বদলে গেল পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি! সমস্যায় পড়ার আগেই দেখে নিন নতুন নিয়ম

বর্তমানে বিনিয়োগের একাধিক বিকল্প থাকলেও অধিকাংশ মানুষের প্রথম পছন্দ পোস্ট অফিস (Post Office)। এখানে টাকা রাখলে তা যেমন সুরক্ষিত থাকে, তেমনই পাওয়া যায় ভালো টাকা রিটার্ন। তবে এবার পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে (Post Office Small Savings Scheme) অ্যাকাউন্ট খোলার নিয়মে একটি বড় বদল আনা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তার মাধ্যমেই জানানো হয়েছে এই বদলের কথা।

আপনি যদি পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের (Post Office Scheme) বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে পারে। সম্প্রতি অর্থ মন্ত্রকের (Ministry of Finance) তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা, প্রভিডেন্ট ফান্ড, ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট, সিনিয়ার সিটিজেন সেভিংস স্কিম সহ পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে (Small Savings Scheme) বিনিয়োগ করতে চাইলে জমা দিতে হবে দু’টি গুরুত্বপূর্ণ নথি।

Post Office Investment Scheme with High Interest Rate

পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার নিয়ম বদল!

কেন্দ্রীয় সরকারের (Central Government) অর্থ মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে (Post Office Small Savings Scheme) বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর আধার কার্ড এবং প্যান কার্ড লাগবে। যদি আধার কার্ড না থাকে তাহলে এনরোলমেন্ট স্লিপ দিয়েও অ্যাকাউন্ট খোলা যাবে। কিন্তু অ্যাকাউন্ট খোলার ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের আধার কার্ড (Aadhaar Card) জমা করে দিতে হবে। নাহলে তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে হবে। আধার নম্বর জমা দিলে তবেই সেই অ্যাকাউন্ট পুনরায় চালু করা হবে।

আরও পড়ুনঃ সোনায় সোহাগা ৬ কোটিরও বেশি কর্মীর, বাড়ছে PF এর সুদ! এই দিনে ঢুকবে টাকা

আধার কার্ডের পাশাপাশি এবার থেকে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে (Small Savings Scheme) বিনিয়োগ করতে গেলে আবেদনকারীর প্যান কার্ডও (Pan Card) দরকার হবে। কোনও ব্যক্তির যদি প্যান কার্ড না থেকে থাকে তাহলে অ্যাকাউন্ট খোলার ২ মাসের মধ্যে তাঁকে পোস্ট অফিসে সংশ্লিষ্ট নথি জমা করতে হবে। যদি না করা হয় তাহলে তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। উল্লেখ্য, এদেশে প্রায় সকল নাগরিকের আধার কার্ড থাকলেও অনেকেরই প্যান কার্ড নেই। তবে এবার থেকে উপরিউক্ত প্রকল্পগুলিতে বিনিয়োগ করতে চাইলে এই দু’টি নথিই বাধ্যতামূলকভাবে জমা করতে হবে।

অ্যাকাউন্ট খোলার দু’মাস আগে জমা দিতে হবে এই নথি!

তবে কিছু কিছু ক্ষেত্রে পোস্ট অফিসে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে অ্যাকাউন্ট খোলার ২ মাস আগে আবেদনকারীকে প্যান কার্ড জমা করতে হবে।

  1. অ্যাকাউন্ট ৫০,০০০ টাকার বেশি জমা পড়লে।
  2. একটি অর্থবর্ষে ১,০০,০০০ টাকার বেশি জমা পড়লে।
  3. এক মাস যদি অ্যাকাউন্ট থেকে ১০,০০০ টাকা তোলা হয়।

উপরিউক্ত ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ২ মাস আগে গ্রাহককে নিজের প্যান কার্ড জমা করতে হবে। বিশদে জানতে নিকটবর্তী পোস্ট অফিসের শাখায় গিয়ে কথা বলতে পারেন।

আরও পড়ুনঃ নামমাত্র বিনিয়োগে পান ২৫ লাখ রিটার্ন! দেশবাসীর জন্য মালামাল স্কিম নিয়ে এল LIC

আগের নিয়ম কী ছিল?

আগের নিয়ম অনুযায়ী, এতদিন পর্যন্ত পোস্ট অফিসে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে গেলে প্যান কার্ড, আধার কার্ডের দরকার হতো না। এই নথিগুলি ছাড়াই অ্যাকাউন্ট খোলা যেত। বিদ্যুতের বিল, জলের বিল, টেলিফোনের বিল দেখিয়ে এই প্রকল্পে বিনিয়োগ করা যেত। তবে এবার থেকে এই প্রকল্পে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আধার কার্ড এবং প্যান কার্ড লাগবে। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। তবে এখনও অনেক বিনিয়োগকারী আছেন যারা হয়তো আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করেননি। তাই আর দেরি না করে এখনই এই কাজ করে নিন। নাহলে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের অনুমতি নাও মিলতে পারে।

Leave a Comment