কলকাতা পুলিশের কড়া নজরে OYO রুম! সঙ্গী নিয়ে গিয়ে বিপদে পড়ার আগে জেনে নিন বিশদে

বর্তমান সময়ে হোটেল বুক করার কথা উঠলেই অনেকের মাথায় প্রথম OYO-র কথা আসে। বিশেষত প্রেমী-যুগলদের মধ্যে OYO-র জনপ্রিয়তা বেশ ভালো। তবে এই রুম (OYO Room) ভাড়া করেই নাকি নানান অনৈতিক কার্যকলাপও হচ্ছে। অনেকে OYO রুম ভাড়া করে সেখানে নীল ছবিও তৈরি করছেন! শুধু তাই নয়, সহবাসের ভিডিও তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার খবরও শোনা যাচ্ছে।

অভিযোগ উঠছে, OYO রুম ভাড়া করেই নাকি এই ধরণের কার্যকলাপ বেশি হচ্ছে। যে রুমকে (OYO Room) নিরাপদ আশ্রয় হিসেবে ভাবা হয়, সেখানেই নাকি এমন কাজ! এবার তাই কড়া হাতে দমন করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। এবার থেকে আর এই ধরণের কোনও অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। তা সাফ জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।

OYO room service Kolkata Police new initiative to stop human trafficking

কলকাতা পুলিশের নজরে OYO রুম!

গত প্রায় এক দশক ধরে বহু মানুষের নির্ভরযোগ্য ঠিকানা হল OYO রুম। তবে শোনা যাচ্ছে, এখন নাকি শহর কলকাতায় OYO ব্র্যান্ডটিকে অবৈধ ভাবে ব্যবহার করে মানব পাচারের (Human Trafficking) মতো কাজ হচ্ছে। এই সকল কার্যকলাপ রুখতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। অতিথিদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব যেমন OYO-র, তেমনই এবার অনৈতিক কাজ হচ্ছে এমন বুঝতে পারলেই খবর দেওয়া হবে পুলিশে।

আরও পড়ুনঃ নববর্ষের বড় উপহার দিল রাজ্য সরকার, ট্যাক্স মুকুব করতেই আনন্দে আত্মহারা রাজ্যবাসী!

সম্প্রতি এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশে পুলিশের তরফ থেকে সেমিনার করা হয়। ৩০টির বেশি OYO হোটেল অপারেটরকে নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল। অন্যায় করলে এবার জিরো টলারেন্স পলিসি নেওয়া হবে বলে খবর। OYO রুম ভাড়া করে কেউ যাতে অনৈতিক কোনও কাজ না করে সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথাও বলা হয়েছে।

OYO এবং কলকাতা পুলিশ কী পদক্ষেপ নেবে?

সদ্য আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কলকাতা পুলিশের (Kolkata Police) ডেপুটি কমিশনার (সাউথ ডিভিশন) প্রিয়ব্রত রায়। তিনি বলেন, পর্যটন বৃদ্ধির সঙ্গে বেশ কিছু আইনশৃঙ্খলার সমস্যার সম্মুখীন হচ্ছে পুলিশ। সেই কারণে এবার অতিথিদের বৈধ আইডি কার্ড দেখার পরেই রুম দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হোটেল কর্তৃপক্ষগুলিকে। পাশাপাশি তিনি আরও বলেন, হোটেল এবং তার আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং তা সংরক্ষণ করা হবে। পাশাপাশি হোটেলে থাকা সকল ব্যক্তির যথাযথ রেকর্ড রাখতে হবে।

আরও পড়ুনঃ সব আশায় জল! বিদ্যুৎ বিল জমা নিয়ে নতুন ঘোষণা শুনে মাথায় হাত গ্রাহকদের

অপরদিকে OYO-র চিফ অপারেটিং অফিসার এই প্রসঙ্গে বলেন, কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় OYO-র ৪৫০টিরও বেশি হোটেল রয়েছে। OYO-র তরফ থেকে হোটেল অংশীদারদের প্রশিক্ষণ দেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে। হোটেলে নিরাপত্তা প্রোটোকল বজায় রাখার জন্য স্পেশ্যাল সেশনের আয়োজন করা হতে পারে। প্রসঙ্গত, কলকাতার পাশাপাশি চণ্ডীগড়, লখনউ সহ দেশের একাধক রাজ্যে OYO রয়েছে।

Leave a Comment