রেশন বন্ধ, ৪ দিনের মধ্যে এই কাজ না করলে বাতিল রেশন কার্ড! সরকারের ঘোষণায় মাথায় হাত আমজনতার

বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতে দারিদ্রসীমার নীচে বসবাসকারী প্রচুর পরিবার আছে। তাঁরা দু’বেলা দু’মুঠো খাবারের জন্য রেশন ব্যবস্থার (Ration System) ওপর নির্ভরশীল। মূলত তাঁদের কথা মাথায় রেখেই সরকারের তরফ থেকে রেশন সামগ্রী বিতরণ করা শুরু করা হয়। তবে এই রেশন সামগ্রী পাওয়ার জন্য রেশন কার্ড (Ration Card) থাকা জরুরি। আর এই নথি প্রদান করে সরকার।

কেন্দ্র এবং রাজ্য, দুই সরকারের তরফ থেকেই মাঝেমধ্যে রেশন কার্ড নিয়ে নানান সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবারও ঠিক এমনটাই হয়েছে। সম্প্রতি রেশন কার্ডধারীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছে ছত্তিশগড় সরকার (Government of Chhattisgarh)। কী সেই বার্তা? সেই বিষয়ে বিশদে এই প্রতিবেদনে তুলে ধরা হল।

রেশন কার্ডধারীদের করতে হবে এই কাজ!

আপনি যদি এখনও নিজের রেশন কার্ড পুনর্নবীকরণ (Ration Card Renew) না করে থাকেন তাহলে আপনার জন্য একটি স্বস্তির খবর রয়েছে। কারণ সম্প্রতি ছত্তিশগড় সরকারের তরফ থেকে রিনিউ করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে রেশন কার্ড পুনর্নবীকরণ করার সময় ছিল ১৫ ফেব্রুয়ারি অবধি। তবে সাধারণ মানুষের সুবিধার খাতিরে সেই সময়সীমা বৃদ্ধি করে ২৫ ফেব্রুয়ারি কর হল। সরকারের (Government of Chhattisgarh) তরফ থেকে ১০ দিন বৃদ্ধি করায় অনেকটা সুবিধা হবে আমজনতার।

আরও পড়ুনঃ ভোটের আগে বিরাট চমক, তিনটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর!

জঞ্জগীরের চম্পা জেলার সহকারী জানিয়েছে, শহর এলাকায় প্রায় ৪৮,৯৩১ জন রেশন কার্ড হোল্ডার ও গ্রাম্য এলাকায় প্রায় ২ লাখ ৭৪ হাজার ৯৯৮ জন রেশন কার্ড হোল্ডার রয়েছেন। মোট রেশন কার্ড (Ration Card) হোল্ডারের সংখ্যা হল প্রায় ৩ লাখ ২৩ হাজার ৯২৯ জন। তাঁদের মধ্যে প্রায় ২ লাখ ৬৩ হাজার রেশন কার্ড হোল্ডার অনলাইনে রিনিউয়ের আবেদন করে ফেলেছেন। ইতিমধ্যেই প্রায় ৮১% রেশন কার্ড হোল্ডারদের অ্যাপ্লিকেশন জমা পড়েছে।

আরও পড়ুনঃ ছুটোছুটির দিন শেষ! বাড়ি বসে মোবাইল অ্যাপ দিয়েই বানিয়ে ফেলুন ভোটার কার্ড, দেখুন পদ্ধতি

রিনিউয়ের জন্য আবেদনের পদ্ধতি

  1. রেশন কার্ড রিনিউ করার জন্য আপনাকে প্রথমে নিজের মোবাইলে ফুড পোর্টাল অ্যাপ ডাউনলোড করতে হবে।
  2. এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
  3. রেশন কার্ড রিনিউয়ালের অপশনে ক্লিক করতে হবে।
  4. ফোনের স্ক্রিনে থাকা রেশন কার্ড রিনিউয়ের অপশন আপনাকে নিম্নরূপ নির্বাচন করতে হবে।
  5. মোবাইল নম্বর এবং রেশন কার্ড যাচাই হয়ে যাওয়ার পর রেশন কার্ডের ই-কেওয়াইসি সহ তথ্য আপনার মোবাইল স্ক্রিনে ফুটে উঠবে।
  6. আবেদন অনলাইন রেশন কার্ড রিনিউয়াল অপশনে ক্লিক কর‍্যে হবে।
  7. এরপর আবেদন জমা দিয়ে দিলেই আপনার অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে।

সব মিলিয়ে, আপনার যদি এখনও রেশন কার্ড রিনিউ না করা হয়ে থাকে তাহলে দেরি না করে আজই করে নিন। কারণ সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই মেয়াদ বৃদ্ধি করেছে ছত্তিশগড় সরকার। এই সুযোগ হাতছাড়া করবেন না।

Leave a Comment