জারি হচ্ছে রেলের নতুন নিয়ম, না মানলে হতে পারে জেল! সমস্যায় পড়ার আগে জানুন

অল্প সময়ে, স্বল্প খরচে পৌঁছে দেওয়ায় ট্রেনের জুড়ি মেলা ভার। সফর কাছের হোক কিংবা দূরের অনেকেরই প্রথম পছন্দ ভারতীয় রেল (Indian Railway)। রোজ এদেশে লাখ লাখ মানুষ ট্রেনে সফর করেন। এই কারণেই ভারতীয় রেলকে এদেশের ‘লাইফলাইন’ নামেও অভিহিত করা হয়।

স্বাধীনতার আগে ইংরেজদের হাত ধরে ভারতীয় রেলের (Indian Railway) সফর শুরু। তবে গত কয়েক দশকে এই গণপরিবহণ ব্যবস্থার খোলনলচে আমূল বদলেছে। যাত্রীদের সফর কীভাবে আরও আরামদায়ক এবং সুরক্ষিত করা যায় সেই জন্য প্রতিনিয়ত নানান পদক্ষেপ গ্রহণ করে চলেছে ভারতীয় রেল। সম্প্রতি যেমন রেলের তরফ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। যার মাধ্যমে প্ল্যাটফর্মে (Platform) একটি কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Railway new rules for everyone by Indian Railway

চালু হচ্ছে রেলের নতুন নিয়ম!

রোজ ট্রেনে (Train) করে এদেশের অগুনতি মানুষ যাতায়াত করেন। তবে রেলের নিয়মকানুনের (Indian Railway Rules) বিষয়ে অনেকেই অবগত নন। এগুলি না জানার জন্য অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। মোটা টাকার জরিমানা দেওয়ার পাশাপাশি বহু সময় জেল-ও হয়! সম্প্রতি যেমন পূর্ব রেলওয়ের (Eastern Railway) তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এবার থেকে প্ল্যাটফর্মে এই কাজ করলে জরিমানার পাশাপাশি জেল হবে!

আরও পড়ুনঃ ইন্টারনেট ছাড়াই জানুন কোথায় আছে আপনার ট্রেন! কীভাবে? ২ মিনিটে দেখুন সম্পূর্ণ পদ্ধতি

প্ল্যাটফর্মে আর করা যাবে না এই কাজ!

যাত্রী সুরক্ষার কথা ভেবে মাঝেমধ্যেই ভারতীয় রেলের (Indian Railway) তরফ থেকে নানান সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্প্রতি যেমন পূর্ব রেলেওয়ের (Eastern Railway) জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওসকার ঘোষণা করেছেন, এবার থেকে যদি কোনও ব্যক্তি স্টেশন চত্বরে আগুন জ্বালিয়ে রান্না করেন তাহলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে। এই নতুন নিয়মের ফলে যাত্রীদের কোনও সমস্যা হওয়ার কথা নয়।

আরও পড়ুনঃ ১০ মিনিটে এই কাজ না করলে কনফার্ম টিকিটও বাতিল! ট্রেনে চড়ার আগে জেনে নিন রেলের নতুন নিয়ম

এই নিয়মের কারণে মূলত রেল স্টেশন (Railway Station) চত্বরে থাকা নানান দোকান এবং হকাররা প্রভাবিত হতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ এখন একাধিক স্টেশনে দেখা যায়, আগুন জ্বালিয়ে ঘুগনি, চপ কিংবা সিঙারার মতো খাবার বিক্রি করা হচ্ছে। এবার থেকে আর এই কাজ করা যাবে না। যদি ,করা হয় তাহলে উক্ত ধারায় মামলা রুজু করা হবে। একইরকমভাবে যদি কোনও যাত্রী এই ধরণের কাজ করেন, তাহলে তাঁর বিরুদ্ধেও একই ধারায় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Comment