হয়ে যাবে UPI সার্ভিস! ৩১ ডিসেম্বরের আগে এই কাজ না করলেই সর্বনাশ

কমবেশি আমরা প্রত্যেকেই এখন UPI-এর মাধ্যমে টাকা লেনদেন করে থাকি। ক্যাশলেস পেমেন্টে প্রচুর সুবিধাও রয়েছে। এবার এই UPI আইডি সম্বন্ধিত একটি ভীষণ গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। ব্যাঙ্ক থেকে শুরু করে Google Pay, PhonePe-এর মতো অ্যাপগুলি বেশ কিছু UPI আইডি বন্ধ করে দিতে চলেছে।

NPCI তথা ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সকল ব্যাঙ্ক এবং থার্ড পার্টি অ্যাপগুলির জন্য একটি নির্দেশিকা (New UPI Rules) জারি করা হয়েছে। সেখানে এক বছরের জন্য লেনদেন না করা UPI আইডিগুলিকে ব্লক করে দেওয়ার কথা বলা হয়েছে। এর জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা স্থির করে দেওয়া হয়েছে।

New UPI Rules

UPI সংক্রান্ত নতুন নিয়ম (New UPI Rule)

আপনার যদি UPI আইডি থাকে এবং সেটি যদি এক বছর ধরে ব্যবহৃত না হয় তাহলে অবশ্য এই তারিখের আগে সেটিকে সক্রিয় করে ফেলুন। তবে ইউপিআই আইডি নিষ্ক্রিয় অরে দেওয়ার আগে ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের একটি ইমেল কিংবা মেসেজ পাঠানো হবে। UPI পেমেন্ট যাতে আরও বেশি সুরক্ষিত এবং নিরাপদ হয়ে ওঠে সেই জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে NPCI।

নতুন নির্দেশিকায় কী বলা হয়েছে?

NPCI কর্তৃক প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল PSP ব্যাঙ্ক এবং তৃতীয় পার্টি অ্যাপগুলির দ্বারা নিষ্ক্রিয় গ্রাহকদের UPI আইডি এবং তার সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর যাচাই করে দেখা হবে। গত এক বছরে এই আইডিগুলি থেকে যদি কোনও লেনদেন না হয়ে থাকে তাহলে তা বন্ধ করে দেওয়া হবে। আগামী বছর থেকে এই আইডি দিয়ে আর লেনদেন করতে পারবে না গ্রাহকরা।

ভুল লেনদেন হওয়ার সম্ভাবনা কমবে

সাম্প্রতিক অতীতে ভুল লেনদেনের প্রচুর ঘটনা সামনে এসেছে। সেগুলি যাতে বন্ধ হয়ে যায় সেটা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে NPCI। ভুল ব্যক্তির কাছে যাতে অর্থ স্থানান্তরিত না হয় কিংবা এই অর্থের যাতে অপব্যবহার না হয় সেই জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মোবাইল নম্বর পরিবর্তনের কারণে দেখা দেয় সমস্যা

অনেক সময় দেখা যায়, গ্রাহকরা নিজেদের মোবাইল নম্বর বদল করেন কিন্তু সেই নম্বরের সঙ্গে লিঙ্ক করা UPI আইডি Deactivate তথা নিষ্ক্রিয় করতে ভুলে যান। সেক্ষেত্রে যখন নতুন কোনও গ্রাহকের কাছে এই ফোন নম্বর যায় তখন সেই UPI আইডি তার সঙ্গে লিঙ্ক করা থাকে। যে কারণে ভুল লেনদেনের ঝুঁকি অনেকটা বেড়ে যায়।

Leave a Comment