এযেন গোঁদের ওপর বিষফোঁড়া! DA অসন্তোষের মাঝেই নতুন বিজ্ঞপ্তি, চিন্তায় পেনশনভোগীরা

ডিএ (DA) কিংবা মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিরাট ঘোষণা করেছেন। বকেয়া এবং বর্ধিত হারে ডিএ-র দাবিকে কেন্দ্র করে আন্দোলন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এসবের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা এক ধাক্কায় ৪% বৃদ্ধি করেছেন।

তা সত্ত্বেও ডিএ বৃদ্ধির এই বিষয়ে অনেকে অখুশি। এখনও তাই আন্দোলন চলছে। কেউ কেউ বলছেন, মহার্ঘ্য ভাতার (Dearness Allowance) নামে তাঁদের ভিক্ষা প্রদান করা হচ্ছে। ডিএ নিয়ে এই ঘোষণা হতেই পেনশন প্রাপকরা এবার বেশ চিন্তায় পড়েছেন। কার্যত চিন্তায় চিন্তায় দিন কাটছে ৬ হাজারেরও বেশি পেনশন প্রাপকদের। কিন্তু হঠাৎ কী এমন হল যে এত চিন্তায় পড়লেন তাঁরা? সেই তথ্যই তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।

News on Pension in West Bengal

আপনিও একটা সময় রাজ্য সরকারি কর্মী ছিলেন? আপনি কি পেনশন প্রাপক? তাহলে বলে রাখি, সম্প্রতি রাজ্যের এবং পুর নগরোন্নয়ন দফতরের অধীনে থাকা তিনটি সংস্থার কাছে অর্থ দফতর পেনশন সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছিল। এই তিন সংস্থা যথাক্রমে, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এবং কলকাতা মেট্রোপলিটন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অথরিটি।

রাজ্যের এবং পুর নগরোন্নয়ন দফতরের কাছ থেকে উপরিউক্ত তিন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। অন্তত এমন খবরই জানা গিয়েছে একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে। এখন নিশ্চয়ই ভাবছেন, সেই চিঠিতে কী আছে?

জানা গিয়েছে, পুর দফতরের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, এই তিন সংস্থার সকল অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের দায়ভার বহন করে কে? গত দু’বছরে কোন খাত থেকে তাঁদের পেনশন দেওয়া হয়েছে? গত দুই অর্থবর্ষে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন খাতে মোট কত টাকা খরচ করা হয়েছে? চলতি অর্থবর্ষে কতজন কর্মী অবসর গ্রহণ করবেন? অ্যাডমিনিস্ট্রেটিভ দফতর নিজস্ব অর্থ ভাণ্ডার থেকে কি পেনশন মেটাতে পারবে?

প্রসঙ্গত উল্লেখ্য, উপরিউক্ত তিন সংস্থার পেনশন প্রাপকের সংখ্যা প্রায় ৬ হাজার এর মত। এই অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কি কোনও প্রকার পেনশন তহবিল তৈরি করা হবে? এই প্রশ্ন এখন থেকেই যাচ্ছে।

Leave a Comment